স্বপ্ন আমার হাত ধরো


আমার স্বপ্ন আমার হাত ধরো
তোমার চেয়ে যোগ্য সাথি
কোথায় পাবো আর
আমি ক্লান্ত শ্রান্ত দ্বিধায় ভ্রান্ত…
আহত এবং ব্যথায় শান্ত
ভরসাহীনতা ভরাট করেছে
আমার অন্ধকার

এই পথ এই সময়
নয় আমার বন্ধু নয়
নিরাশার কাছে শুধু হেরে যায়
নিরস্ত্র এ হৃদয়
বন্ধুকে ডাকি সাড়া দিয়ে যায়
আমাকে জড়ানো কুয়াশার মত ভয়

আমার স্বপ্ন একটু শান্তি দাও
আমার ব্যথায় হাত বুলাও
আমার স্বপ্ন আমার বন্ধু হও
আমার ব্যথায় হাত বুলাও

অসময়ের এ মৌসুমে
বন্ধ সবার দ্বার
এখনও অনেক বাকি
এই কাঁটায় সাজানো পথ
সমতল শেষে সমুখে রয়েছে
কত গিরি পর্বত
এখনই স্থবির কেন পথ চলা
নিভুনিভু কেন আগুনে ভেজা শপথ

আমার স্বপ্ন করো আশীর্বাদ
শুধু তোমায় নিয়েই কাটুক রাত
স্বপ্ন করো আশীর্বাদ
কাটুক আমার ব্যথার রাত
আমায় তোমার যোগ্য করো
সেও তো তোমার ভার

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে