জনতার বেয়াদবী



শিল্পী : সায়ান
গীতিকার : সায়ান
ধরণ : বিবিধ
অ্যালবাম : সায়ানের গান
সুরকার : সায়ান
প্রথম প্রকাশ : 2001

জনতার এ বড্ড বাড়াবাড়ি
আমাদের দুই নেত্রীর নামে করে মারামারি
আমি জানি, আমি জানি, আমার দু’চোখের মণি
কোনদিন করেনি তো ঝগড়াঝাঁটি কাট্টি-আড়ি

জনতা তোমায় তুমি প্রশ্ন করো
কি পাবার জন্যে তুমি কার ইশারায় মরতে পারো
শোনো বলি তোমায় যারা ভাগ করেছে দলে দলে
বোঝোনি তারা সবাই হাত মেলানো তলে তলে

ভালো করে খেয়াল করো আমাদের দু’ মহারাণী
তাহাদের জন্মদিনে পাঠাচ্ছে শুভেচ্ছা বাণী
এখানে সেখানে কোন অনুষ্ঠানে দেখা হলে
দু’জনেই আগ বাড়িয়ে হাসিমুখে কথা বলে

দু’জনার জন্যে জানি দু’জনারই পরান কাঁদে
জনতা বোকার মতন পা দিয়েছো কাহার ফাঁদে
দু’জনার একজনও তো চায় না কারোর একটু ক্ষতি
জনতা তোমার কেন ঝগড়াঝাঁটির এ দুর্মতি

ওরা তো পরস্পর-কে বন্ধু ডাকে
তোমাদের মধ্যে কেন সকাল বিকেল ঝগড়া লাগে
শোনো বলি ওরা দুজন মিলে মিশে ভালোই আছে
পুলিশের তাড়া খেয়ে তুমিই শুধু উঠলে গাছে

ঘনিষ্ঠ বন্ধু বলেই তর্কাতর্কি মাঝে মাঝে
সোহাগ আছে দুই সখীতে, মান অভিমান তাইতো সাজে
তাই বলে শত্রু তারা, এমন কথা কে বলেছে?
বাজি ধরে বলতে পারি, ভুল বুঝেছে, ভুল বকেছে

জনতা তোমার মাথায় শুধুই বুঝি গোবর পোরা
নিজেকে প্রশ্ন করো কার জন্যে খাটছো ভাড়া
মিছে মিছে বোকার মতন নিজের পায়ে কুড়োল মেরে
নিজেদের মধ্যে কোনও লাভ হবে না লড়াই করে

জনতা এখন থেকে ওসব ছাড়ো
আমাদের উদারপন্থী নেত্রীদ্বেয়র দু’হাত ধরো
শোনো বলি এখন থেকে আর কোরো না চুলোচুলি

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে