আবার তাকিয়ে দ্যাখ্



তুমি বুঝতে পারোনি নাকি
কাকে বলে স্বাধীনতা?
আমি সহ্য করবো না’তো
এই বেহিসেবী রসিকতা

তুমি খুঁজে যাও কতখানে
স্বাধীনতার কি মানে
বলি একটা অন্ধ পাখী…
আহা সেও তো সে কথা জানে

তুমি ভুল্‌লে কেমন করে ?
ভুল্‌লে চলবে নাকি ?
নাকি নিজের চোখকে শুধু
দিয়েই চলেছো ফাঁকি?

১৬´র সঙ্গে ১২ …
লাগবে কি কিছু আরো ?
১ ৯ ৭ ১ …
আবার তাকিয়ে দ্যাখ্‌!!

দিগন্ত বিস্তৃত সবুজের ময়দানে
রক্তে সম্ভাসিত লাল সূর্যটা মাঝখানে
চেনা চেনা ঠেকলো কি ?
এই পতাকাটা কার ?
স্বাধীনতা মানে
বাংলাদেশটা তোমার আর আমার

তুমি কি আকারে ইঙ্গিতে আর ইশারায় বলে দিচ্ছো
এই পতাকার এই নামটার… আজ মূল্য আসলে তুচ্ছ

তুমি কি বন্ধু জেনেশুনে আজ ইতিহাস নিয়ে খেলছো ?
আশার সঙ্গে স্বাধীনতার কি অর্থ গুলিয়ে ফেলছো ?

আমি সহ্য করবো না তো …
শোনো ধিক্কার আজ ঘৃণার
যেন কখনও ক্ষমা না করে …
তোমাকে আমার শহীদ মিনার!

বলো অস্থির অকৃতজ্ঞ কন্ঠে এমন তো কথা ছিলো না
আহা! স্বাধীনতা কেন আমার জন্যে সবকিছু এনে দিলো না!
তোমার স্বপ্ন ভঙ্গের দায় ইতিহাস বুঝি টানবে ?
তোমার জন্যে সাজানো গোছানো রাজ্য কে যেন আনবে!

আজ সাবধান করে দিচ্ছি …
কথা এইখানে হবে শেষ
যেন শুনিনা তোমার কণ্ঠে …
এই বাংলা তোমার দেশ!!

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে