হঠাৎ করেই চোখ পড়েছে

শিল্পী : সায়ান
গীতিকার : সায়ান
ধরণ : বিবিধ
অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো
সুরকার : সায়না
প্রথম প্রকাশ : পাওয়া যায়নি

হঠাৎ করেই চোখ পড়েছে
আমার প’রে আমার
মাঝখানে তো পাইনি সময়
একটুখানি থামার

পেছনটাতে চোখ বুলাতে
ঘামছি মনে মনে
আড়চোখেতে সেই আমি’কে
দেখছি সংগোপনে

আমার চোখের সামনে দিয়েই
বদলে গেছি আমি
নিয়ম হলো যা হারালো
হারিয়ে গেলেই দামী

ইর্ষা ভরে তাকাই আমি
সেই আমি’টার দিকে
এই আমি’টা কেমন যেন
পানসে, কেমন ফিকে

আমারই তো সেই দু’টো চোখ
উচ্ছলতায় ভরা
খরায় জরায় সবুজ শুন্য
এ চোখ স্বপ্নহারা

সময় যেন স্বপ্ন মোছার
পা মাড়ানো পাপোষ
সেই আমি’টার সঙ্গে আমার
আর কি হবে আপোষ

আমার যত সবুজ ছিল
আর কি ফিরে পাবো
সময় তোমার স্রোতে ভেসে
উল্টো দিকেই যাব

আমার চোখের সামনে দিয়ে
এমন পুকুরচুরি
টের পেয়েছি এতক্ষনে
চোরের বাহাদুরী

করবো কাকে দায়ী আমি
সময় নাকি ভাগ্য
জবাব দেবেন তারা
যারা জীবন বিশেষজ্ঞ

আগামীতে অন্য কোন
আমি’র দেখা পেলে
সেই আমি’টার আমায় দেখে
চম্‌কাবে কি পিলে

সেই আমি’টা বলছে আমায়
মুঠো করিস হাতে
এখনও যা সবুজ আছে
জড়ো করিস তাতে

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

আজ কেন মন উদাসী হয়ে