Posts

Showing posts from September, 2019

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া

কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার আজও কানে ভাসে সেই কথাগুলো কে জানে যে হবে শেষ কথা নিয়তির ডাকে দিলি যে সাড়া ফেলে গেলি শুধু নীরবতা যার চলে যায় সেই বোঝে যে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে যে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা বিধাতা তোমারে ডাকি বারেবারে কর তুমি মোরে মার্জনা দুঃখ সইতে দাও গো শক্তি তোমারি সকাশে প্রার্থনা চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমেরই আর্তনাদ চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমেরই আর্তনাদ বিষাদ অনলে পুড়ে বারেবারে লুণ্ঠিত হবে স্বপ্নসাধ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া

কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার আজও কানে ভাসে সেই কথাগুলো কে জানে যে হবে শেষ কথা নিয়তির ডাকে দিলি যে সাড়া ফেলে গেলি শুধু নীরবতা যার চলে যায় সেই বোঝে যে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে যে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা বিধাতা তোমারে ডাকি বারেবারে কর তুমি মোরে মার্জনা দুঃখ সইতে দাও গো শক্তি তোমারি সকাশে প্রার্থনা চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমেরই আর্তনাদ চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমেরই আর্তনাদ বিষাদ অনলে পুড়ে বারেবারে লুণ্ঠিত হবে স্বপ্নসাধ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার

সুন্দর হবো

একদিন কোনো অন্ধ ভিখিরী তার এক হাত ধরে ব্যস্ত সড়ক পার করে দেব একটু সময় করে আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে নেবো এই পৃথিবীর সব সুন্দর আমার দু’চোখ ভরে আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে আজ জগতের যত যন্ত্রণা দিয়ে হৃদয় সাজাবো তোরে জেনো গোলাপ কাঁটার চুম্বনে এই অধরে ফুটবে রক্ত আমি ঝরাপাতা দিয়ে মালা গেঁথে কবো আমি যে তোমারই ভক্ত আমি ফুলের মতন কুঁড়িয়ে তুলবো আবর্জনার স্তুপ দেখে চম্কে যাব না দগ্ধ কারোর ঝল্সানো পোড়া মুখ আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে আমি অসুন্দরকে আমার আদরে পাল্টাবো সুন্দরে যত নিয়তির ভুল শুদ্ধ করবো মানুষ হবার জোরে কোন পথের ধারের নেড়ী কুকুরের কদাকার শরীরে পশম ঝরানো পুঁজ-ভরা ক্ষতে বুলাবো হাত আদরে আমি জানিনা কেন যে মানুষ এখনো আপন করেনি তোরে আমি মানুষের হয়ে ক্ষমা চেয়ে নেবো দু’টো হাত জড়ো করে জানি কোন বৃদ্ধের বহুবার বলা গল্পটা একঘেয়ে আমি আবার শুনবো বহুবার শোনা গল্পটা মন দিয়ে কোন অচেনা শিশুর ধুলোমাখা চুলে আঙ্গুলে কাটবো সিঁথি আমি আমার ব্যাথায় পুড়িয়ে ফেলবো তোমার ব্যাথার স্মৃতি আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে আমি তোমার আঁধার আমার আলোয় দেবো ঝল্

সুন্দর হবো

একদিন কোনো অন্ধ ভিখিরী তার এক হাত ধরে ব্যস্ত সড়ক পার করে দেব একটু সময় করে আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে নেবো এই পৃথিবীর সব সুন্দর আমার দু’চোখ ভরে আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে আজ জগতের যত যন্ত্রণা দিয়ে হৃদয় সাজাবো তোরে জেনো গোলাপ কাঁটার চুম্বনে এই অধরে ফুটবে রক্ত আমি ঝরাপাতা দিয়ে মালা গেঁথে কবো আমি যে তোমারই ভক্ত আমি ফুলের মতন কুঁড়িয়ে তুলবো আবর্জনার স্তুপ দেখে চম্কে যাব না দগ্ধ কারোর ঝল্সানো পোড়া মুখ আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে আমি অসুন্দরকে আমার আদরে পাল্টাবো সুন্দরে যত নিয়তির ভুল শুদ্ধ করবো মানুষ হবার জোরে কোন পথের ধারের নেড়ী কুকুরের কদাকার শরীরে পশম ঝরানো পুঁজ-ভরা ক্ষতে বুলাবো হাত আদরে আমি জানিনা কেন যে মানুষ এখনো আপন করেনি তোরে আমি মানুষের হয়ে ক্ষমা চেয়ে নেবো দু’টো হাত জড়ো করে জানি কোন বৃদ্ধের বহুবার বলা গল্পটা একঘেয়ে আমি আবার শুনবো বহুবার শোনা গল্পটা মন দিয়ে কোন অচেনা শিশুর ধুলোমাখা চুলে আঙ্গুলে কাটবো সিঁথি আমি আমার ব্যাথায় পুড়িয়ে ফেলবো তোমার ব্যাথার স্মৃতি আমি সুন্দর হবো সুন্দর হবো একটু

আমিই বাংলাদেশ

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : 2001 কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী গল্প সেসব তোমার চেয়ে কম জানিনা আমি তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা ইচ্ছে করেই মুখ খুলি না, বলতে ওসব মানা স্বামী বাবার নাম ভাঙিয়ে আর কতকাল খাবে এবার ওদের ঘুমোতে দাও, আত্মা শান্তি পাবে তাঁদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি খুব বেশী দিন আমার চোখে যায় না দেয়া ধূলি আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ নাম আমার জনগণ, আমি’ই বাংলাদেশ বৃক্ষের নাম দিয়ে কি? ফলেই পরিচয় রাজারা মিছেই কেবল কথার খৈ ফোটায় কেবলই নিজের গীতে বিভোর হয়ে রয় দেবতা ফেরেশতা সব, ভুল কি তাদের হয়? অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা নির্বাচনের আগে তোমার শতেক ছলাকলা কখনো শান্তি-প্রীতি, কখনো বিক্ষোভ আসলে তো জানি সবই সিংহাসনের লোভ আমায় দেখে ভাবছো বুঝি বুদ্ধু-বোকা-সোজা সময়ে টের পাবে ঠিক আসলে কে রাজা তোমার ওই মনটা বড় বড্ড বেশী ভুলো তোমার ওই ইশ্তেহারে কি কি যেন ছিলো যদি দেখি হাতের আঙুল, ভুলে তাদের কাজ দিনে দিনে ফুলে ফেঁপে হচ্ছে কলাগাছ যদিও তোমার চোখের চশমাটা রঙীন চোরেদের দশদিন

আমিই বাংলাদেশ

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : 2001 কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী গল্প সেসব তোমার চেয়ে কম জানিনা আমি তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা ইচ্ছে করেই মুখ খুলি না, বলতে ওসব মানা স্বামী বাবার নাম ভাঙিয়ে আর কতকাল খাবে এবার ওদের ঘুমোতে দাও, আত্মা শান্তি পাবে তাঁদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি খুব বেশী দিন আমার চোখে যায় না দেয়া ধূলি আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ নাম আমার জনগণ, আমি’ই বাংলাদেশ বৃক্ষের নাম দিয়ে কি? ফলেই পরিচয় রাজারা মিছেই কেবল কথার খৈ ফোটায় কেবলই নিজের গীতে বিভোর হয়ে রয় দেবতা ফেরেশতা সব, ভুল কি তাদের হয়? অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা নির্বাচনের আগে তোমার শতেক ছলাকলা কখনো শান্তি-প্রীতি, কখনো বিক্ষোভ আসলে তো জানি সবই সিংহাসনের লোভ আমায় দেখে ভাবছো বুঝি বুদ্ধু-বোকা-সোজা সময়ে টের পাবে ঠিক আসলে কে রাজা তোমার ওই মনটা বড় বড্ড বেশী ভুলো তোমার ওই ইশ্তেহারে কি কি যেন ছিলো যদি দেখি হাতের আঙুল, ভুলে তাদের কাজ দিনে দিনে ফুলে ফেঁপে হচ্ছে কলাগাছ যদিও তোমার চোখের চশমাটা রঙীন চোরেদের দশদিন

আমিই বাংলাদেশ

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : 2001 কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী গল্প সেসব তোমার চেয়ে কম জানিনা আমি তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা ইচ্ছে করেই মুখ খুলি না, বলতে ওসব মানা স্বামী বাবার নাম ভাঙিয়ে আর কতকাল খাবে এবার ওদের ঘুমোতে দাও, আত্মা শান্তি পাবে তাঁদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি খুব বেশী দিন আমার চোখে যায় না দেয়া ধূলি আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ নাম আমার জনগণ, আমি’ই বাংলাদেশ বৃক্ষের নাম দিয়ে কি? ফলেই পরিচয় রাজারা মিছেই কেবল কথার খৈ ফোটায় কেবলই নিজের গীতে বিভোর হয়ে রয় দেবতা ফেরেশতা সব, ভুল কি তাদের হয়? অপরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা নির্বাচনের আগে তোমার শতেক ছলাকলা কখনো শান্তি-প্রীতি, কখনো বিক্ষোভ আসলে তো জানি সবই সিংহাসনের লোভ আমায় দেখে ভাবছো বুঝি বুদ্ধু-বোকা-সোজা সময়ে টের পাবে ঠিক আসলে কে রাজা তোমার ওই মনটা বড় বড্ড বেশী ভুলো তোমার ওই ইশ্তেহারে কি কি যেন ছিলো যদি দেখি হাতের আঙুল, ভুলে তাদের কাজ দিনে দিনে ফুলে ফেঁপে হচ্ছে কলাগাছ

তাজ্জব বনে যাই

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি আমার ঘরের ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা ধুলোবালি আর খড়কুটো দিয়ে গোছানো সে সংসার আমি তাজ্জব বনে যাই, দেখি মানুষের ঘর নাই দ্যাখো মানুষেরই ঘরে বাসা বেঁধে নিলো ছোট্ট এক চড়াই আমি তাজ্জব বনে যাই, আজো মানুষ পেলো না ঠাঁই দ্যাখো জিতে নিলো ঠিকই ছোট্ট চড়াই অধিকারের লড়াই আমার প্রাসাদে দেয়ালে দেয়ালে মাকড়সা জাল বোনে টিক্টিক্ করে টিকটিকি যেন কি বলে আপন মনে লাল পিঁপড়ের বিশাল বাহিনী কুচকাওয়াজে হাঁটে উঁই পোকাদের আঁধার বসতি সেগুন কাঠের খাটে আমি তাজ্জব বনে যাই, দেখি সব্বাই পেলো ঘর হলো মানুষের সবই আপন, শুধু মানুষই হলো পর ইঁদুর মশাই ঘুমোন রান্নাঘরে আসবাব তলে কাপড়ের ভাঁজে আরশোলাদের বংশই বেড়ে চলে নাম না জানা বেড়াল ছানা ঘুমায় বারান্দাতে সন্ধ্যে হলেই কবুতর ফেরে আমার বাড়ির ছাদে আমি তাজ্জব বনে যাই, দেখি সব্বাই ফেরে ঘরে দ্যাখো উদাম শরীরে মানুষ ঘুমায়, ঘুমায় পথের মোড়ে ওরে ছোট্ট চড়াই, শোন – আজ তোকেই তো দরকার তুই শেখাবি মানুষকে, তার বুঝে নিতে অধিকার

এখানেই সুখ ছিলো একদিন

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি ওই দ্যাখো, ছড়ানো স্যান্ডেল ওখানেই সুখ ছিলো একদিন দেয়ালের ঝুলন্ত মাকড়সার জালে জড়িয়ে সুখ ছিলো একদিন একটাই ভাঙা এ্যাশট্রে ওটাতে’ও সুখ ছিলো একদিন সারা রাত কল থেকে পানির টিপ্ টিপ্ শব্দে কি দারুণ সুখ ছিলো একদিন আজ চলছেনা, ভালো লাগছেনা দু’জনার পাশাপাশি বনছেনা তবু শেষ বার তুমি ভেবে দ্যাখো এখানেই সুখ ছিলো একদিন এই তো সেই নড়বড়ে আমাদের সেই ছোট্ট খাট এখানেই উত্তাল সঙ্গমে কেটেছে কত কত রাত ভাঁজ করা আছে নীল মশারি শত ছিদ্রে সাজানো সে বাসর মেঝেতে শুয়ে আছে একজন বিছানায় অতৃপ্ত সে চাদর আজ খেলা শেষ, আর জমছেনা দু’জনার পাশাপাশি বনছেনা আছে দু’জনার শুধু নীরবতা তবু কল থেকে পানি পড়ছে টিপ্ টিপ্ শার্টের ছেঁড়া বোতামে কি দারুণ সুখ ছিলো একদিন দেয়ালের ফাটলের ওই নকশাতে কি দারুণ সুখ ছিলো একদিন ওষুধের ওই বাক্সটা অসুখেও কত সুখী ছিলো একদিন কুঁচকানো ওই মলিন পর্দাটা সুখী ছন্দে দুলেছিলো একদিন জানালার ভাঙা কাঁচটা-তে দরজার বেয়াড়া হুড়কো-তে বিকেলের কলিং-বেলে কি দারুণ সুখ ছিলো একদিন এখানেই এখানেই এখানেই

তাজ্জব বনে যাই

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি আমার ঘরের ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা ধুলোবালি আর খড়কুটো দিয়ে গোছানো সে সংসার আমি তাজ্জব বনে যাই, দেখি মানুষের ঘর নাই দ্যাখো মানুষেরই ঘরে বাসা বেঁধে নিলো ছোট্ট এক চড়াই আমি তাজ্জব বনে যাই, আজো মানুষ পেলো না ঠাঁই দ্যাখো জিতে নিলো ঠিকই ছোট্ট চড়াই অধিকারের লড়াই আমার প্রাসাদে দেয়ালে দেয়ালে মাকড়সা জাল বোনে টিক্টিক্ করে টিকটিকি যেন কি বলে আপন মনে লাল পিঁপড়ের বিশাল বাহিনী কুচকাওয়াজে হাঁটে উঁই পোকাদের আঁধার বসতি সেগুন কাঠের খাটে আমি তাজ্জব বনে যাই, দেখি সব্বাই পেলো ঘর হলো মানুষের সবই আপন, শুধু মানুষই হলো পর ইঁদুর মশাই ঘুমোন রান্নাঘরে আসবাব তলে কাপড়ের ভাঁজে আরশোলাদের বংশই বেড়ে চলে নাম না জানা বেড়াল ছানা ঘুমায় বারান্দাতে সন্ধ্যে হলেই কবুতর ফেরে আমার বাড়ির ছাদে আমি তাজ্জব বনে যাই, দেখি সব্বাই ফেরে ঘরে দ্যাখো উদাম শরীরে মানুষ ঘুমায়, ঘুমায় পথের মোড়ে ওরে ছোট্ট চড়াই, শোন – আজ তোকেই তো দরকার তুই শেখাবি মানুষকে, তার বুঝে নিতে অধিকার

এখানেই সুখ ছিলো একদিন

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি ওই দ্যাখো, ছড়ানো স্যান্ডেল ওখানেই সুখ ছিলো একদিন দেয়ালের ঝুলন্ত মাকড়সার জালে জড়িয়ে সুখ ছিলো একদিন একটাই ভাঙা এ্যাশট্রে ওটাতে’ও সুখ ছিলো একদিন সারা রাত কল থেকে পানির টিপ্ টিপ্ শব্দে কি দারুণ সুখ ছিলো একদিন আজ চলছেনা, ভালো লাগছেনা দু’জনার পাশাপাশি বনছেনা তবু শেষ বার তুমি ভেবে দ্যাখো এখানেই সুখ ছিলো একদিন এই তো সেই নড়বড়ে আমাদের সেই ছোট্ট খাট এখানেই উত্তাল সঙ্গমে কেটেছে কত কত রাত ভাঁজ করা আছে নীল মশারি শত ছিদ্রে সাজানো সে বাসর মেঝেতে শুয়ে আছে একজন বিছানায় অতৃপ্ত সে চাদর আজ খেলা শেষ, আর জমছেনা দু’জনার পাশাপাশি বনছেনা আছে দু’জনার শুধু নীরবতা তবু কল থেকে পানি পড়ছে টিপ্ টিপ্ শার্টের ছেঁড়া বোতামে কি দারুণ সুখ ছিলো একদিন দেয়ালের ফাটলের ওই নকশাতে কি দারুণ সুখ ছিলো একদিন ওষুধের ওই বাক্সটা অসুখেও কত সুখী ছিলো একদিন কুঁচকানো ওই মলিন পর্দাটা সুখী ছন্দে দুলেছিলো একদিন জানালার ভাঙা কাঁচটা-তে দরজার বেয়াড়া হুড়কো-তে বিকেলের কলিং-বেলে কি দারুণ সুখ ছিলো একদিন এখানেই এখানেই এখানেই

তাজ্জব বনে যাই

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি আমার ঘরের ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা ধুলোবালি আর খড়কুটো দিয়ে গোছানো সে সংসার আমি তাজ্জব বনে যাই, দেখি মানুষের ঘর নাই দ্যাখো মানুষেরই ঘরে বাসা বেঁধে নিলো ছোট্ট এক চড়াই আমি তাজ্জব বনে যাই, আজো মানুষ পেলো না ঠাঁই দ্যাখো জিতে নিলো ঠিকই ছোট্ট চড়াই অধিকারের লড়াই আমার প্রাসাদে দেয়ালে দেয়ালে মাকড়সা জাল বোনে টিক্টিক্ করে টিকটিকি যেন কি বলে আপন মনে লাল পিঁপড়ের বিশাল বাহিনী কুচকাওয়াজে হাঁটে উঁই পোকাদের আঁধার বসতি সেগুন কাঠের খাটে আমি তাজ্জব বনে যাই, দেখি সব্বাই পেলো ঘর হলো মানুষের সবই আপন, শুধু মানুষই হলো পর ইঁদুর মশাই ঘুমোন রান্নাঘরে আসবাব তলে কাপড়ের ভাঁজে আরশোলাদের বংশই বেড়ে চলে নাম না জানা বেড়াল ছানা ঘুমায় বারান্দাতে সন্ধ্যে হলেই কবুতর ফেরে আমার বাড়ির ছাদে আমি তাজ্জব বনে যাই, দেখি সব্বাই ফেরে ঘরে দ্যাখো উদাম শরীরে মানুষ ঘুমায়, ঘুমায় পথের মোড়ে ওরে ছোট্ট চড়াই, শোন – আজ তোকেই তো দরকার তুই শেখাবি মানুষকে, তার বুঝে নিতে অধিকার

এখানেই সুখ ছিলো একদিন

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি ওই দ্যাখো, ছড়ানো স্যান্ডেল ওখানেই সুখ ছিলো একদিন দেয়ালের ঝুলন্ত মাকড়সার জালে জড়িয়ে সুখ ছিলো একদিন একটাই ভাঙা এ্যাশট্রে ওটাতে’ও সুখ ছিলো একদিন সারা রাত কল থেকে পানির টিপ্ টিপ্ শব্দে কি দারুণ সুখ ছিলো একদিন আজ চলছেনা, ভালো লাগছেনা দু’জনার পাশাপাশি বনছেনা তবু শেষ বার তুমি ভেবে দ্যাখো এখানেই সুখ ছিলো একদিন এই তো সেই নড়বড়ে আমাদের সেই ছোট্ট খাট এখানেই উত্তাল সঙ্গমে কেটেছে কত কত রাত ভাঁজ করা আছে নীল মশারি শত ছিদ্রে সাজানো সে বাসর মেঝেতে শুয়ে আছে একজন বিছানায় অতৃপ্ত সে চাদর আজ খেলা শেষ, আর জমছেনা দু’জনার পাশাপাশি বনছেনা আছে দু’জনার শুধু নীরবতা তবু কল থেকে পানি পড়ছে টিপ্ টিপ্ শার্টের ছেঁড়া বোতামে কি দারুণ সুখ ছিলো একদিন দেয়ালের ফাটলের ওই নকশাতে কি দারুণ সুখ ছিলো একদিন ওষুধের ওই বাক্সটা অসুখেও কত সুখী ছিলো একদিন কুঁচকানো ওই মলিন পর্দাটা সুখী ছন্দে দুলেছিলো একদিন জানালার ভাঙা কাঁচটা-তে দরজার বেয়াড়া হুড়কো-তে বিকেলের কলিং-

যাবো এবার যাবো

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : আবার তাকিয়ে দ্যাখ সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি যাবো এবার যাবো আমি ঘরে ফিরে যাবো আমি মায়ের কোলে গিয়ে এবার ক্ষমা চাবো ভুল করেছে মা তোমার ভীষণ বোকা ছেলে তোমার দেয়া সুখ খুঁজেছে আর কারো আঁচলে আমি মায়ের কাছে ক’বো… আমি তারই সাথে র’বো যা খুশী দাও কঠিন সাজা মাথা পেতে ল’বো শুনছো তুমি মা’গো… আমি নষ্ট তোমার ছেলে আচ্ছা করে বকে আবার নাও না কোলে তুলে ভুল করেছি মা… আমায় দেবে কি ক্ষমা ? তোমার ধুলায় আমার জীবন লুটিয়ে দেবো মা আমি মায়ের কাছে যাবো… তাকে জড়িয়ে ধরে র’বো তার শেখানো ছোট্টবেলার গান তাকে শোনাবো উঁচু উঁচু স্বপ্ন মরীচিকার পিছে ঘুরে চলে এলাম তোমায় ছেড়ে দূরে অনেক দূরে ঝল্‌মলে সেই ভুল খেয়েছে জীবন কুরে কুরে মা’গো আমি বলছি তোমায় জবাবদিহির সুরে ঝক্‌ঝকে আর তক্‌তকে এই জাঁকজমকের দেশে থাক্‌ তোরা থাক্‌ স্বপ্নগুলো তুমুল ভালোবেসে স্বপ্ন তোদের সত্যি হবে হঠাৎ রাতারাতি জ্বলবে তোদের জীবন জুড়ে হাজার টাকার বাতি আমার মায়ের উঠোন জুড়ে চাঁদের আলো খেলা করে সেই জোছনায় ঝিঁঝিঁর ডাকে জোনাকিরা আসর করে আমি সেই আসরে যাবো সারা রাত্রি জেগে র

যাবো এবার যাবো

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : আবার তাকিয়ে দ্যাখ সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি যাবো এবার যাবো আমি ঘরে ফিরে যাবো আমি মায়ের কোলে গিয়ে এবার ক্ষমা চাবো ভুল করেছে মা তোমার ভীষণ বোকা ছেলে তোমার দেয়া সুখ খুঁজেছে আর কারো আঁচলে আমি মায়ের কাছে ক’বো… আমি তারই সাথে র’বো যা খুশী দাও কঠিন সাজা মাথা পেতে ল’বো শুনছো তুমি মা’গো… আমি নষ্ট তোমার ছেলে আচ্ছা করে বকে আবার নাও না কোলে তুলে ভুল করেছি মা… আমায় দেবে কি ক্ষমা ? তোমার ধুলায় আমার জীবন লুটিয়ে দেবো মা আমি মায়ের কাছে যাবো… তাকে জড়িয়ে ধরে র’বো তার শেখানো ছোট্টবেলার গান তাকে শোনাবো উঁচু উঁচু স্বপ্ন মরীচিকার পিছে ঘুরে চলে এলাম তোমায় ছেড়ে দূরে অনেক দূরে ঝল্‌মলে সেই ভুল খেয়েছে জীবন কুরে কুরে মা’গো আমি বলছি তোমায় জবাবদিহির সুরে ঝক্‌ঝকে আর তক্‌তকে এই জাঁকজমকের দেশে থাক্‌ তোরা থাক্‌ স্বপ্নগুলো তুমুল ভালোবেসে স্বপ্ন তোদের সত্যি হবে হঠাৎ রাতারাতি জ্বলবে তোদের জীবন জুড়ে হাজার টাকার বাতি আমার মায়ের উঠোন জুড়ে চাঁদের আলো খেলা করে সেই জোছনায় ঝিঁঝিঁর ডাকে জোনাকিরা আসর করে আমি সেই আসরে যাবো সারা রাত্রি জেগে র

যাবো এবার যাবো

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : আবার তাকিয়ে দ্যাখ সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি যাবো এবার যাবো আমি ঘরে ফিরে যাবো আমি মায়ের কোলে গিয়ে এবার ক্ষমা চাবো ভুল করেছে মা তোমার ভীষণ বোকা ছেলে তোমার দেয়া সুখ খুঁজেছে আর কারো আঁচলে আমি মায়ের কাছে ক’বো… আমি তারই সাথে র’বো যা খুশী দাও কঠিন সাজা মাথা পেতে ল’বো শুনছো তুমি মা’গো… আমি নষ্ট তোমার ছেলে আচ্ছা করে বকে আবার নাও না কোলে তুলে ভুল করেছি মা… আমায় দেবে কি ক্ষমা ? তোমার ধুলায় আমার জীবন লুটিয়ে দেবো মা আমি মায়ের কাছে যাবো… তাকে জড়িয়ে ধরে র’বো তার শেখানো ছোট্টবেলার গান তাকে শোনাবো উঁচু উঁচু স্বপ্ন মরীচিকার পিছে ঘুরে চলে এলাম তোমায় ছেড়ে দূরে অনেক দূরে ঝল্‌মলে সেই ভুল খেয়েছে জীবন কুরে কুরে মা’গো আমি বলছি তোমায় জবাবদিহির সুরে ঝক্‌ঝকে আর তক্‌তকে এই জাঁকজমকের দেশে থাক্‌ তোরা থাক্‌ স্বপ্নগুলো তুমুল ভালোবেসে স্বপ্ন তোদের সত্যি হবে হঠাৎ রাতারাতি জ্বলবে তোদের জীবন জুড়ে হাজার টাকার বাতি আমার মায়ের উঠোন জুড়ে চাঁদের আলো খেলা করে সেই জোছনায় ঝিঁঝিঁর ডাকে জোনাকিরা আসর ক

কতটুকু ক্ষতি চাই

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : আবার তাকিয়ে দ্যাখ সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি কতটুকু ব্যথা পেলে তোমারও কান্না পাবে আমার ঘরের আগুন কখন তোমারও ঘর পোড়াবে কতটুকু ক্ষতি চাই তোমাকে জাগাতে হলে তোমাকেও পাশে পাবো কতটুকু কেড়ে নিলে মরেছে আমার ভাই মরেছে আমার বোন ন্যায্য কারণে ভেসেছে দু’চোখ ভেঙেছে আমার মন আমি তো আপনহারা তাই এত চিৎকার আমি তো নিয়েছি আমার দু’কাঁধে মৃত পুত্রের ভার তোমার দুধের সন্তান আজও কথা কয় ঘুমো-ঘোরে তুমি আছো তাকে ধরে বুকেতে আড়াল করে তবু কি বাঁচানো যাবে অকাল মরণ খুঁজবে তাকে কি ক্ষতিপূরণ গ্রহণ করবে নালিশ জানাবে কাকে ? সমবেদনার হাত চাই না আমার কাঁধে জানি না আসলে প্রতিকার আসে কি রকম প্রতিবাদে খোয়া গেছে আজ সব আমার তাই কেটে গেছে ভয় হারিয়ে বুঝেছি ঘুমিয়ে থাকার সময় এটা তো নয় আমি বেঁচে আছি আমি জেগে আছি ঘুমোতে পারি না বলে তোমার মনের কড়া নেড়ে চলি তোমাকে জাগাবো বলে তখন জাগবে বুঝি তোমাকে কিছু না বলে লুকালে তোমার বুকের মানিক চির নিদ্রার কোলে।।

কতটুকু ক্ষতি চাই

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : আবার তাকিয়ে দ্যাখ সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি কতটুকু ব্যথা পেলে তোমারও কান্না পাবে আমার ঘরের আগুন কখন তোমারও ঘর পোড়াবে কতটুকু ক্ষতি চাই তোমাকে জাগাতে হলে তোমাকেও পাশে পাবো কতটুকু কেড়ে নিলে মরেছে আমার ভাই মরেছে আমার বোন ন্যায্য কারণে ভেসেছে দু’চোখ ভেঙেছে আমার মন আমি তো আপনহারা তাই এত চিৎকার আমি তো নিয়েছি আমার দু’কাঁধে মৃত পুত্রের ভার তোমার দুধের সন্তান আজও কথা কয় ঘুমো-ঘোরে তুমি আছো তাকে ধরে বুকেতে আড়াল করে তবু কি বাঁচানো যাবে অকাল মরণ খুঁজবে তাকে কি ক্ষতিপূরণ গ্রহণ করবে নালিশ জানাবে কাকে ? সমবেদনার হাত চাই না আমার কাঁধে জানি না আসলে প্রতিকার আসে কি রকম প্রতিবাদে খোয়া গেছে আজ সব আমার তাই কেটে গেছে ভয় হারিয়ে বুঝেছি ঘুমিয়ে থাকার সময় এটা তো নয় আমি বেঁচে আছি আমি জেগে আছি ঘুমোতে পারি না বলে তোমার মনের কড়া নেড়ে চলি তোমাকে জাগাবো বলে তখন জাগবে বুঝি তোমাকে কিছু না বলে লুকালে তোমার বুকের মানিক চির নিদ্রার কোলে।।

কতটুকু ক্ষতি চাই

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : আবার তাকিয়ে দ্যাখ সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি কতটুকু ব্যথা পেলে তোমারও কান্না পাবে আমার ঘরের আগুন কখন তোমারও ঘর পোড়াবে কতটুকু ক্ষতি চাই তোমাকে জাগাতে হলে তোমাকেও পাশে পাবো কতটুকু কেড়ে নিলে মরেছে আমার ভাই মরেছে আমার বোন ন্যায্য কারণে ভেসেছে দু’চোখ ভেঙেছে আমার মন আমি তো আপনহারা তাই এত চিৎকার আমি তো নিয়েছি আমার দু’কাঁধে মৃত পুত্রের ভার তোমার দুধের সন্তান আজও কথা কয় ঘুমো-ঘোরে তুমি আছো তাকে ধরে বুকেতে আড়াল করে তবু কি বাঁচানো যাবে অকাল মরণ খুঁজবে তাকে কি ক্ষতিপূরণ গ্রহণ করবে নালিশ জানাবে কাকে ? সমবেদনার হাত চাই না আমার কাঁধে জানি না আসলে প্রতিকার আসে কি রকম প্রতিবাদে খোয়া গেছে আজ সব আমার তাই কেটে গেছে ভয় হারিয়ে বুঝেছি ঘুমিয়ে থাকার সময় এটা তো নয় আমি বেঁচে আছি আমি জেগে আছি ঘুমোতে পারি না বলে তোমার মনের কড়া নেড়ে চলি তোমাকে জাগাবো বলে তখন জাগবে বুঝি তোমাকে কিছু না বলে লুকালে তোমার বুকের মানিক চির নিদ্রার কোলে।।

আইবুড়ি

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : আবার তাকিয়ে দ্যাখ সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি ছেলের বাবা হাজির হলেন মেয়ের খরিদ্দার মেয়েটাকে ঘেঁটে-ঘুঁটে দেখতে হবে তার আইবুড়ি তার মেয়েটাকে করতে হবে পার মেয়ের বাবা তাই সাজলেন আজ শাড়ীর দোকানদার ফুস্‌লিয়ে ফাস্‌লিয়ে যদি গছিয়ে দেয়া যায় ভালয় ভালয় একটা বোঝা তবেই বিদায় হয় মনে মনে দোয়া দরুদ… ওরে আল্লাহ্‌ আল্লাহ্ বিল্লাহ্‌ কর আইবুড়ি এই মেয়ের ভাগ্যে আজকে যেন জোটে বর ছেলের বাবায় মেয়ের বাবায় গল্প কত হয় আরো কিছু মানুষ থাকে বৈঠকখানায় সামনে পড়ে আলাউদ্দিনের মিষ্টি এবং দই খেতে খেতে হঠাৎ বলে ‘মেয়ে গেল কই’? মেয়ে তখন ভিতর-ঘরে কাঁপুনি তার বুকে ফর্সা হবার স্নো পাউডার ঘষছে যে তার মুখে মুরুব্বীরা আয়নাটাকে সামনে বসিয়ে সবচে’ ভালো শাড়ীখানা দিচ্ছে পরিয়ে অবশেষে পিতৃদ্বয়ের প্রতীক্ষা ফুরায় ‘মেয়ে আসছে মেয়ে আসছে’ ধবনি শোনা যায় অসুস্থ এক রুগীর মত মেয়েটাকে ধরে ধরে ধরে মুরুব্বীরা আনে বসার ঘরে ঘোমটা মাথায় জড়সড় বসলো সোফায় মেয়ে চুপটি করে রইলো কেবল মাটির দিকে চেয়ে বাদবাকি সব মানুষগুলো দেখছে শুধু তাকে মেয়ের বাবা

আইবুড়ি

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : আবার তাকিয়ে দ্যাখ সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি ছেলের বাবা হাজির হলেন মেয়ের খরিদ্দার মেয়েটাকে ঘেঁটে-ঘুঁটে দেখতে হবে তার আইবুড়ি তার মেয়েটাকে করতে হবে পার মেয়ের বাবা তাই সাজলেন আজ শাড়ীর দোকানদার ফুস্‌লিয়ে ফাস্‌লিয়ে যদি গছিয়ে দেয়া যায় ভালয় ভালয় একটা বোঝা তবেই বিদায় হয় মনে মনে দোয়া দরুদ… ওরে আল্লাহ্‌ আল্লাহ্ বিল্লাহ্‌ কর আইবুড়ি এই মেয়ের ভাগ্যে আজকে যেন জোটে বর ছেলের বাবায় মেয়ের বাবায় গল্প কত হয় আরো কিছু মানুষ থাকে বৈঠকখানায় সামনে পড়ে আলাউদ্দিনের মিষ্টি এবং দই খেতে খেতে হঠাৎ বলে ‘মেয়ে গেল কই’? মেয়ে তখন ভিতর-ঘরে কাঁপুনি তার বুকে ফর্সা হবার স্নো পাউডার ঘষছে যে তার মুখে মুরুব্বীরা আয়নাটাকে সামনে বসিয়ে সবচে’ ভালো শাড়ীখানা দিচ্ছে পরিয়ে অবশেষে পিতৃদ্বয়ের প্রতীক্ষা ফুরায় ‘মেয়ে আসছে মেয়ে আসছে’ ধবনি শোনা যায় অসুস্থ এক রুগীর মত মেয়েটাকে ধরে ধরে ধরে মুরুব্বীরা আনে বসার ঘরে ঘোমটা মাথায় জড়সড় বসলো সোফায় মেয়ে চুপটি করে রইলো কেবল মাটির দিকে চেয়ে বাদবাকি সব মানুষগুলো দেখছে শুধু তাকে মেয়ের বাবা

আইবুড়ি

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : আবার তাকিয়ে দ্যাখ সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি ছেলের বাবা হাজির হলেন মেয়ের খরিদ্দার মেয়েটাকে ঘেঁটে-ঘুঁটে দেখতে হবে তার আইবুড়ি তার মেয়েটাকে করতে হবে পার মেয়ের বাবা তাই সাজলেন আজ শাড়ীর দোকানদার ফুস্‌লিয়ে ফাস্‌লিয়ে যদি গছিয়ে দেয়া যায় ভালয় ভালয় একটা বোঝা তবেই বিদায় হয় মনে মনে দোয়া দরুদ… ওরে আল্লাহ্‌ আল্লাহ্ বিল্লাহ্‌ কর আইবুড়ি এই মেয়ের ভাগ্যে আজকে যেন জোটে বর ছেলের বাবায় মেয়ের বাবায় গল্প কত হয় আরো কিছু মানুষ থাকে বৈঠকখানায় সামনে পড়ে আলাউদ্দিনের মিষ্টি এবং দই খেতে খেতে হঠাৎ বলে ‘মেয়ে গেল কই’? মেয়ে তখন ভিতর-ঘরে কাঁপুনি তার বুকে ফর্সা হবার স্নো পাউডার ঘষছে যে তার মুখে মুরুব্বীরা আয়নাটাকে সামনে বসিয়ে সবচে’ ভালো শাড়ীখানা দিচ্ছে পরিয়ে অবশেষে পিতৃদ্বয়ের প্রতীক্ষা ফুরায় ‘মেয়ে আসছে মেয়ে আসছে’ ধবনি শোনা যায় অসুস্থ এক রুগীর মত মেয়েটাকে ধরে ধরে ধরে মুরুব্বীরা আনে বসার ঘরে ঘোমটা মাথায় জড়সড় বসলো সোফায় মেয়ে চুপটি করে রইলো কেবল মাটির দিকে চেয়ে ব

স্বপ্নের দৈন্য

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি একটা কোনো বিশ্বাসী মন ধরবে আমার হাত ঘর সাজাবে, গান শোনাবে, ভোর করে দেবে রাত কোলে আমার ঘুমন্ত এক সুস্থ শিশুর মুখ বন্ধু, আমার ওইটুকুতে ভরবে না যে বুক একটা ভাঙা কুটির, একটা বেলজিয়ামের আয়না বর্ষা এলে খিঁচুড়ি, আর আলমারিতে গয়না বারান্দাতে ঝুলবে খাঁচায় কথা বলা ময়না বন্ধু, আমার এত অল্পস্বল্পে কিছু হয়না একটা ভালো চাকরি, তার বলার মতন বেতন বছর শেষে বোনাস, তারপরেই বিদেশ ভ্রমণ একটা ভালো গাড়ির সংগে বারিধারায় বাড়ি তাও যদি দাও, থামবে না তো আমার আহাজারি হৃদয় যার দরিদ্র, তার অভাবটুকুই আপন আমি সচ্ছল, তাই এঁকেছি দু’চোখে সচ্ছলতার স্বপন ছোট্ট যাদের হৃদয়, তারা অল্প পেলেই খুশি আমার হৃদয় সবার জন্যে সব চায় বেশী বেশী আমার তো নেই দেবার অনেক, পারছিনা তো দিতে পারবো না তো না দেবার এই লজ্জা মেনে নিতে আমারও ঠিক তোমার মতোই জীবনজোড়া দৈন্য কিন্তু আমার চাওয়ার বেলায় নেই কিছু কার্পণ্য

স্বপ্নের দৈন্য

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি একটা কোনো বিশ্বাসী মন ধরবে আমার হাত ঘর সাজাবে, গান শোনাবে, ভোর করে দেবে রাত কোলে আমার ঘুমন্ত এক সুস্থ শিশুর মুখ বন্ধু, আমার ওইটুকুতে ভরবে না যে বুক একটা ভাঙা কুটির, একটা বেলজিয়ামের আয়না বর্ষা এলে খিঁচুড়ি, আর আলমারিতে গয়না বারান্দাতে ঝুলবে খাঁচায় কথা বলা ময়না বন্ধু, আমার এত অল্পস্বল্পে কিছু হয়না একটা ভালো চাকরি, তার বলার মতন বেতন বছর শেষে বোনাস, তারপরেই বিদেশ ভ্রমণ একটা ভালো গাড়ির সংগে বারিধারায় বাড়ি তাও যদি দাও, থামবে না তো আমার আহাজারি হৃদয় যার দরিদ্র, তার অভাবটুকুই আপন আমি সচ্ছল, তাই এঁকেছি দু’চোখে সচ্ছলতার স্বপন ছোট্ট যাদের হৃদয়, তারা অল্প পেলেই খুশি আমার হৃদয় সবার জন্যে সব চায় বেশী বেশী আমার তো নেই দেবার অনেক, পারছিনা তো দিতে পারবো না তো না দেবার এই লজ্জা মেনে নিতে আমারও ঠিক তোমার মতোই জীবনজোড়া দৈন্য কিন্তু আমার চাওয়ার বেলায় নেই কিছু কার্পণ্য

স্বপ্নের দৈন্য

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি একটা কোনো বিশ্বাসী মন ধরবে আমার হাত ঘর সাজাবে, গান শোনাবে, ভোর করে দেবে রাত কোলে আমার ঘুমন্ত এক সুস্থ শিশুর মুখ বন্ধু, আমার ওইটুকুতে ভরবে না যে বুক একটা ভাঙা কুটির, একটা বেলজিয়ামের আয়না বর্ষা এলে খিঁচুড়ি, আর আলমারিতে গয়না বারান্দাতে ঝুলবে খাঁচায় কথা বলা ময়না বন্ধু, আমার এত অল্পস্বল্পে কিছু হয়না একটা ভালো চাকরি, তার বলার মতন বেতন বছর শেষে বোনাস, তারপরেই বিদেশ ভ্রমণ একটা ভালো গাড়ির সংগে বারিধারায় বাড়ি তাও যদি দাও, থামবে না তো আমার আহাজারি হৃদয় যার দরিদ্র, তার অভাবটুকুই আপন আমি সচ্ছল, তাই এঁকেছি দু’চোখে সচ্ছলতার স্বপন ছোট্ট যাদের হৃদয়, তারা অল্প পেলেই খুশি আমার হৃদয় সবার জন্যে সব চায় বেশী বেশী আমার তো নেই দেবার অনেক, পারছিনা তো দিতে পারবো না তো না দেবার এই লজ্জা মেনে নিতে আমারও ঠিক তোমার মতোই জীবনজোড়া দৈন্য কিন্তু আমার চাওয়ার বেলায় নেই কিছু কার্পণ্য

দু’চোখ দিয়েই দ্যাখো

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি আজ শিক্ষিত লোকে গবেষণা করে কার চেয়ে কে বড় কাজী নজরুল, নাকি রবীন্দ্রনাথ বলো কে বেশী বড় এলো নজরুল, এলো রবীন্দ্রনাথ বাঙালী তোমার জন্য তবু গেলো না গেলো না, এখনো গেলো না বাঙালী মনের দৈন্য কোথায় সঞ্চয়িতা আর সঞ্চিতাই বা কোথায় সঞ্চিতা আর সঞ্চয়িতা আজ দাঁড়িপাল্লায় না, না, কারো অন্তরে নয় দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতা আজ দাঁড়িপাল্লায় আজ নিচ্ছে ওজন, দেখছে বাঙালী কোনটা বেশী ভারী কোনটা পরিত্যাজ্য আর কোনটা দরকারী দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতার কোনটা বেশী ভারী কোনটা পরিত্যাজ্য আর কোনটা দরকারী তর্কে নেমেছে, নেমেছে বাঙালী আজকে কোমর বেঁধে মাঝখানে পড়ে মরছে শিল্প পাথর চোখে কেঁদে এক চোখে চুরুলিয়া আর এক চোখে জোড়াসাঁকো এক চোখ বুজে থেকো না বাঙালী দু’চোখ দিয়েই দ্যাখো কে ছিল ব্রাহ্ম কবি আর কে ছিল মুসলমান কার কবিতার সংখ্যা বেশী কার বেশী ছিল গান কে ছিল দোকানদার আর কার বাবা জমিদার কে জিতলো পুরস্কার আর কে পেলো কারাগার কার গান হলো শুধু গীতি আর কার গান সংগীত কার স্বরলিপি আছে, কার নেই বলো কে বেশী

দু’চোখ দিয়েই দ্যাখো

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি আজ শিক্ষিত লোকে গবেষণা করে কার চেয়ে কে বড় কাজী নজরুল, নাকি রবীন্দ্রনাথ বলো কে বেশী বড় এলো নজরুল, এলো রবীন্দ্রনাথ বাঙালী তোমার জন্য তবু গেলো না গেলো না, এখনো গেলো না বাঙালী মনের দৈন্য কোথায় সঞ্চয়িতা আর সঞ্চিতাই বা কোথায় সঞ্চিতা আর সঞ্চয়িতা আজ দাঁড়িপাল্লায় না, না, কারো অন্তরে নয় দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতা আজ দাঁড়িপাল্লায় আজ নিচ্ছে ওজন, দেখছে বাঙালী কোনটা বেশী ভারী কোনটা পরিত্যাজ্য আর কোনটা দরকারী দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতার কোনটা বেশী ভারী কোনটা পরিত্যাজ্য আর কোনটা দরকারী তর্কে নেমেছে, নেমেছে বাঙালী আজকে কোমর বেঁধে মাঝখানে পড়ে মরছে শিল্প পাথর চোখে কেঁদে এক চোখে চুরুলিয়া আর এক চোখে জোড়াসাঁকো এক চোখ বুজে থেকো না বাঙালী দু’চোখ দিয়েই দ্যাখো কে ছিল ব্রাহ্ম কবি আর কে ছিল মুসলমান কার কবিতার সংখ্যা বেশী কার বেশী ছিল গান কে ছিল দোকানদার আর কার বাবা জমিদার কে জিতলো পুরস্কার আর কে পেলো কারাগার কার গান হলো শুধু গীতি আর কার গান সংগীত কার স্বরলিপি আছে, কার নেই বলো কে বেশী

দু’চোখ দিয়েই দ্যাখো

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি আজ শিক্ষিত লোকে গবেষণা করে কার চেয়ে কে বড় কাজী নজরুল, নাকি রবীন্দ্রনাথ বলো কে বেশী বড় এলো নজরুল, এলো রবীন্দ্রনাথ বাঙালী তোমার জন্য তবু গেলো না গেলো না, এখনো গেলো না বাঙালী মনের দৈন্য কোথায় সঞ্চয়িতা আর সঞ্চিতাই বা কোথায় সঞ্চিতা আর সঞ্চয়িতা আজ দাঁড়িপাল্লায় না, না, কারো অন্তরে নয় দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতা আজ দাঁড়িপাল্লায় আজ নিচ্ছে ওজন, দেখছে বাঙালী কোনটা বেশী ভারী কোনটা পরিত্যাজ্য আর কোনটা দরকারী দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতার কোনটা বেশী ভারী কোনটা পরিত্যাজ্য আর কোনটা দরকারী তর্কে নেমেছে, নেমেছে বাঙালী আজকে কোমর বেঁধে মাঝখানে পড়ে মরছে শিল্প পাথর চোখে কেঁদে এক চোখে চুরুলিয়া আর এক চোখে জোড়াসাঁকো এক চোখ বুজে থেকো না বাঙালী দু’চোখ দিয়েই দ্যাখো কে ছিল ব্রাহ্ম কবি আর কে ছিল মুসলমান কার কবিতার সংখ্যা বেশী কার বেশী ছিল গান কে ছিল দোকানদার আর কার বাবা জমিদার কে জিতলো পুরস্কার আর কে পেলো কারাগার কার গান হলো শুধু গীতি আর

জনতার বেয়াদবী

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : 2001 জনতার এ বড্ড বাড়াবাড়ি আমাদের দুই নেত্রীর নামে করে মারামারি আমি জানি, আমি জানি, আমার দু’চোখের মণি কোনদিন করেনি তো ঝগড়াঝাঁটি কাট্টি-আড়ি জনতা তোমায় তুমি প্রশ্ন করো কি পাবার জন্যে তুমি কার ইশারায় মরতে পারো শোনো বলি তোমায় যারা ভাগ করেছে দলে দলে বোঝোনি তারা সবাই হাত মেলানো তলে তলে ভালো করে খেয়াল করো আমাদের দু’ মহারাণী তাহাদের জন্মদিনে পাঠাচ্ছে শুভেচ্ছা বাণী এখানে সেখানে কোন অনুষ্ঠানে দেখা হলে দু’জনেই আগ বাড়িয়ে হাসিমুখে কথা বলে দু’জনার জন্যে জানি দু’জনারই পরান কাঁদে জনতা বোকার মতন পা দিয়েছো কাহার ফাঁদে দু’জনার একজনও তো চায় না কারোর একটু ক্ষতি জনতা তোমার কেন ঝগড়াঝাঁটির এ দুর্মতি ওরা তো পরস্পর-কে বন্ধু ডাকে তোমাদের মধ্যে কেন সকাল বিকেল ঝগড়া লাগে শোনো বলি ওরা দুজন মিলে মিশে ভালোই আছে পুলিশের তাড়া খেয়ে তুমিই শুধু উঠলে গাছে ঘনিষ্ঠ বন্ধু বলেই তর্কাতর্কি মাঝে মাঝে সোহাগ আছে দুই সখীতে, মান অভিমান তাইতো সাজে তাই বলে শত্রু তারা, এমন কথা কে বলেছে? বাজি ধরে বলতে পারি, ভুল বুঝেছে, ভুল ব

জনতার বেয়াদবী

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : 2001 জনতার এ বড্ড বাড়াবাড়ি আমাদের দুই নেত্রীর নামে করে মারামারি আমি জানি, আমি জানি, আমার দু’চোখের মণি কোনদিন করেনি তো ঝগড়াঝাঁটি কাট্টি-আড়ি জনতা তোমায় তুমি প্রশ্ন করো কি পাবার জন্যে তুমি কার ইশারায় মরতে পারো শোনো বলি তোমায় যারা ভাগ করেছে দলে দলে বোঝোনি তারা সবাই হাত মেলানো তলে তলে ভালো করে খেয়াল করো আমাদের দু’ মহারাণী তাহাদের জন্মদিনে পাঠাচ্ছে শুভেচ্ছা বাণী এখানে সেখানে কোন অনুষ্ঠানে দেখা হলে দু’জনেই আগ বাড়িয়ে হাসিমুখে কথা বলে দু’জনার জন্যে জানি দু’জনারই পরান কাঁদে জনতা বোকার মতন পা দিয়েছো কাহার ফাঁদে দু’জনার একজনও তো চায় না কারোর একটু ক্ষতি জনতা তোমার কেন ঝগড়াঝাঁটির এ দুর্মতি ওরা তো পরস্পর-কে বন্ধু ডাকে তোমাদের মধ্যে কেন সকাল বিকেল ঝগড়া লাগে শোনো বলি ওরা দুজন মিলে মিশে ভালোই আছে পুলিশের তাড়া খেয়ে তুমিই শুধু উঠলে গাছে ঘনিষ্ঠ বন্ধু বলেই তর্কাতর্কি মাঝে মাঝে সোহাগ আছে দুই সখীতে, মান অভিমান তাইতো সাজে তাই বলে শত্রু তারা, এমন কথা কে বলেছে? বাজি ধরে বলতে পারি, ভুল বুঝেছে, ভুল ব

জনতার বেয়াদবী

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : 2001 জনতার এ বড্ড বাড়াবাড়ি আমাদের দুই নেত্রীর নামে করে মারামারি আমি জানি, আমি জানি, আমার দু’চোখের মণি কোনদিন করেনি তো ঝগড়াঝাঁটি কাট্টি-আড়ি জনতা তোমায় তুমি প্রশ্ন করো কি পাবার জন্যে তুমি কার ইশারায় মরতে পারো শোনো বলি তোমায় যারা ভাগ করেছে দলে দলে বোঝোনি তারা সবাই হাত মেলানো তলে তলে ভালো করে খেয়াল করো আমাদের দু’ মহারাণী তাহাদের জন্মদিনে পাঠাচ্ছে শুভেচ্ছা বাণী এখানে সেখানে কোন অনুষ্ঠানে দেখা হলে দু’জনেই আগ বাড়িয়ে হাসিমুখে কথা বলে দু’জনার জন্যে জানি দু’জনারই পরান কাঁদে জনতা বোকার মতন পা দিয়েছো কাহার ফাঁদে দু’জনার একজনও তো চায় না কারোর একটু ক্ষতি জনতা তোমার কেন ঝগড়াঝাঁটির এ দুর্মতি ওরা তো পরস্পর-কে বন্ধু ডাকে তোমাদের মধ্যে কেন সকাল বিকেল ঝগড়া লাগে শোনো বলি ওরা দুজন মিলে মিশে ভালোই আছে পুলিশের তাড়া খেয়ে তুমিই শুধু উঠলে গাছে ঘনিষ্ঠ বন্ধু বলেই তর্কাতর্কি মাঝে মাঝে সোহাগ আছে দুই সখীতে, মান অভিমান তাইতো সাজে তাই বলে শত্রু তারা, এমন কথা কে বলেছে

পাপী

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি কানার মাঝে ঝাপসা’রা সব, হেথায় করে রাজ নিজেকে তাই রবীন্দ্রনাথ হচ্ছে মনে আজ তোমারও তো চলন বলন সলিল চৌধুরী পড়লে ঝড়ে ঘুমায় পাহাড়, ডিগবাজি খায় নুড়ি খালি কলস বাজে বেশী সেই হয়েছে দশা সিংহ ভাবতে ভালোবাসে নিজেকে আজ মশা গীটার হাতে ছুটছি কতো Satriani’র বাবা আওয়াজ শুনে মূর্খ বলে “মারহাবা মারহাবা” স্বর-সাধনার খ্যাতায় আগুন, কারণ বাজার খালি কোনমতে ‘সা’ বলিলেই বড়ে গোলাম আলী তাতেও যদি না হয় তবে কায়দা আছে জানা ভেড়ার কণ্ঠ বানায় যন্ত্র পারভিন সুলতানা শিল্পী হবার শখ হয়েছে, গান যদি না শেখো সুকৌশলের বিদ্যা চুরি রপ্ত করে রেখো এটার মাথা, ওটার হাঁটু, সেটার কনুই জুড়ে গেয়ে ওঠো সরল গলায় আনকোরা এক সুরে সে গান শুনেই মুগ্ধ শ্রোতার হারিয়ে যাবে ভাষা মূর্খ-কুলের সহসা নেই জ্ঞান-প্রাপ্তির আশা গানের যোগান বন্ধ হলে পড়বে ভাতে টান ঘাবড়িওনা, বুদ্ধি করে বাঁচিও সম্মান এসো তখন পুরোনো গান সংরক্ষণ করি কর্তা-শচীন পুত্র তাহার একে একে ধরি আছে সবার লালন ঘোড়া চড়ো তাহার ঘাড়ে লালন তোমার চালাবে পেট অভাব

পাপী

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি কানার মাঝে ঝাপসা’রা সব, হেথায় করে রাজ নিজেকে তাই রবীন্দ্রনাথ হচ্ছে মনে আজ তোমারও তো চলন বলন সলিল চৌধুরী পড়লে ঝড়ে ঘুমায় পাহাড়, ডিগবাজি খায় নুড়ি খালি কলস বাজে বেশী সেই হয়েছে দশা সিংহ ভাবতে ভালোবাসে নিজেকে আজ মশা গীটার হাতে ছুটছি কতো Satriani’র বাবা আওয়াজ শুনে মূর্খ বলে “মারহাবা মারহাবা” স্বর-সাধনার খ্যাতায় আগুন, কারণ বাজার খালি কোনমতে ‘সা’ বলিলেই বড়ে গোলাম আলী তাতেও যদি না হয় তবে কায়দা আছে জানা ভেড়ার কণ্ঠ বানায় যন্ত্র পারভিন সুলতানা শিল্পী হবার শখ হয়েছে, গান যদি না শেখো সুকৌশলের বিদ্যা চুরি রপ্ত করে রেখো এটার মাথা, ওটার হাঁটু, সেটার কনুই জুড়ে গেয়ে ওঠো সরল গলায় আনকোরা এক সুরে সে গান শুনেই মুগ্ধ শ্রোতার হারিয়ে যাবে ভাষা মূর্খ-কুলের সহসা নেই জ্ঞান-প্রাপ্তির আশা গানের যোগান বন্ধ হলে পড়বে ভাতে টান ঘাবড়িওনা, বুদ্ধি করে বাঁচিও সম্মান এসো তখন পুরোনো গান সংরক্ষণ করি কর্তা-শচীন পুত্র তাহার একে একে ধরি আছে সবার লালন ঘোড়া চড়ো তাহার ঘাড়ে লালন তোমার চালাবে পেট অভাব

পাপী

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : সায়ানের গান সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি কানার মাঝে ঝাপসা’রা সব, হেথায় করে রাজ নিজেকে তাই রবীন্দ্রনাথ হচ্ছে মনে আজ তোমারও তো চলন বলন সলিল চৌধুরী পড়লে ঝড়ে ঘুমায় পাহাড়, ডিগবাজি খায় নুড়ি খালি কলস বাজে বেশী সেই হয়েছে দশা সিংহ ভাবতে ভালোবাসে নিজেকে আজ মশা গীটার হাতে ছুটছি কতো Satriani’র বাবা আওয়াজ শুনে মূর্খ বলে “মারহাবা মারহাবা” স্বর-সাধনার খ্যাতায় আগুন, কারণ বাজার খালি কোনমতে ‘সা’ বলিলেই বড়ে গোলাম আলী তাতেও যদি না হয় তবে কায়দা আছে জানা ভেড়ার কণ্ঠ বানায় যন্ত্র পারভিন সুলতানা শিল্পী হবার শখ হয়েছে, গান যদি না শেখো সুকৌশলের বিদ্যা চুরি রপ্ত করে রেখো এটার মাথা, ওটার হাঁটু, সেটার কনুই জুড়ে গেয়ে ওঠো সরল গলায় আনকোরা এক সুরে সে গান শুনেই মুগ্ধ শ্রোতার হারিয়ে যাবে ভাষা মূর্খ-কুলের সহসা নেই জ্ঞান-প্রাপ্তির আশা গানের যোগান বন্ধ হলে পড়বে ভাতে টান ঘাবড়িওনা, বুদ্ধি করে বাঁচিও সম্মান এসো তখন পুরোনো গান সংরক্ষণ করি কর্তা-শচীন পুত্র তাহার একে একে ধরি আছে সবার লালন ঘোড়া চড়ো

হঠাৎ করেই চোখ পড়েছে

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো সুরকার : সায়না প্রথম প্রকাশ : পাওয়া যায়নি হঠাৎ করেই চোখ পড়েছে আমার প’রে আমার মাঝখানে তো পাইনি সময় একটুখানি থামার পেছনটাতে চোখ বুলাতে ঘামছি মনে মনে আড়চোখেতে সেই আমি’কে দেখছি সংগোপনে আমার চোখের সামনে দিয়েই বদলে গেছি আমি নিয়ম হলো যা হারালো হারিয়ে গেলেই দামী ইর্ষা ভরে তাকাই আমি সেই আমি’টার দিকে এই আমি’টা কেমন যেন পানসে, কেমন ফিকে আমারই তো সেই দু’টো চোখ উচ্ছলতায় ভরা খরায় জরায় সবুজ শুন্য এ চোখ স্বপ্নহারা সময় যেন স্বপ্ন মোছার পা মাড়ানো পাপোষ সেই আমি’টার সঙ্গে আমার আর কি হবে আপোষ আমার যত সবুজ ছিল আর কি ফিরে পাবো সময় তোমার স্রোতে ভেসে উল্টো দিকেই যাব আমার চোখের সামনে দিয়ে এমন পুকুরচুরি টের পেয়েছি এতক্ষনে চোরের বাহাদুরী করবো কাকে দায়ী আমি সময় নাকি ভাগ্য জবাব দেবেন তারা যারা জীবন বিশেষজ্ঞ আগামীতে অন্য কোন আমি’র দেখা পেলে সেই আমি’টার আমায় দেখে চম্‌কাবে কি পিলে সেই আমি’টা বলছে আমায় মুঠো করিস হাতে এখনও যা সবুজ আছে জড়ো করিস তাতে

হঠাৎ করেই চোখ পড়েছে

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো সুরকার : সায়না প্রথম প্রকাশ : পাওয়া যায়নি হঠাৎ করেই চোখ পড়েছে আমার প’রে আমার মাঝখানে তো পাইনি সময় একটুখানি থামার পেছনটাতে চোখ বুলাতে ঘামছি মনে মনে আড়চোখেতে সেই আমি’কে দেখছি সংগোপনে আমার চোখের সামনে দিয়েই বদলে গেছি আমি নিয়ম হলো যা হারালো হারিয়ে গেলেই দামী ইর্ষা ভরে তাকাই আমি সেই আমি’টার দিকে এই আমি’টা কেমন যেন পানসে, কেমন ফিকে আমারই তো সেই দু’টো চোখ উচ্ছলতায় ভরা খরায় জরায় সবুজ শুন্য এ চোখ স্বপ্নহারা সময় যেন স্বপ্ন মোছার পা মাড়ানো পাপোষ সেই আমি’টার সঙ্গে আমার আর কি হবে আপোষ আমার যত সবুজ ছিল আর কি ফিরে পাবো সময় তোমার স্রোতে ভেসে উল্টো দিকেই যাব আমার চোখের সামনে দিয়ে এমন পুকুরচুরি টের পেয়েছি এতক্ষনে চোরের বাহাদুরী করবো কাকে দায়ী আমি সময় নাকি ভাগ্য জবাব দেবেন তারা যারা জীবন বিশেষজ্ঞ আগামীতে অন্য কোন আমি’র দেখা পেলে সেই আমি’টার আমায় দেখে চম্‌কাবে কি পিলে সেই আমি’টা বলছে আমায় মুঠো করিস হাতে এখনও যা সবুজ আছে জড়ো করিস তাতে

ফিরতে ঘরে ভয়

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি ফিরতে ঘরে ভয়… ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয় না না নেই যে আমার শূন্য ঘরে একলা থাকার ভয় ঘরেই কত আপন মানুষ শত্রু সেজে রয় কেউ কি আমায় বলতে পারো আপন কারে কয় যারেই যখন এই ভুবনে আপন মনে হয় সময়মতন সেই দিয়ে যায় অন্য পরিচয় আপন নিয়েই শঙ্কা আমার, পর তো পরই রয় আপন যত দুঃখ দেবে পর ততটা নয় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে ঘরের দরোজায় দুঃখগুলো রাত্রি জাগে আমার প্রতীক্ষায় সন্ধ্যে হলেই বুকের ভেতর গুম্‌রে ওঠে ভয় আর চোখের নীচে সাত সাগরের কান্না জমা হয় চোরের মতন বসত করি আমারই ঘর বাড়ি সেই ঘরেতে দুঃখগুলোর বিরাট জমিদারী আমার বুকের পাঁজর ভেঙ্গে বাসর সে সাজায় আগুন জ্বেলে খেলা করে পুড়িয়ে সুখ পায় ক্রীতদাসের মতন আমার শেকল পরা হাত দুঃখগুলো রাত্রি জেগে ভোর করে দেয় রাত স্বপ্ন পুড়ে ছাই করেছে জীবনও যায় যায় সাধ করে আর কেউ কি বলো ঘর ছেড়ে পালায় অনেক দূরের আকাশটাকে আপন মনে হয় তার নীল হৃদয়ে তারায় তারায় দুঃখ জ্বলে রয়

ফিরতে ঘরে ভয়

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি ফিরতে ঘরে ভয়… ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয় না না নেই যে আমার শূন্য ঘরে একলা থাকার ভয় ঘরেই কত আপন মানুষ শত্রু সেজে রয় কেউ কি আমায় বলতে পারো আপন কারে কয় যারেই যখন এই ভুবনে আপন মনে হয় সময়মতন সেই দিয়ে যায় অন্য পরিচয় আপন নিয়েই শঙ্কা আমার, পর তো পরই রয় আপন যত দুঃখ দেবে পর ততটা নয় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে ঘরের দরোজায় দুঃখগুলো রাত্রি জাগে আমার প্রতীক্ষায় সন্ধ্যে হলেই বুকের ভেতর গুম্‌রে ওঠে ভয় আর চোখের নীচে সাত সাগরের কান্না জমা হয় চোরের মতন বসত করি আমারই ঘর বাড়ি সেই ঘরেতে দুঃখগুলোর বিরাট জমিদারী আমার বুকের পাঁজর ভেঙ্গে বাসর সে সাজায় আগুন জ্বেলে খেলা করে পুড়িয়ে সুখ পায় ক্রীতদাসের মতন আমার শেকল পরা হাত দুঃখগুলো রাত্রি জেগে ভোর করে দেয় রাত স্বপ্ন পুড়ে ছাই করেছে জীবনও যায় যায় সাধ করে আর কেউ কি বলো ঘর ছেড়ে পালায় অনেক দূরের আকাশটাকে আপন মনে হয় তার নীল হৃদয়ে তারায় তারায় দুঃখ জ্বলে রয়

ফিরতে ঘরে ভয়

Image
শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি ফিরতে ঘরে ভয়… ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয় না না নেই যে আমার শূন্য ঘরে একলা থাকার ভয় ঘরেই কত আপন মানুষ শত্রু সেজে রয় কেউ কি আমায় বলতে পারো আপন কারে কয় যারেই যখন এই ভুবনে আপন মনে হয় সময়মতন সেই দিয়ে যায় অন্য পরিচয় আপন নিয়েই শঙ্কা আমার, পর তো পরই রয় আপন যত দুঃখ দেবে পর ততটা নয় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে ঘরের দরোজায় দুঃখগুলো রাত্রি জাগে আমার প্রতীক্ষায় সন্ধ্যে হলেই বুকের ভেতর গুম্‌রে ওঠে ভয় আর চোখের নীচে সাত সাগরের কান্না জমা হয় চোরের মতন বসত করি আমারই ঘর বাড়ি সেই ঘরেতে দুঃখগুলোর বিরাট জমিদারী আমার বুকের পাঁজর ভেঙ্গে বাসর সে সাজায় আগুন জ্বেলে খেলা করে পুড়িয়ে সুখ পায় ক্রীতদাসের মতন আমার শেকল পরা হাত দুঃখগুলো রাত্রি জেগে ভোর করে দেয় রাত স্বপ্ন পুড়ে ছাই করেছে জীবনও যায় যায় সাধ করে আর কেউ কি বলো ঘর ছেড়ে পালায় অনেক দূরের আকাশটাকে আপন মনে হয় তার নীল হৃদয়ে তারায় তারায় দুঃখ জ্বলে

মন আমার লজ্জা কি তোর নাই

 শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি মন আমার লজ্জা কি তোর নাই, বারে বারে কাঁদিস বুঝি তাই ? মন আমার… ওরে মন… একবার মন দিয়ে শোন্ তুই যদি এমন করিস… আমি কোথায় যাই মন চল নির্বাসনে যাই তুই আর আমি চল পালাই ওরে মন… আমার মন… চল্ দু’জনে সব ভুলে যাই তুই ছাড়া মন কারে আর মনের কথা কই আমি ঠিক যেথায় আছি সেথায় পড়ে রই একা তুই একলা বুঝি আমিও কি নই ভাঙ্গা-ঘুম আমার ভাগেও পড়েছে নিশ্চয়ই তোর চেয়ে আমার কি আর দুঃখ কিছু কম কতো আর ঢাকবো রে তোর কান্না বেশরম এদিকে যখন তখন জীবন পাঠায় ডাক সে সময় একটুখানি ঘাপ্‌টি মেরে থাক তোরে নিয়ে কি যে করি বড় লজ্জাতে আজ মরি কেন তুই মেঘ্লা করিস আমার সকল কাজ? আমি দু’হাত জড়ো করে বলি বেহায়া মন তোরে দে না মন বাঁচতে দে না… নিজেও কিছু বাঁচ কাহাতক ঝাপসা চোখে পথ চলা আর যায় আমার এই জীবন যেন কাটতে নাহি চায় কত দূর কত্তো দূরে ফেরার হ’লি মন সেখানেও পিছু নিয়ে পৌঁছেছে জীবন দেবে না কেউ দেবে না কেউ দেবেনা ছাড় হিসেবের হাত থেকে নেই একটুও নিস্তার এসবের মধ্যেখানেও তোর এই জ্বালাতন কি পাষাণ স্বৈরাচারে ভে

এক হারিয়ে যাওয়া বন্ধু

  শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি একদিন কোনো অন্ধ ভিখিরী তার এক হাত ধরে ব্যস্ত সড়ক পার করে দেব একটু সময় করে আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে নেবো এই পৃথিবীর সব সুন্দর আমার দু’চোখ ভরে আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে আজ জগতের যত যন্ত্রণা দিয়ে হৃদয় সাজাবো তোরে জেনো গোলাপ কাঁটার চুম্বনে এই অধরে ফুটবে রক্ত আমি ঝরাপাতা দিয়ে মালা গেঁথে কবো আমি যে তোমারই ভক্ত আমি ফুলের মতন কুঁড়িয়ে তুলবো আবর্জনার স্তুপ দেখে চম্‌কে যাব না দগ্ধ কারোর ঝল্‌সানো পোড়া মুখ আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে আমি অসুন্দরকে আমার আদরে পাল্টাবো সুন্দরে যত নিয়তির ভুল শুদ্ধ করবো মানুষ হবার জোরে কোন পথের ধারের নেড়ী কুকুরের কদাকার শরীরে পশম ঝরানো পুঁজ-ভরা ক্ষতে বুলাবো হাত আদরে আমি জানিনা কেন যে মানুষ এখনো আপন করেনি তোরে আমি মানুষের হয়ে ক্ষমা চেয়ে নেবো দু’টো হাত জড়ো করে জানি কোন বৃদ্ধের বহুবার বলা গল্পটা একঘেয়ে আমি আবার শুনবো বহুবার শোনা গল্পটা মন দিয়ে কোন অচেনা শিশুর ধুলোমাখা চুলে আঙ্গুলে কাটবো সিঁথি আমি

মন আমার লজ্জা কি তোর নাই

 শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি মন আমার লজ্জা কি তোর নাই, বারে বারে কাঁদিস বুঝি তাই ? মন আমার… ওরে মন… একবার মন দিয়ে শোন্ তুই যদি এমন করিস… আমি কোথায় যাই মন চল নির্বাসনে যাই তুই আর আমি চল পালাই ওরে মন… আমার মন… চল্ দু’জনে সব ভুলে যাই তুই ছাড়া মন কারে আর মনের কথা কই আমি ঠিক যেথায় আছি সেথায় পড়ে রই একা তুই একলা বুঝি আমিও কি নই ভাঙ্গা-ঘুম আমার ভাগেও পড়েছে নিশ্চয়ই তোর চেয়ে আমার কি আর দুঃখ কিছু কম কতো আর ঢাকবো রে তোর কান্না বেশরম এদিকে যখন তখন জীবন পাঠায় ডাক সে সময় একটুখানি ঘাপ্‌টি মেরে থাক তোরে নিয়ে কি যে করি বড় লজ্জাতে আজ মরি কেন তুই মেঘ্লা করিস আমার সকল কাজ? আমি দু’হাত জড়ো করে বলি বেহায়া মন তোরে দে না মন বাঁচতে দে না… নিজেও কিছু বাঁচ কাহাতক ঝাপসা চোখে পথ চলা আর যায় আমার এই জীবন যেন কাটতে নাহি চায় কত দূর কত্তো দূরে ফেরার হ’লি মন সেখানেও পিছু নিয়ে পৌঁছেছে জীবন দেবে না কেউ দেবে না কেউ দেবেনা ছাড় হিসেবের হাত থেকে নেই একটুও নিস্তার এসবের মধ্যেখা

এক হারিয়ে যাওয়া বন্ধু

  শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি একদিন কোনো অন্ধ ভিখিরী তার এক হাত ধরে ব্যস্ত সড়ক পার করে দেব একটু সময় করে আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে নেবো এই পৃথিবীর সব সুন্দর আমার দু’চোখ ভরে আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে আজ জগতের যত যন্ত্রণা দিয়ে হৃদয় সাজাবো তোরে জেনো গোলাপ কাঁটার চুম্বনে এই অধরে ফুটবে রক্ত আমি ঝরাপাতা দিয়ে মালা গেঁথে কবো আমি যে তোমারই ভক্ত আমি ফুলের মতন কুঁড়িয়ে তুলবো আবর্জনার স্তুপ দেখে চম্‌কে যাব না দগ্ধ কারোর ঝল্‌সানো পোড়া মুখ আমি সুন্দর হবো সুন্দর হবো একটু একটু করে আমি অসুন্দরকে আমার আদরে পাল্টাবো সুন্দরে যত নিয়তির ভুল শুদ্ধ করবো মানুষ হবার জোরে কোন পথের ধারের নেড়ী কুকুরের কদাকার শরীরে পশম ঝরানো পুঁজ-ভরা ক্ষতে বুলাবো হাত আদরে আমি জানিনা কেন যে মানুষ এখনো আপন করেনি তোরে আমি মানুষের হয়ে ক্ষমা চেয়ে নেবো দু’টো হাত জড়ো করে জানি কোন বৃদ্ধের বহুবার বলা গল্পটা একঘেয়ে আমি আবার শুনবো বহুবার শোনা গল্পটা মন দিয়ে কোন

ভাসিয়ে দেবো তোরে

 শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি ভাসিয়ে দেবো তোরে আমার প্রাণের বন্ধু ওরে ভেসে ভেসে যা চলে যা অচীন দেশান্তরে তোর যাবারই আয়োজনে বইলো চোখের নদী নদী আমার ফুরিয়ে আসে তোর বাড়েনা গতি সাধ মিটেছে ভালোবাসার চাই না তোকে আর বন্ধু আমার জীবনখানা ভীষণ লাগে ভার বন্ধু আমার ব্যথার কাছে প্রেম মেনেছে হার রাখতে ধরে চাই না তোরে তুই তো আমায় ছাড় ঘোর কেটেছে ভালোবাসার ফুরিয়েছে সব দাবী চোখের দু’কোণ বুকের উঠোন ছেড়ে কবে যাবি ঢের খেলেছে আমায় নিয়ে তোর স্মৃতি তোর আশা আমার চোখের শ্রাবণ বেয়ে বিদায়ী নাও ভাসা

ভাসিয়ে দেবো তোরে

 শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি ভাসিয়ে দেবো তোরে আমার প্রাণের বন্ধু ওরে ভেসে ভেসে যা চলে যা অচীন দেশান্তরে তোর যাবারই আয়োজনে বইলো চোখের নদী নদী আমার ফুরিয়ে আসে তোর বাড়েনা গতি সাধ মিটেছে ভালোবাসার চাই না তোকে আর বন্ধু আমার জীবনখানা ভীষণ লাগে ভার বন্ধু আমার ব্যথার কাছে প্রেম মেনেছে হার রাখতে ধরে চাই না তোরে তুই তো আমায় ছাড় ঘোর কেটেছে ভালোবাসার ফুরিয়েছে সব দাবী চোখের দু’কোণ বুকের উঠোন ছেড়ে কবে যাবি ঢের খেলেছে আমায় নিয়ে তোর স্মৃতি তোর আশা আমার চোখের শ্রাবণ বেয়ে বিদায়ী নাও ভাসা

ভালোবাসার মানুষ তোমার

শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি ভালোবাসার মানুষ তোমার বাঁধন আলগা করো আমি তোমায় ভালোবাসি তবু আমার জীবন আমার তোমারও তো দায় কিছু নেই মনের দখল দেবার মালিকানা দেবার … অধিকারের অজুহাতে শুধুই আঘাত করো শুরুর খেলায় জিততে গিয়ে শেষের খেলায় হারো ভালোবাসার মানুষ তুমি আমায় শাসন করে পারবে না তো নিতে তোমার আপন ছাঁচে গড়ে আমি তোমায় ভালোবাসি তবু নই তো তোমার কেনা ভালোবাসি বলেই আমার হয়নি কিছুই দেনা দিবা-নিশি আমার প্রেমের পরখ মিছেই করো আপোষে যা দিতাম এখন ভাগ পাবেনা তারো ভালোবাসার মানুষ তোমার সওয়াল-জবাব শেষে নরম হয়ে বসো আমার প্রেমের কাছে এসে আমি তোমায় ভালোবাসি এই মুখের কথাই মেনো জবাবদিহির কৈফিয়তের ধার ধারিনা জেনো ছুড়ে ফেলার ভয় দেখবার সুযোগ ছাড়োনিতো ভুলছো কেন এ দিক থেকেও ছিঁড়তে পারে সুতো

ভালোবাসার মানুষ তোমার

শিল্পী : সায়ান গীতিকার : সায়ান ধরণ : বিবিধ অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো সুরকার : সায়ান প্রথম প্রকাশ : পাওয়া যায়নি ভালোবাসার মানুষ তোমার বাঁধন আলগা করো আমি তোমায় ভালোবাসি তবু আমার জীবন আমার তোমারও তো দায় কিছু নেই মনের দখল দেবার মালিকানা দেবার … অধিকারের অজুহাতে শুধুই আঘাত করো শুরুর খেলায় জিততে গিয়ে শেষের খেলায় হারো ভালোবাসার মানুষ তুমি আমায় শাসন করে পারবে না তো নিতে তোমার আপন ছাঁচে গড়ে আমি তোমায় ভালোবাসি তবু নই তো তোমার কেনা ভালোবাসি বলেই আমার হয়নি কিছুই দেনা দিবা-নিশি আমার প্রেমের পরখ মিছেই করো আপোষে যা দিতাম এখন ভাগ পাবেনা তারো ভালোবাসার মানুষ তোমার সওয়াল-জবাব শেষে নরম হয়ে বসো আমার প্রেমের কাছে এসে আমি তোমায় ভালোবাসি এই মুখের কথাই মেনো জবাবদিহির কৈফিয়তের ধার ধারিনা জেনো ছুড়ে ফেলার ভয় দেখবার সুযোগ ছাড়োনিতো ভুলছো কেন এ দিক থেকেও ছিঁড়তে পারে সুতো

স্বপ্ন আমার হাত ধরো

Image
আমার স্বপ্ন আমার হাত ধরো তোমার চেয়ে যোগ্য সাথি কোথায় পাবো আর আমি ক্লান্ত শ্রান্ত দ্বিধায় ভ্রান্ত… আহত এবং ব্যথায় শান্ত ভরসাহীনতা ভরাট করেছে আমার অন্ধকার এই পথ এই সময় নয় আমার বন্ধু নয় নিরাশার কাছে শুধু হেরে যায় নিরস্ত্র এ হৃদয় বন্ধুকে ডাকি সাড়া দিয়ে যায় আমাকে জড়ানো কুয়াশার মত ভয় আমার স্বপ্ন একটু শান্তি দাও আমার ব্যথায় হাত বুলাও আমার স্বপ্ন আমার বন্ধু হও আমার ব্যথায় হাত বুলাও অসময়ের এ মৌসুমে বন্ধ সবার দ্বার এখনও অনেক বাকি এই কাঁটায় সাজানো পথ সমতল শেষে সমুখে রয়েছে কত গিরি পর্বত এখনই স্থবির কেন পথ চলা নিভুনিভু কেন আগুনে ভেজা শপথ আমার স্বপ্ন করো আশীর্বাদ শুধু তোমায় নিয়েই কাটুক রাত স্বপ্ন করো আশীর্বাদ কাটুক আমার ব্যথার রাত আমায় তোমার যোগ্য করো সেও তো তোমার ভার

স্বপ্ন আমার হাত ধরো

Image
আমার স্বপ্ন আমার হাত ধরো তোমার চেয়ে যোগ্য সাথি কোথায় পাবো আর আমি ক্লান্ত শ্রান্ত দ্বিধায় ভ্রান্ত… আহত এবং ব্যথায় শান্ত ভরসাহীনতা ভরাট করেছে আমার অন্ধকার এই পথ এই সময় নয় আমার বন্ধু নয় নিরাশার কাছে শুধু হেরে যায় নিরস্ত্র এ হৃদয় বন্ধুকে ডাকি সাড়া দিয়ে যায় আমাকে জড়ানো কুয়াশার মত ভয় আমার স্বপ্ন একটু শান্তি দাও আমার ব্যথায় হাত বুলাও আমার স্বপ্ন আমার বন্ধু হও আমার ব্যথায় হাত বুলাও অসময়ের এ মৌসুমে বন্ধ সবার দ্বার এখনও অনেক বাকি এই কাঁটায় সাজানো পথ সমতল শেষে সমুখে রয়েছে কত গিরি পর্বত এখনই স্থবির কেন পথ চলা নিভুনিভু কেন আগুনে ভেজা শপথ আমার স্বপ্ন করো আশীর্বাদ শুধু তোমায় নিয়েই কাটুক রাত স্বপ্ন করো আশীর্বাদ কাটুক আমার ব্যথার রাত আমায় তোমার যোগ্য করো সেও তো তোমার ভার

আবার তাকিয়ে দ্যাখ্

Image
তুমি বুঝতে পারোনি নাকি কাকে বলে স্বাধীনতা? আমি সহ্য করবো না’তো এই বেহিসেবী রসিকতা তুমি খুঁজে যাও কতখানে স্বাধীনতার কি মানে বলি একটা অন্ধ পাখী… আহা সেও তো সে কথা জানে তুমি ভুল্‌লে কেমন করে ? ভুল্‌লে চলবে নাকি ? নাকি নিজের চোখকে শুধু দিয়েই চলেছো ফাঁকি? ১৬´র সঙ্গে ১২ … লাগবে কি কিছু আরো ? ১ ৯ ৭ ১ … আবার তাকিয়ে দ্যাখ্‌!! দিগন্ত বিস্তৃত সবুজের ময়দানে রক্তে সম্ভাসিত লাল সূর্যটা মাঝখানে চেনা চেনা ঠেকলো কি ? এই পতাকাটা কার ? স্বাধীনতা মানে বাংলাদেশটা তোমার আর আমার তুমি কি আকারে ইঙ্গিতে আর ইশারায় বলে দিচ্ছো এই পতাকার এই নামটার… আজ মূল্য আসলে তুচ্ছ তুমি কি বন্ধু জেনেশুনে আজ ইতিহাস নিয়ে খেলছো ? আশার সঙ্গে স্বাধীনতার কি অর্থ গুলিয়ে ফেলছো ? আমি সহ্য করবো না তো … শোনো ধিক্কার আজ ঘৃণার যেন কখনও ক্ষমা না করে … তোমাকে আমার শহীদ মিনার! বলো অস্থির অকৃতজ্ঞ কন্ঠে এমন তো কথা ছিলো না আহা! স্বাধীনতা কেন আমার জন্যে সবকিছু এনে দিলো না! তোমার স্বপ্ন ভঙ্গের দায় ইতিহাস বুঝি টানবে ? তোমার জন্যে সাজানো গোছানো রাজ্য কে যেন আনবে! আজ সাবধান করে দিচ্ছি … কথা এইখানে হবে শেষ যেন শুনিনা তোমার কণ্ঠে … এই বাংলা তোমার

আবার তাকিয়ে দ্যাখ্

Image
তুমি বুঝতে পারোনি নাকি কাকে বলে স্বাধীনতা? আমি সহ্য করবো না’তো এই বেহিসেবী রসিকতা তুমি খুঁজে যাও কতখানে স্বাধীনতার কি মানে বলি একটা অন্ধ পাখী… আহা সেও তো সে কথা জানে তুমি ভুল্‌লে কেমন করে ? ভুল্‌লে চলবে নাকি ? নাকি নিজের চোখকে শুধু দিয়েই চলেছো ফাঁকি? ১৬´র সঙ্গে ১২ … লাগবে কি কিছু আরো ? ১ ৯ ৭ ১ … আবার তাকিয়ে দ্যাখ্‌!! দিগন্ত বিস্তৃত সবুজের ময়দানে রক্তে সম্ভাসিত লাল সূর্যটা মাঝখানে চেনা চেনা ঠেকলো কি ? এই পতাকাটা কার ? স্বাধীনতা মানে বাংলাদেশটা তোমার আর আমার তুমি কি আকারে ইঙ্গিতে আর ইশারায় বলে দিচ্ছো এই পতাকার এই নামটার… আজ মূল্য আসলে তুচ্ছ তুমি কি বন্ধু জেনেশুনে আজ ইতিহাস নিয়ে খেলছো ? আশার সঙ্গে স্বাধীনতার কি অর্থ গুলিয়ে ফেলছো ? আমি সহ্য করবো না তো … শোনো ধিক্কার আজ ঘৃণার যেন কখনও ক্ষমা না করে … তোমাকে আমার শহীদ মিনার! বলো অস্থির অকৃতজ্ঞ কন্ঠে এমন তো কথা ছিলো না আহা! স্বাধীনতা কেন আমার জন্যে সবকিছু এনে দিলো না! তোমার স্বপ্ন ভঙ্গের দায় ইতিহাস বুঝি টানবে ? তোমার জন্যে সাজানো গোছানো রাজ্য কে যেন আনবে! আজ সাবধান করে দিচ্ছি … কথা এইখানে হবে শেষ যেন শুনিনা তোমার কণ্ঠে … এই বাংলা তোমার

আবার তাকিয়ে দ্যাখ্

Image
তুমি বুঝতে পারোনি নাকি কাকে বলে স্বাধীনতা? আমি সহ্য করবো না’তো এই বেহিসেবী রসিকতা তুমি খুঁজে যাও কতখানে স্বাধীনতার কি মানে বলি একটা অন্ধ পাখী… আহা সেও তো সে কথা জানে তুমি ভুল্‌লে কেমন করে ? ভুল্‌লে চলবে নাকি ? নাকি নিজের চোখকে শুধু দিয়েই চলেছো ফাঁকি? ১৬´র সঙ্গে ১২ … লাগবে কি কিছু আরো ? ১ ৯ ৭ ১ … আবার তাকিয়ে দ্যাখ্‌!! দিগন্ত বিস্তৃত সবুজের ময়দানে রক্তে সম্ভাসিত লাল সূর্যটা মাঝখানে চেনা চেনা ঠেকলো কি ? এই পতাকাটা কার ? স্বাধীনতা মানে বাংলাদেশটা তোমার আর আমার তুমি কি আকারে ইঙ্গিতে আর ইশারায় বলে দিচ্ছো এই পতাকার এই নামটার… আজ মূল্য আসলে তুচ্ছ তুমি কি বন্ধু জেনেশুনে আজ ইতিহাস নিয়ে খেলছো ? আশার সঙ্গে স্বাধীনতার কি অর্থ গুলিয়ে ফেলছো ? আমি সহ্য করবো না তো … শোনো ধিক্কার আজ ঘৃণার যেন কখনও ক্ষমা না করে … তোমাকে আমার শহীদ মিনার! বলো অস্থির অকৃতজ্ঞ কন্ঠে এমন তো কথা ছিলো না আহা! স্বাধীনতা কেন আমার জন্যে সবকিছু এনে দিলো না! তোমার স্বপ্ন ভঙ্গের দায় ইতিহাস বুঝি টানবে ? তোমার জন্যে সাজানো গোছানো রাজ্য কে যেন আনবে! আজ সাবধান করে দিচ্ছি … কথা এইখানে

আমার আছে রাজপ্রাসাদ

Image
আমার আছে রাজপ্রাসাদ তোমার আছে পথ চলতে গেলে দুই পা তোমার আমার সোনার রথ আমি থাকি রাজপ্রাসাদে তুমি থাকো পথে কে মেপেছে কার ঘুমটা গভীর বেশী রাতে ? তোমার কেমন যেখানে রাত সেইখানে কাত আমি যদি পথে ঘুমাই যাবে যাবে জাত তুমি কেমন পথের ধারে পা ছড়িয়ে বসো ঘরের ভেতর আমায় দেখে মনে মনে হাসো আমার আছে অনেক কিছুই সোজা কথায় টাকা তোমার আছে উপর নীচে চারিপাশে ফাঁকা আমার আছে যা আছে তা হারিয়ে ফেলার ভয় নিশিদিন থাকি কেবল তার’ই পাহারায় আমার পরিচয় আসলে আমি দারোয়ান প্রাণপণে পাহারা দেই মান সম্মান তুমি চলো রাজার মতন .. চলো ঝাড়া গায়ে পৃথিবীকে মাড়িয়ে যাও উলঙ্গ দু’পায়ে আছে কিছু বিজ্ঞ লোক জ্ঞানী মানী গুণী তোমাকে ডাকলো গরীব আর আমকে ধনী আমি বলি আসলে সব শব্দের খেলা তোমার আমার দু’জনারই .. যায় কেটে বেলা তারা যেন ধরেই নিল তুমি বড় দুখী পণ করেছে করবে তোমায় আমার মতন সুখী সুখী আমি সেসব দেখে হাসি মনে মনে বলি অভিধানে শব্দগুলোর বদল করো মানে।।

আমার আছে রাজপ্রাসাদ

Image
আমার আছে রাজপ্রাসাদ তোমার আছে পথ চলতে গেলে দুই পা তোমার আমার সোনার রথ আমি থাকি রাজপ্রাসাদে তুমি থাকো পথে কে মেপেছে কার ঘুমটা গভীর বেশী রাতে ? তোমার কেমন যেখানে রাত সেইখানে কাত আমি যদি পথে ঘুমাই যাবে যাবে জাত তুমি কেমন পথের ধারে পা ছড়িয়ে বসো ঘরের ভেতর আমায় দেখে মনে মনে হাসো আমার আছে অনেক কিছুই সোজা কথায় টাকা তোমার আছে উপর নীচে চারিপাশে ফাঁকা আমার আছে যা আছে তা হারিয়ে ফেলার ভয় নিশিদিন থাকি কেবল তার’ই পাহারায় আমার পরিচয় আসলে আমি দারোয়ান প্রাণপণে পাহারা দেই মান সম্মান তুমি চলো রাজার মতন .. চলো ঝাড়া গায়ে পৃথিবীকে মাড়িয়ে যাও উলঙ্গ দু’পায়ে আছে কিছু বিজ্ঞ লোক জ্ঞানী মানী গুণী তোমাকে ডাকলো গরীব আর আমকে ধনী আমি বলি আসলে সব শব্দের খেলা তোমার আমার দু’জনারই .. যায় কেটে বেলা তারা যেন ধরেই নিল তুমি বড় দুখী পণ করেছে করবে তোমায় আমার মতন সুখী সুখী আমি সেসব দেখে হাসি মনে মনে বলি অভিধানে শব্দগুলোর বদল করো মানে।।

পুত্রের হাতে ধর্ষিতা তুমি জননী বাংলাদেশ

Image
পুত্রের হাতে ধর্ষিতা তুমি জননী বাংলাদেশ মাগো তোমার ছেলেরা পরতে শিখেছে ণিপুন ছদ্দবেশ!!! মাগো কেমন তোমার ছেলে ওরা ছেড়ে খুরে খায় নিজেরি মাকে একলা ঘরে পেলে!!!! মাগো লক্ষ লক্ষ সূর্যসেনকে তোমের গর্ভে চাই আর বাদ বাকি সব হতচ্ছাড়ারা আমাদের সৎ ভাই… মাগো আজকে রাখছি বোলে, তোর পাজি ছেলেদের পুড়িয়ে মারবে কোন ক্ষুদিরাম এলে!!!! মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্যে অস্ত্র ধরি……. চোরের ঘরে যে দালান উঠে না, ভাংগে সে ভুলের ঘোর চোর চোর…মাগো তোমার ছেলেরা চোর..আর বদনাম হয় তোর, মা’রে তোমার ছেলে চোর….আর বদনাম হয় তোর ভাতের মত দুই বেলা খায়, ঘুষ খায় ঘুষখোর মা’রে তোমার ছেলে ঘুষখোর….আর বদনাম হয় তোর……… সন্ধ্যের আগে ফিরে যেও তুমি বাড়ি পথের মোড়েই দলবেধে আছে ছিনতাইকারি….. কেড়ে নিবে হাত ঘড়ি, সংগের টাকাকড়ি আছে সোনায় বাধানো চুড়ি, আছে পিস্তল, আছে ছুরি… সোনার ছেলেরা পড়াশোনা করে লাশ হয়ে ঘরে ফেরে দেশের জন্যে অকাল শয়ানে শহীদের মালা পড়ে লাশ হয়ে ঘরে ফেরে, আর পিতার অস্রু ঝরে.. কত জননী লুটায়, কাদেঁ…কত ছেলের লাশের পরে বেড়াল, কুকুর এবং মানুষ চাপা দিয়ে যায় গাড়ি পথের পাশেই একি পরিবার থেতলানো সারি সারি… রোজ

পুত্রের হাতে ধর্ষিতা তুমি জননী বাংলাদেশ

Image
পুত্রের হাতে ধর্ষিতা তুমি জননী বাংলাদেশ মাগো তোমার ছেলেরা পরতে শিখেছে ণিপুন ছদ্দবেশ!!! মাগো কেমন তোমার ছেলে ওরা ছেড়ে খুরে খায় নিজেরি মাকে একলা ঘরে পেলে!!!! মাগো লক্ষ লক্ষ সূর্যসেনকে তোমের গর্ভে চাই আর বাদ বাকি সব হতচ্ছাড়ারা আমাদের সৎ ভাই... মাগো আজকে রাখছি বোলে, তোর পাজি ছেলেদের পুড়িয়ে মারবে কোন ক্ষুদিরাম এলে!!!! মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্যে অস্ত্র ধরি....... চোরের ঘরে যে দালান উঠে না, ভাংগে সে ভুলের ঘোর চোর চোর...মাগো তোমার ছেলেরা চোর..আর বদনাম হয় তোর, মা'রে তোমার ছেলে চোর....আর বদনাম হয় তোর ভাতের মত দুই বেলা খায়, ঘুষ খায় ঘুষখোর মা'রে তোমার ছেলে ঘুষখোর....আর বদনাম হয় তোর......... সন্ধ্যের আগে ফিরে যেও তুমি বাড়ি পথের মোড়েই দলবেধে আছে ছিনতাইকারি..... কেড়ে নিবে হাত ঘড়ি, সংগের টাকাকড়ি আছে সোনায় বাধানো চুড়ি, আছে পিস্তল, আছে ছুরি... সোনার ছেলেরা পড়াশোনা করে লাশ হয়ে ঘরে ফেরে দেশের জন্যে অকাল শয়ানে শহীদের মালা পড়ে লাশ হয়ে ঘরে ফেরে, আর পিতার অস্রু ঝরে.. কত জননী লুটায়, কাদেঁ...কত ছেলের লাশের পরে বেড়াল, কুকুর এবং মান

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

সানি সা সা সা সা সারে, সা সা সা সা সারে সারে ধা পা নি সারে ধা পা নি সানি সা সা সা সা সারে, সা সা সা সা সারে প্রেমের কাহিনী রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলোমেলো এই কি শুরু হল প্রেমের কাহিনী? এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলোমেলো এই কি শুরু হল প্রেমের কাহিনী? রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা, ভালোবাসা এ মনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা, ভালোবাসা এ মনে সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায়, ফোটে কামিনী আজ ভিজতে ভালোলাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায়, ফোটে কামিনী আজ ভিজতে ভালোলাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে জলছবি থেকে যায় শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে জলছবি থেকে যায় জানি সেই তো ছিলো

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

সানি সা সা সা সা সারে, সা সা সা সা সারে সারে ধা পা নি সারে ধা পা নি সানি সা সা সা সা সারে, সা সা সা সা সারে প্রেমের কাহিনী রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলোমেলো এই কি শুরু হল প্রেমের কাহিনী? এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলোমেলো এই কি শুরু হল প্রেমের কাহিনী? রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা, ভালোবাসা এ মনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা, ভালোবাসা এ মনে সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায়, ফোটে কামিনী আজ ভিজতে ভালোলাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায়, ফোটে কামিনী আজ ভিজতে ভালোলাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে জলছবি থেকে যায় শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন, তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি, তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ট বীর তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড় শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তা