একা বেঁচে থাকতে শেখো প্রিয়
একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে।
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারী,
কবে ছোঁব সাদা শাড়ি ?
আমায় নিয়ে আর ভেবোনা, আরাম প্রিয়
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো,
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার,
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি ক'বার ?
তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?
একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে।
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারী,
কবে ছোঁব সাদা শাড়ি ?
আমায় নিয়ে আর ভেবোনা, আরাম প্রিয়
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো,
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার,
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি ক'বার ?
তোমার মনের গতি.. রাতের দূরপাল্লার গাড়ি।
তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি।
আমি ধরতেও না পারি, আমি ক্যামনে যাবো বাড়ি।
টিকেট কেটে রেখেছিলাম যাত্রাসময় ভুলে
এখন ইশটিশনে বেজায় অন্ধকার।
তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?
তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে।
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারী,
কবে ছোঁব সাদা শাড়ি ?
আমায় নিয়ে আর ভেবোনা, আরাম প্রিয়
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো,
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার,
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি ক'বার ?
তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?
একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে।
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারী,
কবে ছোঁব সাদা শাড়ি ?
আমায় নিয়ে আর ভেবোনা, আরাম প্রিয়
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো,
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার,
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি ক'বার ?
তোমার মনের গতি.. রাতের দূরপাল্লার গাড়ি।
তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি।
আমি ধরতেও না পারি, আমি ক্যামনে যাবো বাড়ি।
টিকেট কেটে রেখেছিলাম যাত্রাসময় ভুলে
এখন ইশটিশনে বেজায় অন্ধকার।
তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?
Comments
Post a Comment