আমার ক্লান্ত বিকেল
আমার এ ক্লান্ত বিকেল
বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ,
হেঁটেছি গন্তব্যহীন
চেনা এ শহরের গলি।
তোদের মাঝে যখন থাকি আমি
পৃথিবী তখন আপন লাগে,
তোরা ভুলে যাস না কখনো
আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো।
চির চেনা শহরের প্রতিটি দেওয়ালে
বুক চাপা অভিমান,
তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে
বেঁচে থাকার গান।
খুব বেশী না বোঝা আমার জীবনে
কিছু বন্ধু নিয়ে,
রাতের পরে দিন, দিনের পরে রাত
এই অভিযান।
সন্ধ্যা নামার আগে
ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তাড়া,
আমার শহুরে জীবনের গল্প লেখে যারা,
তোদের বলি।
আমার এ ক্লান্ত বিকেল
বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ,
হেঁটেছি গন্তব্যহীন
চেনা এ শহরের গলি।
তোদের মাঝে যখন থাকি আমি
পৃথিবী তখন আপন লাগে,
তোরা ভুলে যাস না কখনো
আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো,
কোনো ঘুড়ির মতো।
Comments
Post a Comment