আমার তুমি নাই

আমার মাঝে যা ছিল আমারই
তার মাঝে ছিলে সবচেয়ে দামি,
অনুভূতি কিছু নাই বাকি
মুছে গেছে সবটা দিয়ে ফাঁকি।

তুমি নাই, তুমি নাই
আমার তুমি নাই,
তুমি নাই, তুমি নাই
আমার তুমি নাই।

আবেগে আবেগে আমি পুড়ে হবো ছাই
ভালোবাসা সব সিখাইলো
ভুলতে সেখায় নাই,
মাঝে মাঝে লাগে আমি খুব নিরুপায়
প্রেমবিষ পান করেছি নাই যে উপায়।

তুমি নাই, তুমি নাই
আমার তুমি নাই..

আমার ভাঙ্গা ঘরে বসত কোরে
করবি কি আর বল?
চিলেকোঠার ঘর বেঁধেছে
তোর নতুন জন।

তোর থেকে ভিন্ন হলাম চিরতরে
ফের দেখা চাইনা কোনো কারণে,
ডুবিলো তরী আমার ভিজিলো আঁখি
কষ্ট হবে সাথী আমার যতদিন বাকি।

আমার ভাঙ্গা ঘরে বসত করে
করবি কি আর বল?
চিলেকোঠার ঘর বেঁধেছে
তোর নতুন জন।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

আজ কেন মন উদাসী হয়ে