ভালো আছি, ভালো থেকো

ভালো আছি,ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটারে।
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।


পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ ।
তেমনি তোমার নিবিঢ় চলা
ভিতরের এই বন্দরে
আমার ভিতরে বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।।ঐ


ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ীর আবডালে ফসলের ধুম ।
তেমনি তোমার নিবিঢ় ছোঁয়া
গভীরের এই বন্দরে
আমার ভিতরে বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।।ঐ


ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো ।।
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতরে বাহিরে
অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।


♪__
শিরোনাম: ভালো আছি ভালো থেকো
গীতিকার/কথা: রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবি: তোমাকে চাই
কণ্ঠ/শিল্পী: এন্ড্রু কিশোর, কনকচাঁপা
ধরণ: আধুনি/ছায়াছবি
Title: Valo Achhi Valo Theko
Lyricist: Rudra Muhammad Shohidullah
Tuner: Ahmed Imtiaj Bulbul
Film: Tomake Chai
Voice/Singer: Andraw Kishor
Type: Modern /Filmy

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে