আলাদিন

কতবার গেলে কাছে পাবো তোমাকে
ধীরে ধীরে ধারে – কাছে পাবো তোমাকে

কতবার গেলে কাছে পাবো তোমাকে
ধীরে ধীরে ধারে – কাছে পাবো তোমাকে

এক পা, দু পা তাল মেলাতে
ভয় টা কেন পাও
জানতে গেলে যাও পালিয়ে
বল না কি চাও

এক পা, দু পা তাল মেলাতে
ভয় টা কেন পাও
জানতে গেলে যাও পালিয়ে
বল না কি চাও

আছো কি দেখা দে আয়না সারাদিন
নিজেকে বানাতে আমার আলাদিন

আছো কি দেখা দে আয়না সারাদিন
নিজেকে বানাতে আমার আলাদিন

হয়েছে অভিমানী
কেন আমি জানি
পরে গেছি তবু তুমি যন্ত্রনায়
চুরি করে আমি ফেলতে চায় তোমায়

আমার এ বেঁচে থাকা
তোমারি নামে লেখা
বুঝে নিলে তুমি বড্ড ভালো হয়
এসে যাবে এক গোলাপি সময়

এক পা, দু পা তাল মেলাতে
ভয় টা কেন পাও
জানতে গেলে যাও পালিয়ে
বল না কি চাও

আছো কি দেখা দে আয়না সারাদিন
নিজেকে বানাতে আমার আলাদিন

আছো কি দেখা দে আয়না সারাদিন
নিজেকে বানাতে আমার আলাদিন

দেখেও দেখা নেই তো
ঘরেছে অপেক্ষা তো
আগে – পিছে আশেপাশে রোজ তোমায়
বারে – বারে দিয়ে গেছি খোঁজ তোমায়

মুখে বল না কিছু
চোখেরা নেবে পিছু
সারাদিন আমি দৌড়ে ফেলতে চায়
তুমি তুমি করে দৌড়ে মরতে চাই

এক পা, দু পা তাল মেলাতে
ভয় টা কেন পাও
জানতে গেলে যাও পালিয়ে
বল না কি চাও

আছো কি দেখা দে আয়না সারাদিন
নিজেকে বানাতে আমার আলাদিন

আছো কি দেখা দে আয়না সারাদিন
নিজেকে বানাতে আমার আলাদিন

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে