ও দাদা পায়ে পরিরে মেলা থেকে বউ এনে দে
একা দিন যে কাটে মনের মানুষ নাই বলো,
কোথায় গেলে তারে আমি পাই,
এত সাধের জীবন আমার যাবে কি বৃথায় বলো কোথায় গেলে তারে আমি পাই,
আরে মনের মানুষ নাই,এই অন্তর পুড়ে ছাই
ভালোবেসে এই আমারে আদর দেবে কে….
ও দাদা পায়ে পরিরে মেলা থেকে বউ এনে দে।।
হলো না হলো না কারো সাথে মিল,প্রেমেতে জরাইয়া দিল না তো দিল।।
আরে মনের মানুষ নাই,এই অন্তর পুড়ে ছাই,
ভালোবেসে এই আমারে আদর দেবে কে….
ও দাদা পায়ে পরিরে মেলা থেকে বউ এনে দে।।
লাগেরে লাগে কলিজাতে টান,
রংয়ের দুনিয়ায় আমি পেরেশান।।
আরে মনের মানুষ নাই,
এই অন্তর পুড়ে ছাই
ভালোবেসে এই আমারে আদর দেবে কে….
ও দাদা পায়ে পরিরে মেলা থেকে বউ এনে দে।।
একা দিন যে কাটে মনের মানুষ নাই বলো
কোথায় গেলে তারে আমি পাই,
এত সাধের জীবন আমার যাবে কি বৃথায় বলো কোথায় গেলে তারে আমি পাই,
আরে মনের মানুষ নাই,
এই অন্তর পুড়ে ছাই
ভালোবেসে এই আমারে আদর দেবে কে…
ও দাদা পায়ে পরিরে মেলা থেকে বউ এনে দে।।
Comments
Post a Comment