Hariye Jao Song by Arbovirus lyrics
অনেকটা পথ হেঁটেছি একসাথেকতগুলো ভোর দেখেছি পাশাপাশিতারপর সবকিছু ফেলে দূরে সরে গিয়েছিএকটু একটু করে
হারিয়ে যাও তুমিদূরে, আরও দূরে
তারপর চিরচেনা নিজেদেরচিনতে পারি না কোনোভাবেইআমরা ভাবি, ‘সব আসবে ফিরে’‘পুরনো অনুভূতি, পুরনো মানুষে’
হারিয়ে যাও তুমিদূরে, আরও দূরেহারিয়ে যাও তুমিদূরে, আরও দূরে
হয়তো কারোও দোষ নেইহয়তো কিছু করার নেইঅবসাদ জয় করেছে ভালোবাসা
হারিয়ে যাও তুমিদূরে, আরও দূরেহারিয়ে যাও তুমিদূরে, আরও দূরে
হারিয়ে যাও, হারিয়ে যাও, হারিয়ে যাও তুমিহারিয়ে যাও, হারিয়ে যাও, হারিয়ে যাও তুমিহারিয়ে যাও, হারিয়ে যাও, হারিয়ে যাও তুমিহারিয়ে যাও, হারিয়ে যাও, হারিয়ে যাও তুমি
Comments
Post a Comment