Posts

Showing posts from June, 2023

কোরবানি কোরবানি লিরিক্স

আল্লাহ তুমি করো একটু মেহেরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কোরবানি কবুল করো আমার কোরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কোরবানি তোমার ছায়াতে, তোমার দয়াতে তোমার ছায়াতে, তোমার দয়াতে দুর হয়ে যাক, সব পেরেসানি কবুল করো আমার কোরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কোরবানি কোরবানি, কোরবানি, কোরবানি কবুল করো আমার কোরবানি বান্দা আমি তোমার, তুমি আমারও আমার যা কিছু খোদা তোমারি ত সব বান্দা আমি তোমার, তুমি আমারও আমার যা কিছু খোদা তোমারি ত সব তোমার ছায়াতে, তোমার দয়াতে তোমার ছায়াতে, তোমার দয়াতে শেষ হয়ে যাক, সব বেইমানি কবুল করো আমার কোরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কোরবানি মানবো হুকুম তোমার, করেছি নিয়ত তৌফিক দাও খোদা, দাও বরকত মানবো হুকুম তোমার, করেছি নিয়ত তৌফিক দাও খোদা, দাও বরকত তোমার ছায়াতে, তোমার দয়াতে তোমার ছায়াতে, তোমার দয়াতে শেষ হয়ে যাক, সব বেইমানি কবুল করো আমার কোরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কোরবানি কবুল করো আমার কোরবানি কোরবানি, কোরবানি, কোরবানি কবুল করো আমার কোরবানি কোরবানি, কোরবানি, কোরবানি কবুল করো আমার ক

Warfaze - Purnota lyrics

Image
সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে এই শহরে ইটের পাহাড়ে ছিলো না কেউ যে দেওয়ার প্রেরণাযন্ত্রে বাঁধা মন ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ ম্রিয়মান দুঃখের ছায়ায় যন্ত্রে বাঁধা মন ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ ম্রিয়মান দুঃখের ছায়ায়আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আজকে শুনি আনন্দধ্বনি পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায় শূন্য আশার জীবন্ত ভাষায় অদূরে দেখেছি প্রানের মোহনা যন্ত্রে বাঁধা মন ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ ম্রিয়মান দুঃখের ছায়ায় আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে

Hariye Jao Song by Arbovirus lyrics

অনেকটা পথ হেঁটেছি একসাথে কতগুলো ভোর দেখেছি পাশাপাশি তারপর সবকিছু ফেলে দূরে সরে গিয়েছি একটু একটু করে হারিয়ে যাও তুমি দূরে, আরও দূরে তারপর চিরচেনা নিজেদের চিনতে পারি না কোনোভাবেই আমরা ভাবি, ‘সব আসবে ফিরে’ ‘পুরনো অনুভূতি, পুরনো মানুষে’ হারিয়ে যাও তুমি দূরে, আরও দূরে হারিয়ে যাও তুমি দূরে, আরও দূরে হয়তো কারোও দোষ নেই হয়তো কিছু করার নেই অবসাদ জয় করেছে ভালোবাসা হারিয়ে যাও তুমি দূরে, আরও দূরে হারিয়ে যাও তুমি দূরে, আরও দূরে হারিয়ে যাও, হারিয়ে যাও, হারিয়ে যাও তুমি হারিয়ে যাও, হারিয়ে যাও, হারিয়ে যাও তুমি হারিয়ে যাও, হারিয়ে যাও, হারিয়ে যাও তুমি হারিয়ে যাও, হারিয়ে যাও, হারিয়ে যাও তুমি

Rupkotha By Warfaze (lyric) রূপকথা

শক্তি দাও বিধাতা, অনন্ত কাল ধরে জ্বলছে হৃদয় হয়তো কেউ বোঝে না কত সত্য এ প্রণয় এসেছিলে বাঁচাতে আমায়, গড়ে দিলে নতুন আশায় রূপকথার মতো ভালোবাসা কত যে সুন্দর, বুঝে তোমারই কাছ থেকে স্বর্গেরই প্রতিরূপ বলেছিলে খুঁজো না আমায় আমি যদি কভু হারিয়ে যাই, যেতে দিও আমায় এলো সেদিন, তুমি হারিয়ে গেলে মনে এলো, বলেছিলে তুমি হারিয়ে যাবে যে শক্তি দাও বিধাতা, অনন্ত কাল ধরে জ্বলছে হৃদয় কষ্ট আর বুঝি না, স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে ব্যর্থ আমি হবো না, তুমি যে আমার সত্তাসঙ্গিনী শান্তিগুলো সব আমার, তোমার হৃদয় মাঝে মোরা কেঁদেছি একই দুঃখে, হেসেছি একই সুখে কখনো ভাবিনি তুমি চলে যাবে এভাবে রেখে আমায় একাকী আজও খুঁজে ফিরি নগরে-পল্লীতে খুঁজে তোমায় পেতেই হবে অস্তিত্ব তুমি আমার যদি কেউ শোনো এ গান আমার যদি কেউ খুঁজে পাও ওকে, শুনিও এই গান আমি খুঁজেছি তোমায় আজও পাহাড়ের চূড়াতে সাগরের নীল অতলে, তবু কেন তোমায় খুঁজে পাই না পাই না রূপকথার সব সমাপ্তি হয় হয় না তো সুখের বাসরে Title : Rupkotha (রূপকথা) Artist : Warfaze Album : Shotto

Ami To Vala Na Lyrics (আমি তো ভালা না) Kamruzzaman Rabbi

অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো, অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো, মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালবাসা তোমারে না পাইলে এই জীবন বৃথা, বন্ধু এই জীবন বৃথা তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালবাসা তোমারে না পাইলে এই জীবন বৃথা, দয়াল এই জীবন বৃথা। অন্তরে না রাখলেও, অন্তরে না রাখলেও মুখে মুখে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। পথে আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেনো এতো ব্যাথা দিলে, বন্ধু এতো ব্যাথা দিলে পথে আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেনো এতো ব্যাথা দিলে, দয়াল এতো ব্যাথা দিলে। জিন্দা থাকতে না ডাকিলে ও জিন্দা থাকতে না ডাকিলে ও মইরা গেলে ডাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। মাহবুব ভেবে বলে মায়ের কোলেই ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, দয়াল সংসারেতে জ্বালা মাহবুব ভেবে বলে মায়ের কোলেই ভালা মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, বন্ধু সংসারেতে জ্বালা। দুনিয়ার সবাই ভালা দুনিয়ার সবাই ভালা তাগোই বুকে

Kahani Suno 2.0

Image
Kahani Suno Haan Zubaani Suno Mujhe Pyar Hua Tha Ikraar Hua Tha Kahani Suno Haan Zubaani Suno Mujhe Pyar Hua Tha Ikraar Hua Tha Mujhe Pyar Hua Tha Ikraar Hua Tha Deewaana Hua Mastana Hua Teri Chahat Mein Kitna Fasana Hua Tere Aane Ki Khushbu Tere Jaane Ka Manzar Tujhe Milna Padega Ab Zamana Hua Sadayein Suno Haan Jafayein Suno Mujhe Pyar Hua Tha Ikraar Hua Tha Mujhe Pyar Hua Tha Ikraar Hua Tha Hai Tamanna Humein Tumhein Dulhan Banaye Tere Hathon Pe Mehndi Apne Naam Ki Sajayein Tere Lele Balayein Tere Sadke Utaarein Hai Tamanna Humein Tumhein Apna Banaye Nahi Mushkil Wafa Zara Dekho Yahan Tere Aankhon Mein Basta Hai Mera Jahan Kabhi Sun Toh Zara Jo Main Keh Na Saka Meri Duniya Tum Hi Ho Tum Hi Aasara Duyaein Suno Sajayein Suno Mujhe Pyar Hua Tha Ikraar Hua Tha Kahani Suno Haan Zubaani Suno Mujhe Pyar Hua Tha Ikraar Hua Tha Mujhe Pyar Hua Tha Pyar Hua Tha Pyar Hua Tha Pyar Hua Tha Pyar Hua Tha Hmm

দেওরা লিরিক্স

Image
এতো সুরে রঙিন, সোনার তরী কোথায় গেলে পাবে? যত বারেই ফিরি ঘরে, তবু ভরে না মন তাতে, তাতে… হতে লাগে রে হাতে আরে, হাতে লাগে ব্যাথা রে হাত ছাইড়া দাও সোনার দেওরা রে আরে, হাতে লাগে ব্যাথা রে হাত ছাইড়া দাও সোনার দেওরা রে হায়রে আমরার বাড়ি আইসো দেওরা বসতে দেবো পিড়া হায় হায় বসতে দিবো পিড়া আরে জলপান করিতে দেবো শালিক ধানের চিড়া রে আরে, হাতে লাগে ব্যাথা রে হাত ছাইড়া দাও সোনার দেওরা রে আরে, হাতে লাগে ব্যাথা রে হাত ছাইড়া দাও সোনার দেওরা রে ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি দুই হাতেতে পরিয়াছে রেশমি কাচের চুড়ি খোঁপাতে বাবলা গাছের ফুল কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল আরে, আইজকা মোরা বাইচাল পারছি মনেরই মতন হায় হায় মনেরই মতন দেখো বাইচ খেলিয়া এবার কিন্তু জীবন করবো সার্থক রে হাত ছাইড়া দাও সোনার দেওরা রে হায়রে, আগা লায়ে বৈঠার সাথে মারবে তোমারা টান আর, ঝড় তুফান আসিলে কিন্তু নৌকা যাবে চলি রে হাত ছাইড়া দাও সোনার দেওরা রে আরে, হতে লাগে রে হাতে হাতে লাগে ব্যাথা রে হাত ছাইড়া দাও সোনার দেওরা রে এতো সুরে রঙিন, সোনার তরী কোথায় গেলে পাবে? যত বারেই ফিরি ঘরে, তবু ভরে না মন তাতে হাত ছাইড়া দাও সোন

Beni Khule Lyrics (বেনি খুলে) | Muza | Habib Wahid

Image
যখন মাথায় ওড়না দাও লাগে ফুরা খইনা Baby, Be My বউ সরম তুমি ফাইয়ো না গো তুমি সাই-লে we can keep it on the low বেবি তোমার লাগি কি টা না ফারি বেবি তোমার লাগি কি টা না খোরি You Just Say It and It Happens No Baby No Man’s Ain’t Cappin Fly Emirates, We Be Mappin Halal Money, No Man’s Ain’t Trappin ওই বেণী খুলে, এলো চুলে আসো যখন দেখি এই পরান জুড়ে ডাইকা চলে বাক-বাকুম পাখি.(X2) কাটে না, দিন কাটে না স্বপ্নে রাত, জাগি ঘুম আসে না লাগে লাগে, লা লা লা লা লাগে আদর আগলে রাখি কো কো কো কো কলিজার ভেতর You Just Say It and It Happens No Baby No Man’s Ain’t Cappin Fly Emirates, We Be Mappin Halal Money, No Man’s Ain’t Trappin ওই বেণী খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরান জুড়ে ডাইকা চলে বাক-বাকুম পাখি.(X2) ওই বেণী খুলে এই পরান জুড়ে ওই বেণী খুলে এই পরান জুড়ে.(X2) Beni Khule Lyrics in English:- Jokhon Mathay Orana Dao Laage Fura Khoina Baby, Be My Bou Shorom Tumi Faiyo Na Go Tumi Sai Ley, We Can Keep It on The Low Baby Tomar Laagi Ki Ta Na Fari Baby Tomar Laagi Ki Ta Na Khori You Just Say It and It Happens No Baby

Xefer x Muza - Jhumka Song Lyrics

Image
যতই তুমি বাহানা করো না কেন চুপি চুপি চোখের ইশারাতে খেলো দেখো কী নিরবে? এভাবে কি জমে? দোতারার তারে-তারে বাজতে থাকে মনটা রে সুরটা চেনা লাগে হাইরে, আমি আছি এখানে না জানি কী নসিবে রাত শেষে কী হবে? ঝুমুর, ঝুমুর ঝুমকা ঝুলোয় কানে হায় তোমার ঐ ইশারায় ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায় ঝুমকা ঝুলোয় কানে হায় তোমার ঐ ইশারায় ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায় ঝুমকা ঝুলোয় কানে হায় তোমার ঐ ইশারায় ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায় ঝুমকা ঝুলোয় কানে হায় তোমার ঐ ইশারায় ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায় আসো মনু, আইসা পরো আমার মনের ঠিকানায় দেইখা বড় ভালোই লাগে তবু মুখটা খুলে না ক্যামনে কইরা বুঝলা তুমি গাড়ি হাওয়ায় চলে না? একটু শুধু চাইয়া দেখ দিয়া দিমু জীবনটা Oh-oh-oh-oh I can’t get you out my mind Oh-oh-oh-oh Neither got a way to lie No, no, no, no Baby, I don’t waste no time Tell me, how you feel inside? I’m just tryna make you mine দোতারার তারে-তারে বাজতে থাকে মনটা রে সুরটা চেনা লাগে হাইরে, আমি আছি এখানে না জানি কী নসীবে রাত শেষে কী হবে? ঝুমুর, ঝুমুর ঝুমকা ঝুলোয় কানে হায় তোমার ঐ ইশারায় ঘোমটা হাওয়ায় উড়ে যায়, যায় ঝুমকা ঝুলোয় কানে হায় তোমার ঐ

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়, আছো সারোয়ার্দী, শেরেবাংলা ভাসানীর শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলেহারা মা, জাহানারা ইমামের একাক্তরের দিনগুলি, তুমি জসিম উদ্দীনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি। তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারে প্রভাতফেরীর, ভাই হারা একুশের গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা, উন্নত মম শির তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্নানদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শাণিত ছুরির ধার। তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রংতুলির আঁচড় শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মা গো,

এপিটাফ

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে হাঁটছি আমি মেঠো পথে, মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি বহুদিন তোমায় দেখি না যে। তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথায় হারায় পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়। তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল আমি তো বসেছিলাম নিয়ে শুধু গানের সুর, তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…….বহুদূর। সাদা কালো এ জীবনের মাঝে রঙ্গিন ছিলে তুমি শুধু, তোমায় নিয়ে লেখা কত কবিতায় দিয়েছিলাম কত সুর। আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত ভোরের আলো ফুটবে কখন, ভেবেছি কত রাত। তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল আমি তো বসেছিলাম নিয়ে শুধু গানের সুর, তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর……..বহুদূর। যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে দেখি নাই তুমি যে পাশে, ভেবেছিলাম তুমি থাকবে দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুল হাতে। তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে, এপিটাফ এর লেখা গুলো পড়ি ঝাপসা চোখে। আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল তুমি তো গেয়েছিলে সেই নতুন গান এর সুর, আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল তবে কেন গেলাম আমি চলে তোমায় ফেলে বহুদূর। ………….বহুদূর …………বহুদূর ………..বহুদূর।   শির