Ador By Tahsan

তোমার শেখানো আদর আজও ছায়াতে মিশে আছে
আছো ভুলে সেই আদর তুমি ধুলো জমা স্মৃতীর কাব্যে
তোমার শেখানো আদর আজও ছায়াতে মিশে
আছো ভুলে সেই আদর তুমি, আমি নেই পাশে

কিছু খামখেয়ালী প্রেম কিছু রূপকথার ভাষা আজও আমার স্মৃতিতে
কিছু মিথ্যে সংগ্রাম নিয়ে অবোধ শরীরে
বেঁচে আছি সেই আদরে

কিছু হাসি ঠাট্টার বেলা, কিছু সারারাত কথা বলা আজও আমার স্মৃতীতে
কিছু দেয়ালে দেয়ালে প্রেম, কোটি লোমকুপের গহীনে
বেঁচে আছি সেই আদরে
বিষন্নতার আড়ালে আছে, জমে থাকা প্রেম।

গুটি গুটি পায়ে প্রেম শেখা
তোমার ঐ স্পর্শ ছিলো আদর মাখা
একা প্রহরে এযে নতুন সুর ধরে, বেঁচে আছি আমায় নিয়ে
আজ ভাববোনা তোমায়, আর গড়বোনা স্বপ্ন, থাকব বেঁচে সেই আদরে।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে