চিত্কার কর মেয়ে, দেখি যতদুর গলা যায়
চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় !
আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়I
চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় !
আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় II
জন্মের আগে মৃত্যু দিয়েছে, জন্মের পরে ভয়
সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়
যদি ভুলচুক হয়, কোনোভাবে অসাবধানের বসে
দুই বছরেই ধর্ষিতা তুই! তোরই কিন্তু দোষে।
আরও খানিকটা বড় হলে ওরা ন্যাংটো করবে তোকে
‘হোরডিং’ জুড়ে তোর খোলা পেট সাপটে গিলবে লোকে
বিক্কিরি হবে আর আছে তোর যাকিছু ব্যাক্তিগত
আমরা শুধুই খানিক লোলুপ খানিকটা বিব্রত I
চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় !
আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়
চিৎকার কর মেয়ে দেখি কতদূর গলা যায়
আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় II
সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে,
না হলেও খুব চুপি চুপি মাখ পাছে দেখে ফেলে লোকে
এরপরও খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে
প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে।
চিৎকার কর মেয়ে, দেখি কত দূর গলা যায়
আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়…
চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায়
আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়II
Comments
Post a Comment