শিকল ভাঙার মন্ত্র

এসো হে বন্ধু গানে গানে বলা যাক না
ছড়িয়ে দেব সে শিকল ভাঙার মন্ত্র
আমার চেতনা এখনও ভোলেনা বলতে
রাষ্ট্র? সেতো এখনও শোষণ যন্ত্র।

আমার দেশেও সক্কলে খেতে পায় কি?
বন্ধু এদেশ তোমারো তুমি কি ভাবছ?
সময় চলছে সামনের দিকে, চলবেই
জানালার কাছে বৃথাই করছ মাপযোগ।
এখনও অনেক পথ হাঁটা বাকি হয়তো
এখানেই সব শেষ নয় জেনো বন্ধু
আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন
রাত্রির পথ হোকনা যত বন্ধুর।

“দিগন্তে কারা আমাদের সাড়া পেয়ে
সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন
তুমি আলো আমি আঁধারের আল বেয়ে
আনতে চলেছি লাল টুকটুকে দিন।”

আমাদের গান ব্যারিকেড ভাঙা উদ্বেল
শত সহস্র ভাঙাচোরা মুখে ফিরবে।
পূব দিগন্ত লাল হয়ে গেলে ওই সেই
সোনালী ডানার চিল বন্দরে ভিড়বে।
সবার জন্য এই পৃথিবীর গান গাই,
শোণিত কনায় শিকল ভাঙার মন্ত্র।
ঝড় তুলে দিন বদল হবেই বন্ধু,
আসবে তোমার আমার সমাজতন্ত্র।
এখনও অনেক পথ হাঁটা বাকি হয়তো
এখানেই সব শেষ নয় জেনো বন্ধু
আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন
রাত্রির পথ হোকনা যত বন্ধুর।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

আজ কেন মন উদাসী হয়ে