Posts

Showing posts from September, 2020

শিকল ভাঙার মন্ত্র

Image
এসো হে বন্ধু গানে গানে বলা যাক না ছড়িয়ে দেব সে শিকল ভাঙার মন্ত্র আমার চেতনা এখনও ভোলেনা বলতে রাষ্ট্র? সেতো এখনও শোষণ যন্ত্র। আমার দেশেও সক্কলে খেতে পায় কি? বন্ধু এদেশ তোমারো তুমি কি ভাবছ? সময় চলছে সামনের দিকে, চলবেই জানালার কাছে বৃথাই করছ মাপযোগ। এখনও অনেক পথ হাঁটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় জেনো বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোকনা যত বন্ধুর। “দিগন্তে কারা আমাদের সাড়া পেয়ে সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন তুমি আলো আমি আঁধারের আল বেয়ে আনতে চলেছি লাল টুকটুকে দিন।” আমাদের গান ব্যারিকেড ভাঙা উদ্বেল শত সহস্র ভাঙাচোরা মুখে ফিরবে। পূব দিগন্ত লাল হয়ে গেলে ওই সেই সোনালী ডানার চিল বন্দরে ভিড়বে। সবার জন্য এই পৃথিবীর গান গাই, শোণিত কনায় শিকল ভাঙার মন্ত্র। ঝড় তুলে দিন বদল হবেই বন্ধু, আসবে তোমার আমার সমাজতন্ত্র। এখনও অনেক পথ হাঁটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় জেনো বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোকনা যত বন্ধুর।

শিকল ভাঙার মন্ত্র

Image
এসো হে বন্ধু গানে গানে বলা যাক না ছড়িয়ে দেব সে শিকল ভাঙার মন্ত্র আমার চেতনা এখনও ভোলেনা বলতে রাষ্ট্র? সেতো এখনও শোষণ যন্ত্র। আমার দেশেও সক্কলে খেতে পায় কি? বন্ধু এদেশ তোমারো তুমি কি ভাবছ? সময় চলছে সামনের দিকে, চলবেই জানালার কাছে বৃথাই করছ মাপযোগ। এখনও অনেক পথ হাঁটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় জেনো বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোকনা যত বন্ধুর। “দিগন্তে কারা আমাদের সাড়া পেয়ে সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন তুমি আলো আমি আঁধারের আল বেয়ে আনতে চলেছি লাল টুকটুকে দিন।” আমাদের গান ব্যারিকেড ভাঙা উদ্বেল শত সহস্র ভাঙাচোরা মুখে ফিরবে। পূব দিগন্ত লাল হয়ে গেলে ওই সেই সোনালী ডানার চিল বন্দরে ভিড়বে। সবার জন্য এই পৃথিবীর গান গাই, শোণিত কনায় শিকল ভাঙার মন্ত্র। ঝড় তুলে দিন বদল হবেই বন্ধু, আসবে তোমার আমার সমাজতন্ত্র। এখনও অনেক পথ হাঁটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় জেনো বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোকনা যত বন্ধুর।

শিকল ভাঙার মন্ত্র

Image
এসো হে বন্ধু গানে গানে বলা যাক না ছড়িয়ে দেব সে শিকল ভাঙার মন্ত্র আমার চেতনা এখনও ভোলেনা বলতে রাষ্ট্র? সেতো এখনও শোষণ যন্ত্র। আমার দেশেও সক্কলে খেতে পায় কি? বন্ধু এদেশ তোমারো তুমি কি ভাবছ? সময় চলছে সামনের দিকে, চলবেই জানালার কাছে বৃথাই করছ মাপযোগ। এখনও অনেক পথ হাঁটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় জেনো বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোকনা যত বন্ধুর। “দিগন্তে কারা আমাদের সাড়া পেয়ে সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন তুমি আলো আমি আঁধারের আল বেয়ে আনতে চলেছি লাল টুকটুকে দিন।” আমাদের গান ব্যারিকেড ভাঙা উদ্বেল শত সহস্র ভাঙাচোরা মুখে ফিরবে। পূব দিগন্ত লাল হয়ে গেলে ওই সেই সোনালী ডানার চিল বন্দরে ভিড়বে। সবার জন্য এই পৃথিবীর গান গাই, শোণিত কনায় শিকল ভাঙার মন্ত্র। ঝড় তুলে দিন বদল হবেই বন্ধু, আসবে তোমার আমার সমাজতন্ত্র। এখনও অনেক পথ হাঁটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় জেনো বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোকনা যত বন্ধুর।

চিত্কার কর মেয়ে, দেখি যতদুর গলা যায়

Image
চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় ! আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়I চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় ! আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় II জন্মের আগে মৃত্যু দিয়েছে, জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয় যদি ভুলচুক হয়, কোনোভাবে অসাবধানের বসে দুই বছরেই ধর্ষিতা তুই! তোরই কিন্তু দোষে। আরও খানিকটা বড় হলে ওরা ন্যাংটো করবে তোকে ‘হোরডিং’ জুড়ে তোর খোলা পেট সাপটে গিলবে লোকে বিক্কিরি হবে আর আছে তোর যাকিছু ব্যাক্তিগত আমরা শুধুই খানিক লোলুপ খানিকটা বিব্রত I চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় ! আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার কর মেয়ে দেখি কতদূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় II সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাখ পাছে দেখে ফেলে লোকে এরপরও খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে। চিৎকার কর মেয়ে, দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়… চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায

চিত্কার কর মেয়ে, দেখি যতদুর গলা যায়

Image
চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় ! আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়I চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় ! আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় II জন্মের আগে মৃত্যু দিয়েছে, জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয় যদি ভুলচুক হয়, কোনোভাবে অসাবধানের বসে দুই বছরেই ধর্ষিতা তুই! তোরই কিন্তু দোষে। আরও খানিকটা বড় হলে ওরা ন্যাংটো করবে তোকে ‘হোরডিং’ জুড়ে তোর খোলা পেট সাপটে গিলবে লোকে বিক্কিরি হবে আর আছে তোর যাকিছু ব্যাক্তিগত আমরা শুধুই খানিক লোলুপ খানিকটা বিব্রত I চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় ! আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার কর মেয়ে দেখি কতদূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় II সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাখ পাছে দেখে ফেলে লোকে এরপরও খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে। চিৎকার কর মেয়ে, দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়… চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায

চিত্কার কর মেয়ে, দেখি যতদুর গলা যায়

Image
চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় ! আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়I চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় ! আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় II জন্মের আগে মৃত্যু দিয়েছে, জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয় যদি ভুলচুক হয়, কোনোভাবে অসাবধানের বসে দুই বছরেই ধর্ষিতা তুই! তোরই কিন্তু দোষে। আরও খানিকটা বড় হলে ওরা ন্যাংটো করবে তোকে ‘হোরডিং’ জুড়ে তোর খোলা পেট সাপটে গিলবে লোকে বিক্কিরি হবে আর আছে তোর যাকিছু ব্যাক্তিগত আমরা শুধুই খানিক লোলুপ খানিকটা বিব্রত I চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় ! আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার কর মেয়ে দেখি কতদূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় II সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাখ পাছে দেখে ফেলে লোকে এরপরও খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে। চিৎকার কর মেয়ে, দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়… চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায

বাবু খাইছো লিরিক্স

Image
কি বাবুরা হেলমেট টেলমেট পইরা রেডিতো নাকি ? তবে হয়ে যাক ! আজকাল ভালোবাসা একটু স্ট্রেন্জ হুটহাট বাবু আর হুটহাট চেন্জ, কে জেন কার সাথে বোঝা বড় দায় এই মিংগেল আর সিংগেল হায়, প্রেমে পড়ে মাখামাখি চলে রাতদিন চেরাগেতে ঘশাঘশি তুমি আলাদিন, ভালোবেসে শুধু নাকি ফাস্ট ফুড চাই আমি সালা বুঝি না কি এত খাই, মন করে আনাগোনা আমি জান তুমি শোনা কিছু মিছু জান টান খাইছেন টাইছেন বাড়ি যান, কানে মুখে কানাকানি চালু তুমি আমি জানি টপর টপর টপর টপর ক্রাশ খাচ্ছো লকর ঝকর, প্রানটাকে মাখামাখি জানতুমি আমার পাখি পাখি পাখি পকপক প্রফাইল টা লক লক, ভালোটালো যতোভালো ভালোবাসা মহাকালো সারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান আর বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো আহা আসক করোনা আসক করোনা, বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো আহা আসক করোনা আসক করোনা, কি কথা সত্যি নাকি মিথ্যা বলছিস সেই ভাই সেই সেই, মুরগিটাকে ইদানিং খুব ভঙ্গাচ্ছি হেই তুমি অন্য মেয়ের দিকে তাকাইলা কেন যাহ এবার শপিং টপিং ট্রিট চাই ট্রিট দাও এক্সট্রা টপিং, মনে মনে রঙ্গ টন লাভ ইজ পিউর আসলে যে কি চলে নো বডি সো, মন

বাবু খাইছো লিরিক্স

Image
কি বাবুরা হেলমেট টেলমেট পইরা রেডিতো নাকি ? তবে হয়ে যাক ! আজকাল ভালোবাসা একটু স্ট্রেন্জ হুটহাট বাবু আর হুটহাট চেন্জ, কে জেন কার সাথে বোঝা বড় দায় এই মিংগেল আর সিংগেল হায়, প্রেমে পড়ে মাখামাখি চলে রাতদিন চেরাগেতে ঘশাঘশি তুমি আলাদিন, ভালোবেসে শুধু নাকি ফাস্ট ফুড চাই আমি সালা বুঝি না কি এত খাই, মন করে আনাগোনা আমি জান তুমি শোনা কিছু মিছু জান টান খাইছেন টাইছেন বাড়ি যান, কানে মুখে কানাকানি চালু তুমি আমি জানি টপর টপর টপর টপর ক্রাশ খাচ্ছো লকর ঝকর, প্রানটাকে মাখামাখি জানতুমি আমার পাখি পাখি পাখি পকপক প্রফাইল টা লক লক, ভালোটালো যতোভালো ভালোবাসা মহাকালো সারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান আর বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো আহা আসক করোনা আসক করোনা, বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো আহা আসক করোনা আসক করোনা, কি কথা সত্যি নাকি মিথ্যা বলছিস সেই ভাই সেই সেই, মুরগিটাকে ইদানিং খুব ভঙ্গাচ্ছি হেই তুমি অন্য মেয়ের দিকে তাকাইলা কেন যাহ এবার শপিং টপিং ট্রিট চাই ট্রিট দাও এক্সট্রা টপিং, মনে মনে রঙ্গ টন লাভ ইজ পিউর আসলে যে কি চলে নো বডি সো, মন

বাবু খাইছো লিরিক্স

Image
কি বাবুরা হেলমেট টেলমেট পইরা রেডিতো নাকি ? তবে হয়ে যাক ! আজকাল ভালোবাসা একটু স্ট্রেন্জ হুটহাট বাবু আর হুটহাট চেন্জ, কে জেন কার সাথে বোঝা বড় দায় এই মিংগেল আর সিংগেল হায়, প্রেমে পড়ে মাখামাখি চলে রাতদিন চেরাগেতে ঘশাঘশি তুমি আলাদিন, ভালোবেসে শুধু নাকি ফাস্ট ফুড চাই আমি সালা বুঝি না কি এত খাই, মন করে আনাগোনা আমি জান তুমি শোনা কিছু মিছু জান টান খাইছেন টাইছেন বাড়ি যান, কানে মুখে কানাকানি চালু তুমি আমি জানি টপর টপর টপর টপর ক্রাশ খাচ্ছো লকর ঝকর, প্রানটাকে মাখামাখি জানতুমি আমার পাখি পাখি পাখি পকপক প্রফাইল টা লক লক, ভালোটালো যতোভালো ভালোবাসা মহাকালো সারাদিন ঘ্যান ঘ্যান প্যান প্যান আর বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো আহা আসক করোনা আসক করোনা, বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো আহা আসক করোনা আসক করোনা, কি কথা সত্যি নাকি মিথ্যা বলছিস সেই ভাই সেই সেই, মুরগিটাকে ইদানিং খুব ভঙ্গাচ্ছি হেই তুমি অন্য মেয়ের দিকে তাকাইলা কেন যাহ এবার শপিং টপিং ট্রিট চাই ট্রিট দাও এক্সট্রা টপিং, মনে মনে রঙ্গ টন লাভ ইজ পিউর আসলে যে কি চলে নো বডি সো, মন