ধরছি জীবন বাজি || Dhorchi Jibon Baji || Kamruzzaman Rabbi

আমি মরলে শহীদ বাঁচলে গাজী গো,
আমি তোমার প্রেমে মজনু সাজি গো
আছি প্রাণটা দিতে রাজি..
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি জীবন বাজি,
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি জীবন বাজি।

জীবন হইলো মাওলার হাওলা হাওয়া বাজির দান,
কেউ জানে কোন বাজিতে হয় রে অবসান,
মন রে হয় রে অবসান।

আমি ঘৃণা লজ্জা ত্যাগ করেছি গো,
আমি মরণ ভয় বিয়োগ করেছি গো
সানমান আমার ত্যাজি..
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি জীবন বাজি,
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি জীবন বাজি।

বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়াইতে মানা
জাইনা শুইনা হাত বাড়াইছি ফলা ফল অজানা,
মন রে ফলা ফল অজানা।
আমি হারতে হারতে জিতেআইসি গো,
আমি মরতে মরতে বাঁচতে চাইছি গো,
তোমার দুয়ারে আজি।
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি জীবন বাজি,
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি জীবন বাজি।

তোমায় পাবো শেষ দানেতে করবো বাজিমাত
নইলে আমি মরবো প্রাণে হইয়া কুপোকাত,
মন রে হইয়া কুপোকাত।
প্রেমে সৈয়দ দুলাল চায় যে মরতে গো,
শুধু তোমায় পাওয়ার একটি শর্তে গো
জীবনের শেষেই আর্জি..
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি জীবন বাজি,
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি জীবন বাজি।

আমি মরলে শহীদ বাঁচলে গাজী গো,
আমি তোমার প্রেমে মজনু সাজি গো
আছি প্রাণটা দিতে রাজি..
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি জীবন বাজি,
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি জীবন বাজি।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে