Posts

Showing posts from December, 2019

তিন পাগলে হলো মেলা

তিন পাগলে হলো মেলা নদে এসে তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।। একটা পাগলামি করে জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে ।। একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে ।। পাগলের নামটি এমন বলিতে অধীন লালন হয় তরাসে চৈতে নিতে অদ্বৈ পাগল নাম ধরে সে ।। তোরা কেউ যাসনে ও পাগলের কাছে…!!

তিন পাগলে হলো মেলা

তিন পাগলে হলো মেলা নদে এসে তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।। একটা পাগলামি করে জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে ।। একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ সে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে ।। পাগলের নামটি এমন বলিতে অধীন লালন হয় তরাসে চৈতে নিতে অদ্বৈ পাগল নাম ধরে সে ।। তোরা কেউ যাসনে ও পাগলের কাছে...!!

এক আকাশের তারা তুই একা গুনিস নে

Image
এক আকাশের তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মোরে এক আকাশের তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে পুরো জোছনা তুই একা পোহাস নে সঙ্গে নিস রে তুই মোরে পুরো জোছনা তুই একা পোহাস নে সঙ্গে নিস রে তুই মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে হৃদয় নায়ে চড়বি যখন বৈঠা দিসরে তুই মোরে ভাসবো না হয় দুজন মিলে স্বপ্ন লোক চল সুখের ঘোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে দু: খের বোঝা বইবি যখন স্মরণ করিস রে তুই মোরে আসবো ছুটে তোর কাছে যেখানে থাকি আমি… যত দূরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে এক আকাশের তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মোরে এক আকাশের তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে

এক আকাশের তারা তুই একা গুনিস নে

Image
এক আকাশের তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মোরে এক আকাশের তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে পুরো জোছনা তুই একা পোহাস নে সঙ্গে নিস রে তুই মোরে পুরো জোছনা তুই একা পোহাস নে সঙ্গে নিস রে তুই মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে হৃদয় নায়ে চড়বি যখন বৈঠা দিসরে তুই মোরে ভাসবো না হয় দুজন মিলে স্বপ্ন লোক চল সুখের ঘোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে দু: খের বোঝা বইবি যখন স্মরণ করিস রে তুই মোরে আসবো ছুটে তোর কাছে যেখানে থাকি আমি... যত দূরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে এক আকাশের তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মোরে এক আকাশের তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে– তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়, কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা, ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়– তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা, ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি– চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করবে খেলা এই আমি– আহা, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু- ডোরে, আসব যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে– তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়, কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা, ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়– তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা, ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি– চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করবে খেলা এই আমি– আহা, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু- ডোরে, আসব যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।

আজ কেন মন উদাসী হয়ে

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে অজরেই নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে।। কবিতার বই সবে খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে ।। মেঘেদের যুদ্ধ শুনেছি সিক্ত আকাশ কেদে চলেছে, থেমেছে হাসের জলকেলী পথিকের পায়ে হাটা থেমেছে, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে, শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে অজরেই নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে।। কবিতার বই সবে খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে ।। মেঘেদের যুদ্ধ শুনেছি সিক্ত আকাশ কেদে চলেছে, থেমেছে হাসের জলকেলী পথিকের পায়ে হাটা থেমেছে, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে, শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে

বাউলা কে বানাইলো রে

বাউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে? বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মাউলা বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মাউলা দেখিয়া তার রুপের ঝলক হাসন রাজা হইলো আউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে? বাউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে? হাসন রাজা হইসে পাগল প্রান বন্ধের কারনে হাসন রাজা হইসে পাগল প্রান বন্ধের কারনে বন্ধু বিনে হাসন রাজায় অন্য নাহি পানে বাউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে? বাউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে? হাসন রাজায় গাইসে গান হাতে তালি দিয়া হাসন রাজায় গাইসে গান হাতে তালি দিয়া সাক্ষাতে দাঁড়াইয়া শুনে হাসন রাজার পিয়া বাউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে? বাউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে?

বাউলা কে বানাইলো রে

বাউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে? বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মাউলা বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মাউলা দেখিয়া তার রুপের ঝলক হাসন রাজা হইলো আউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে? বাউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে? হাসন রাজা হইসে পাগল প্রান বন্ধের কারনে হাসন রাজা হইসে পাগল প্রান বন্ধের কারনে বন্ধু বিনে হাসন রাজায় অন্য নাহি পানে বাউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে? বাউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে? হাসন রাজায় গাইসে গান হাতে তালি দিয়া হাসন রাজায় গাইসে গান হাতে তালি দিয়া সাক্ষাতে দাঁড়াইয়া শুনে হাসন রাজার পিয়া বাউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে? বাউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে?

এই রুপালি গিটার ফেলে

এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহুদূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহুদূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে মনে রেখো তুমি কত রাত কত দিন শুনিয়েছি গান আমি, ক্লান্তিবিহীন অধরে তোমার ফোটাতে হাসি চলে গেছি শুধু সুর থেকে কত সুরে এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহুদূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে শুধু ভেবো তুমি অপরাধ ছিল কার কাটিয়েছি রাত তবু, নিদ্রাবিহীন বেদনা আমার হয়েছে সাথী চলে গেছি আমি কোনো স্মৃতি পুরে এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহুদূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহুদূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে

এই রুপালি গিটার ফেলে

এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহুদূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহুদূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে মনে রেখো তুমি কত রাত কত দিন শুনিয়েছি গান আমি, ক্লান্তিবিহীন অধরে তোমার ফোটাতে হাসি চলে গেছি শুধু সুর থেকে কত সুরে এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহুদূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে শুধু ভেবো তুমি অপরাধ ছিল কার কাটিয়েছি রাত তবু, নিদ্রাবিহীন বেদনা আমার হয়েছে সাথী চলে গেছি আমি কোনো স্মৃতি পুরে এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহুদূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহুদূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে

আমি তারায় তারায় রটিয়ে দেব

সুন্দরীতমা আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার নীলাকাশ রবে নিরুত্তর মানুষ আমি চেয়ে দেখ নীলাকাশ রবে নিরুত্তর যদি তুমি বল আমি একান্ত তোমার আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার ক্যামেলিয়া হাতে এই সন্ধায় ভালোবেসে যতখুশি বলতে পারো এই ফুল আমার ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল থাকবে নীরব আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার জোছনা লুটালেই তুমি অধিকার নিয়ে বলতে পারো এই জোছনা আমার এই চাঁদ খুজবে না উত্তর একবার যদি বল এই চাঁদ খুজবে না উত্তর একবার যদি বল আমাকে আমি থাকবো না নির্বাক আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার

আমি তারায় তারায় রটিয়ে দেব

সুন্দরীতমা আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার নীলাকাশ রবে নিরুত্তর মানুষ আমি চেয়ে দেখ নীলাকাশ রবে নিরুত্তর যদি তুমি বল আমি একান্ত তোমার আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার ক্যামেলিয়া হাতে এই সন্ধায় ভালোবেসে যতখুশি বলতে পারো এই ফুল আমার ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল থাকবে নীরব আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার জোছনা লুটালেই তুমি অধিকার নিয়ে বলতে পারো এই জোছনা আমার এই চাঁদ খুজবে না উত্তর একবার যদি বল এই চাঁদ খুজবে না উত্তর একবার যদি বল আমাকে আমি থাকবো না নির্বাক আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার

তোমায় হৃদ মাঝারে রাখবো

ওরে ছেড়ে দিলে সোনার গৌর ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর পাব না, আর পাব না। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না না না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না। ভূবনো মোহনো গোরা.. কোন মণিজনার মনোহরা (x2) মণিজনার মনোহরা। ওরে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা ধূলায় যাই ভাই গড়াগড়ি। যেতে চাইলে যেতে দেবো না, না না না। যেতে চাইলে দেবো না না না যেতে দেবো না। তোমায় হৃদয় মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না। যাবো ব্রজের কুলে কুলে.. যাবো ব্রজের কুলে কুলে আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি মাখবো পায়ে রাঙ্গাধুলি। ওরে পাগল মন… যাবো ব্রজের কুলে কুলে মাখবো পায়ে রাঙ্গাধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে, চলে গেলে যেতে দেবো না, না না, যেতে দেবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না। যে ডাকে চাঁদ গৌর বলে ওগো

তোমায় হৃদ মাঝারে রাখবো

ওরে ছেড়ে দিলে সোনার গৌর ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর পাব না, আর পাব না। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না না না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না। ভূবনো মোহনো গোরা.. কোন মণিজনার মনোহরা (x2) মণিজনার মনোহরা। ওরে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা ধূলায় যাই ভাই গড়াগড়ি। যেতে চাইলে যেতে দেবো না, না না না। যেতে চাইলে দেবো না না না যেতে দেবো না। তোমায় হৃদয় মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না। যাবো ব্রজের কুলে কুলে.. যাবো ব্রজের কুলে কুলে আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি মাখবো পায়ে রাঙ্গাধুলি। ওরে পাগল মন... যাবো ব্রজের কুলে কুলে মাখবো পায়ে রাঙ্গাধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে, চলে গেলে যেতে দেবো না, না না, যেতে দেবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমায় বক্ষ মাঝে রাখবো

সেই মেয়েটি

সেই মেয়েটি… আমাকে ভালবাসে কিনা আমি জানিনা । সেই মেয়েটি… আমাকে ভালবাসে কিনা আমি জানিনা । যার মেঘ কালো চুল ও ও হরিণীর চোখ ও ও কন্ঠটি গানের বিনাস। হো… হো… হো… সেই মেয়েটি… আমাকে ভালবাসে কিনা আমি জানি না । তার হাঁসি যেন শিশিরের কণা তার দৃষ্টি যেন মায়াবী ছলনা। তার হাঁসি যেন শিশিরের কণা তার দৃষ্টি যেন মায়াবী ছলনা। তাকে না দেখে ও মনে হয় সে আমার অনেক দিনের চেনা হো… হো… হো… সেই মেয়েটি… আমাকে ভালবাসে কিনা আমি জানিনা । তার চরণ যেন নুপুরের দোলা তার হৃদয় যেন বাতায়ন খোলা। তার চরণ যেন নুপুরের দোলা তার হৃদয় যেন বাতায়ন খোলা। তাকে না পেয়েও মনে হয় সে আমার ভালবাসা দিয়ে কেনা। হো… হো… হো… সেই মেয়েটি… আমাকে ভালবাসে কিনা আমি জানিনা । যার মেঘ কালো চুল ও ও হরিণীর চোখ ও ও কন্ঠটি গানের বিনাস হো… হো… হো…

সেই মেয়েটি

সেই মেয়েটি... আমাকে ভালবাসে কিনা আমি জানিনা । সেই মেয়েটি... আমাকে ভালবাসে কিনা আমি জানিনা । যার মেঘ কালো চুল ও ও হরিণীর চোখ ও ও কন্ঠটি গানের বিনাস। হো... হো... হো... সেই মেয়েটি... আমাকে ভালবাসে কিনা আমি জানি না । তার হাঁসি যেন শিশিরের কণা তার দৃষ্টি যেন মায়াবী ছলনা। তার হাঁসি যেন শিশিরের কণা তার দৃষ্টি যেন মায়াবী ছলনা। তাকে না দেখে ও মনে হয় সে আমার অনেক দিনের চেনা হো... হো... হো... সেই মেয়েটি... আমাকে ভালবাসে কিনা আমি জানিনা । তার চরণ যেন নুপুরের দোলা তার হৃদয় যেন বাতায়ন খোলা। তার চরণ যেন নুপুরের দোলা তার হৃদয় যেন বাতায়ন খোলা। তাকে না পেয়েও মনে হয় সে আমার ভালবাসা দিয়ে কেনা। হো... হো... হো... সেই মেয়েটি... আমাকে ভালবাসে কিনা আমি জানিনা । যার মেঘ কালো চুল ও ও হরিণীর চোখ ও ও কন্ঠটি গানের বিনাস হো... হো... হো...