জাও পাখি বল তারে

সোনারও পালঙ্কের ঘরে

লিখে রেখে ছিলেম দ্বারে

যাও পাখি বলো তারে

সে যেন ভোলে না মোরে

সুখে থেক, ভালো থেক

মনে রেখ এ আমারে ।।

বুকের ভেতর নোনা ব্যাথা

চোখে আমার ঝরে কথা

এপার ওপার তোলপার একা

মেঘের ওপর আকাশ ওড়ে

নদীর ওপার পাখির বাসা

মনে বন্ধু বড়ো আশা ।।

যাও পাখি যারে উড়ে

তারে কয়ো আমার হয়ে

চোখ জ্বলে যায় দেখব তারে

মন চলে যায় অদূর দূরে

যাও পাখি বলো তারে

সে যেন ভোলে না মোরে

সুখে থেক, ভালো থেক

মনে রেখ এ আমারে ।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে