বাবা কতদিন দেখিনা তোমায়

ছেলে আমার বড় হবে,

মাকে বলত সে কথা

হবে মানুষের মত মানুষ এক,

লেখা ইতিহাসের পাতায়

নিজ হাতে খেতে পারতাম না,

বাবা বলত, ও খোকা

যখন আমি থাকবনা,

কি করবি রে বোকা ?

এতো রক্তের সাখে রক্তের টান,

স্বার্থের অনেক উর্ধ্বে

হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম

মাথায় আকাশ ভেঙ্গে পড়ল

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,

কেউ বলেনা তোমার মত

কোথায় খোকা ওরে বুকে আয়

বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়,

কেউ বলেনা মানিক

কোথায় আমার ওরে বুকে আয়॥

চশমাটা তেমনি আছে,

আছে লাঠি ও পাঞ্জাবী তোমার

ইজি-চেয়ারটাও আছে, নেই সেখানে

অলস দেহ শুধু তোমার

আযানের ধ্বনি আজো শুনি,

ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি

শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া

পবিত্র কোরআনের বানী।

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,

কেউ বলেনা তোমার মত

কোথায় খোকা ওরে বুকে আয়

বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,

কেউ বলেনা মানিক

কোথায় আমার ওরে বুকে আয়॥

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে