Tumi Amar Onek Shokher - তুমি আমার অনেক শখের lyrics

কেউ তোমাকে
ভিষন ভালোবাসুক,
তুমি আর শুধু তুমি ছাড়া
অন্য কিছু না বুঝুক।

কেউ তোমার কোলে মাথা রেখে
ভিষন হাসুক,
তুমি একটু দূরে গেলে
লুকিয়ে আনমনে ভীষণ কাঁদুক।

তুমি তো চেয়েছিলে
ঠিক এমনই একজন,
দেখো না আমি পুরোটাই
তোমার ইচ্ছে মতন।

তুমি আমার অনেক শখের
খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল,
আমি রংধনু রঙে সাজিয়েছি
দেখো এক আকাশ স্বপ্নিল।

তুমি হেসে উড়ে বেড়াও
আমায় ভীষণ ভালো লাগাও।।

নদী পাড়ে, নীল আকাশ
দক্ষিনা হাওয়ার সূর্য ডোবা,
নিয়ে কেটে যায় আমাদের
কত বিকাল,
দূরে গেলে অভিমান
চোখে জল এত মায়া তোমার,
আমাকে বারে বার
জিজ্ঞেস করে তুমি আসবে কি কাল ?

এ টুকু চাওয়ার মায়ায়
ডুবি সবশেষে,
এভাবে আমায় গড়ি
তোমার অভ্যেসে, হো..

তুমি আমার অনেক শখের
খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল,
আমি রংধনু রঙে সাজিয়েছি
দেখো এক আকাশ স্বপ্নিল।

তুমি হেসে উড়ে বেড়াও
আমায় নিয়ে স্বপ্ন সাজাও।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

আজ কেন মন উদাসী হয়ে