Posts

Showing posts from July, 2023

Tumi Amar Onek Shokher - তুমি আমার অনেক শখের lyrics

Image
কেউ তোমাকে ভিষন ভালোবাসুক, তুমি আর শুধু তুমি ছাড়া অন্য কিছু না বুঝুক। কেউ তোমার কোলে মাথা রেখে ভিষন হাসুক, তুমি একটু দূরে গেলে লুকিয়ে আনমনে ভীষণ কাঁদুক। তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন, দেখো না আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন। তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি দেখো এক আকাশ স্বপ্নিল। তুমি হেসে উড়ে বেড়াও আমায় ভীষণ ভালো লাগাও।। নদী পাড়ে, নীল আকাশ দক্ষিনা হাওয়ার সূর্য ডোবা, নিয়ে কেটে যায় আমাদের কত বিকাল, দূরে গেলে অভিমান চোখে জল এত মায়া তোমার, আমাকে বারে বার জিজ্ঞেস করে তুমি আসবে কি কাল ? এ টুকু চাওয়ার মায়ায় ডুবি সবশেষে, এভাবে আমায় গড়ি তোমার অভ্যেসে, হো.. তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি দেখো এক আকাশ স্বপ্নিল। তুমি হেসে উড়ে বেড়াও আমায় নিয়ে স্বপ্ন সাজাও।।

Amar Dukkher Kotha

Image
Artist:  Asif Akbar Released:  2017 Album:  Kotha Mone Rakhbe   আমার দুঃখের কথা শোনার মতো একটা মানুষ নাই আমি জনম ভরে দ্বারে দ্বারে খুঁজিয়া বেড়াই মানুষ খুঁজিয়া বেড়াই আমার দুঃখের কথা শোনার মতো একটা মানুষ নাই আমি জনম ভরে দ্বারে দ্বারে খুঁজিয়া বেড়াই মানুষ খুঁজিয়া বেড়াই জানি না কী ভেবে সঙ্গী হইলো না তো কেউ সঙ্গী শুধু হইলো আমার লোনা জলের ঢেউ জানি না কী ভেবে সঙ্গী হইলো না তো কেউ সঙ্গী শুধু হইলো আমার লোনা জলের ঢেউ আমি এ বেদনা কাহার কাছে বলো গো জানাই মানুষ খুঁজিয়া বেড়াই আমার দুঃখের কথা শোনার মতো একটা মানুষ নাই আমি জনম ভরে দ্বারে দ্বারে খুঁজিয়া বেড়াই মানুষ খুঁজিয়া বেড়াই আমার জীবন-বৃক্ষে ফুটলো না রে ফুল জন্ম আমার আজন্ম পাপ, সবই যেন ভুল আমার জীবন-বৃক্ষে ফুটলো না রে ফুল জন্ম আমার আজন্ম পাপ, সবই যেন ভুল ওরে এ জীবনে বাজিলো না মিলন-সানাই মানুষ খুঁজিয়া বেড়াই আমার দুঃখের কথা শোনার মতো একটা মানুষ নাই আমি জনম ভরে দ্বারে দ্বারে খুঁজিয়া বেড়াই মানুষ খুঁজিয়া বেড়াই আমার দুঃখের কথা শোনার মতো একটা মানুষ নাই আমি জনম ভরে দ্বারে দ্বারে খুঁজিয়া বেড়াই মানুষ খুঁজিয়া বেড়াই মানুষ খুঁজিয়া বেড়াই