আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে

আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
জানি নে, জানি নে,
কিছুতে কেন যে মন লাগে না।
ঝরো ঝরো মুখর বাদল দিনে
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে।

এই চঞ্চল সজল পবন বেগে,
উদ্ভ্রান্ত মেঘে মন চায়, মন চায় (x2)
ওই বলাকার পথখানি নিতে চিনে
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে।

মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান,
বাজে ঝরনার গান (x2)
মন হারাবার আজি বেলা,
পথ ভুলিবার খেলা, মন চায়, মন চায়
হৃদয় জড়াতে কার চিরঋণে।
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে।
জানি নে, জানি নে,
কিছুতে কেন যে মন লাগে না।
ঝরো ঝরো মুখর বাদল দিনে
আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

আজ কেন মন উদাসী হয়ে