কেউ কথা রাখেনি,

কেউ কথা রাখেনি ভালোবাসেনি

কেউ চুপি চুপি পায় কাছে আসেনি,

কেউ গোধূলি বেলায় দু’হাত বাড়িয়ে

খুব আদর মেখে আর ডাকেনি।

আর ডাকেনি..

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই

পালতোলা নৌকায় আবার হারাবো,

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই

চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।

কেউ দূর আকাশে জোছনা মাখে

কেউ জোনাকির আলোয় গল্প লেখে,

কেউ ধূসর রঙে রঙ্গিন ছবি আঁকে

ভুল পংক্তিমালা আবারো হাসে।

আবারও হাসে..

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই

পালতোলা নৌকায় আবার হারাবো,

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই

চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।

চেনা পথ গুলো আজ দূরে দূরে

ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারায়,

সেই পুরোনো ঘর, পুরোনো চাদর

সব স্মৃতি হয়ে দক্ষিনা হাওয়ায় ভাসে।

দক্ষিনা হাওয়ায় ভাসে..

কেউ কথা রাখেনি ভালোবাসেনি

কেউ চুপি চুপি পায় কাছে আসেনি,

কেউ গোধূলি বেলায় দু’হাত বাড়িয়ে

খুব আদর মেখে আর ডাকেনি।

আর ডাকেনি..

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই

পালতোলা নৌকায় আবার হারাবো,

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই।

Keu Kotha Rakheni Lyrics English

Keu kotha rakheni valobasheni

Keu chupi chupi paay kache asheni

Keu godhuli belay du’haat bariye

Khub ador mekhe aar dakeni

ar dakeni,

Ghor chara batas hoye tomay vasate chai

Paaltola noukay abar harabo

Ghum vanga sokal hoye tomay hasate chai

Chokhjure shopne ure berabo,

Keu dur akashe jyotsna makhe

keu jonakir aloy golpo lekhe,

keu dhushor ronge rongin chobi anke

vul pongktimala abaro hase

abaro hase,

Ghor chara batas hoye tomay vashate chai

paltola noukay abar harabo

ghum vanga sokal hoye tomay vashate chai,

chokh jure swopne ure berabo,

chena pothgulo aj dure dure

dhulo dhulo hoye tomake ghire haray

sei purono ghor, purono chador

sob sriti hoye dokhina haway vashe,

dokhina haway vashe,

Keu kotha rakheni valobasheni

Keu chupi chupi paay kache asheni

Keu godhuli belay du’haat bariye

Khub ador mekhe aar dakeni

ar dakeni,

Ghor chara batas hoye tomay vasate chai

Paaltola noukay abar harabo

Ghum vanga sokal hoye tomay hasate chai

Chokhjure shopne ure berabo.

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে