আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো

আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো ।
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো
আ...হা....হা...
ও..হো...হো..হো...
হুম..... হুম.... হুম....হুম
>>>>>
হাওয়ার গল্প আর পাখিদের
গান শুনে শুনে..
আজ এই ফাল্গুনে দুটি চোখে
স্বপ্ন শুধু আঁকো ।

হাওয়ার গল্প আর পাখিদের
গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে দুটি চোখে
সপ্ন শুধু আঁকো।

আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো ।
আ..হা..হা..
ও...হো...হো...হো..
হুম... হুম... হুম...হুম..
>>>>>
এসো আজ সারাদিন
বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালবাসাবাসি
শুধু গান আর হাসাহাসি
>>>>>
রঙের বর্ষা ওই নেমেছে যে
দেখো ফুলে ফুলে
দুটি হাত তুলে আমাকেই
আরো কাছে ডাকো

রঙের বর্ষা ওই নেমেছে যে
দেখো ফুলে ফুলে
দুটি হাত তুলে আমাকেই
আরো কাছে ডাকো

আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো ।
আ...হা...হা...
ও...হো...হো...হো..
হুম...হুম...হুম...



Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে