Posts

Showing posts from April, 2020

একদিন মা-টি-র ভিতরে হবে ঘর

Image
একদিন মা-টি-র ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর । একদিন মা-টি-র ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর । প্রাণ পাখী উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারার সুতো; সকলই হবে তোমার পর কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর । দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড পড়ে রবে মাটির উপর দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড পড়ে রবে মাটির উপর রে মন আমার কেন বান্ধ দালান ঘর । রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ সোনাদানা কত কি আর রাজকী পোষাক যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে । গায়ে দেবে মার্কিন থান রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ সোনাদানা কত কি আর রাজকী পোষাক যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে গায়ে দেবে মার্কিন থান রে মন আমার কেন বান্ধ দালান ঘর । একদিন মা-টি-র ভিতরে হবে ঘর ।

একদিন মা-টি-র ভিতরে হবে ঘর

Image
একদিন মা-টি-র ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর । একদিন মা-টি-র ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর । প্রাণ পাখী উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারার সুতো; সকলই হবে তোমার পর কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর । দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড পড়ে রবে মাটির উপর দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড পড়ে রবে মাটির উপর রে মন আমার কেন বান্ধ দালান ঘর । রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ সোনাদানা কত কি আর রাজকী পোষাক যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে । গায়ে দেবে মার্কিন থান রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ সোনাদানা কত কি আর রাজকী পোষাক যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে গায়ে দেবে মার্কিন থান রে মন আমার কেন বান্ধ দালান ঘর । একদিন মা-টি-র ভিতরে হবে ঘর ।

একদিন স্বপ্নের দিন

Image
একদিন স্বপ্নের দিন একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন সেই ভাবনায়, ভাবি মনে হয় দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে সেই ভাবনায়, ভাবি মনে হয় দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে আসে না ফাগুন, মনেতে আগুন আসে না ফাগুন, মনেতে আগুন এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায় কাটেনা আর দিন একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন একদিন স্বপ্নের দিন একদিন হঠাৎ হাওয়া থামিয়ে আসা যাওয়া প্রশ্নের জাল বুনে শুরু হয় চাওয়া-পাওয়া আজ শুধু পথ চাওয়া বিরহের গান গাওয়া ভাবনার নদী বুকে উজানেতে তরী বাওয়া শুধু সেই গান ভোলে অভিমান চোখে অকারণ, ঘোর বর্ষা নামে শুধু সেই গান ভোলে অভিমান চোখে অকারণ, ঘোর বর্ষা নামে আসে না ফাগুন, মনেতে আগুন আসে না ফাগুন, মনেতে আগুন এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায় কাটেনা আর দিন একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন একদিন স্বপ্নের দিন যদি এ পথ ধরে আমার এ মনের ঘরে চিঠি হয়ে অগোচরে আসে কেউ চুপিসারে চাঁদের ঐ আলো হয়ে আসো মোর ভাঙা ঘরে দেখা যায়, যায়না ছোঁয়া যেন গান চাপা স্বরে শুধু সেই

একদিন স্বপ্নের দিন

Image
একদিন স্বপ্নের দিন একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন সেই ভাবনায়, ভাবি মনে হয় দু'টি নয়নেতে ঘোর বর্ষা নামে সেই ভাবনায়, ভাবি মনে হয় দু'টি নয়নেতে ঘোর বর্ষা নামে আসে না ফাগুন, মনেতে আগুন আসে না ফাগুন, মনেতে আগুন এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায় কাটেনা আর দিন একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন একদিন স্বপ্নের দিন একদিন হঠাৎ হাওয়া থামিয়ে আসা যাওয়া প্রশ্নের জাল বুনে শুরু হয় চাওয়া-পাওয়া আজ শুধু পথ চাওয়া বিরহের গান গাওয়া ভাবনার নদী বুকে উজানেতে তরী বাওয়া শুধু সেই গান ভোলে অভিমান চোখে অকারণ, ঘোর বর্ষা নামে শুধু সেই গান ভোলে অভিমান চোখে অকারণ, ঘোর বর্ষা নামে আসে না ফাগুন, মনেতে আগুন আসে না ফাগুন, মনেতে আগুন এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায় কাটেনা আর দিন একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন একদিন স্বপ্নের দিন যদি এ পথ ধরে আমার এ মনের ঘরে চিঠি হয়ে অগোচরে আসে কেউ চুপিসারে চাঁদের ঐ আলো হয়ে আসো মোর ভাঙা ঘরে

আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো

Image
আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো । আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো আ…হা….হা… ও..হো…হো..হো… হুম….. হুম…. হুম….হুম >>>>> হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে.. আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো । হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে সপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো । আ..হা..হা.. ও…হো…হো…হো.. হুম… হুম… হুম…হুম.. >>>>> এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি আজ শুধু ভালবাসাবাসি শুধু গান আর হাসাহাসি >>>>> রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকেই আরো কাছে ডাকো রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকেই আরো কাছে ডাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো । আ…হা…হা… ও…হো…হো…হো.. হুম…হুম…হুম…

আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো

Image
আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো । আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো আ...হা....হা... ও..হো...হো..হো... হুম..... হুম.... হুম....হুম >>>>> হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে.. আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো । হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে সপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো । আ..হা..হা.. ও...হো...হো...হো.. হুম... হুম... হুম...হুম.. >>>>> এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি আজ শুধু ভালবাসাবাসি শুধু গান আর হাসাহাসি >>>>> রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকেই আরো কাছে ডাকো রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকেই আরো কাছে ডাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো । আ...হা...হা... ও...হো...হো...হো.. হুম...হুম...হুম...

আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া

Image
আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া বউ আনতে গিয়াছিলাম একশো গাড়ি নিয়া, আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া বউ আনতে গিয়াছিলাম একশো গাড়ি নিয়া । এখন দিনে রাইতে দেখায় তার আসল চেহারা বউ তো নয় যেনো সিসি ক্যামেরা, এখন দিনে রাইতে দেখায় তার আসল চেহারা বউ তো নয় যেনো সিসি ক্যামেরা। খাইতে জ্বালায়, বইতে জ্বালায় জ্বালায় দিনে রাইতে, ঠিক মত দেয় না আমায় একটু ঘুমাইতে। খাইতে জ্বালায়, বইতে জ্বালায় জ্বালায় দিনে রাইতে, ঠিক মত দেয় না আমায় একটু ঘুমাইতে। সারাদিন নজর দারি দেয় শুধু পেরা বউ তো নোয় যেনো সিসি ক্যামেরা, বউ তো নোয় যেন সিসি ক্যামেরা। সেম্পু আনো, সাবান আনো লম্বা অর্ডার দেয়, কষ্ট করে টাকা কামাই চুরি করে নেয়। সেম্পু আনো, সাবান আনো লম্বা অর্ডার দেয়, কষ্ট করে টাকা কামাই চুরি করে নেয়। সারাদিন নজর দারি দেয় শুধু পেরা.. বউ তো নোয় জেন সিসি ক্যামেরা, বউ তো নোয় যেন সিসি ক্যামেরা, বউ তো নোয় জেন সিসি ক্যামেরা, বউ তো নোয় যেন সিসি ক্যামেরা।

আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া

Image
আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া বউ আনতে গিয়াছিলাম একশো গাড়ি নিয়া, আউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া বউ আনতে গিয়াছিলাম একশো গাড়ি নিয়া । এখন দিনে রাইতে দেখায় তার আসল চেহারা বউ তো নয় যেনো সিসি ক্যামেরা, এখন দিনে রাইতে দেখায় তার আসল চেহারা বউ তো নয় যেনো সিসি ক্যামেরা। খাইতে জ্বালায়, বইতে জ্বালায় জ্বালায় দিনে রাইতে, ঠিক মত দেয় না আমায় একটু ঘুমাইতে। খাইতে জ্বালায়, বইতে জ্বালায় জ্বালায় দিনে রাইতে, ঠিক মত দেয় না আমায় একটু ঘুমাইতে। সারাদিন নজর দারি দেয় শুধু পেরা বউ তো নোয় যেনো সিসি ক্যামেরা, বউ তো নোয় যেন সিসি ক্যামেরা। সেম্পু আনো, সাবান আনো লম্বা অর্ডার দেয়, কষ্ট করে টাকা কামাই চুরি করে নেয়। সেম্পু আনো, সাবান আনো লম্বা অর্ডার দেয়, কষ্ট করে টাকা কামাই চুরি করে নেয়। সারাদিন নজর দারি দেয় শুধু পেরা.. বউ তো নোয় জেন সিসি ক্যামেরা, বউ তো নোয় যেন সিসি ক্যামেরা, বউ তো নোয় জেন সিসি ক্যামেরা, বউ তো নোয় যেন সিসি ক্যামেরা।

এখনও মাঝে মাঝে

Image
এখনও মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘোরে, শুনি তোমার পায়ের আওয়াজ যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। এই রাত সেই রাত কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে, আর পড়ে আছে কত না স্মৃতি বন্দী মনের কারাগারে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। এই প্রাণ এই মন কেঁদে বলে সারাক্ষণ ভুলে গিয়ে আছো তুমি সুখে, আমি কাটাই প্রহর আর ভালোবাসার একা বেদনারই চরে। তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। এখনও মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘোরে, শুনি তোমার পায়ের আওয়াজ যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দুরে এই মনের আঙিনা ছেড়ে।

এখনও মাঝে মাঝে

Image
এখনও মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘোরে, শুনি তোমার পায়ের আওয়াজ যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। এই রাত সেই রাত কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে, আর পড়ে আছে কত না স্মৃতি বন্দী মনের কারাগারে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। এই প্রাণ এই মন কেঁদে বলে সারাক্ষণ ভুলে গিয়ে আছো তুমি সুখে, আমি কাটাই প্রহর আর ভালোবাসার একা বেদনারই চরে। তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। এখনও মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘোরে, শুনি তোমার পায়ের আওয়াজ যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দুরে এই মনের আঙিনা ছেড়ে।

আয় খুকু আয়

Image
কাটেনা সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসেনা জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মত কেউ বলেনা আয় খুকু আয়, আয় খুকু আয়। আয় খুকু আয়, আয় খুকু আয় আয়রে আমার সাথে গান গেয়ে যা নতুন নতুন সুর নে শিখে নে কিছুই যখন ভাল লাগবেনা তোর পিয়ানোয় বসে তুই বাজাবিরে আয় খুকু আয়, আয় খুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায় গরম কফির মজা জুড়িয়ে যায় কবিতার বইগুলো ছূঁড়ে ফেলি মনে হয় বাবা যদি বলতো আমায় আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়। আয় খুকু আয়, আয় খুকু আয় আয়রে আমার সাথে আয় এক্ষুনি কোথাও ঘুরে আসি শহর ছেড়ে ছেলেবেলার মত বায়না করে কাজ থেকে নেনা তুই আমায় কেড়ে আয় খুকু আয়, আয় খুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে খোঁপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায় আরশিতে যখন এই চোখ পড়ে যায় মনে হয় বাবা যেন বলছে আমায় আয় খুকু আয়, আয় খুকু আয়। আয় খুকু আয়, আয় খুকু আয় আয়রে আমার কাছে আয় মামণি সবার আগে আমি দেখি তোকে দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই কেমন কাজল দিলি কালো চোখে আয় খুকু আয়, আয় খুকু আয়। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মত বড় হয়ে যায় জানিনা কজনে আমার মতন মিষ্টি সে পিছুডাক শুনতে যে পায় আয় খুকু আয়, আয় খুকু আয়। আয় খুকু আয়, আয় খুকু

আয় খুকু আয়

Image
কাটেনা সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসেনা জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মত কেউ বলেনা আয় খুকু আয়, আয় খুকু আয়। আয় খুকু আয়, আয় খুকু আয় আয়রে আমার সাথে গান গেয়ে যা নতুন নতুন সুর নে শিখে নে কিছুই যখন ভাল লাগবেনা তোর পিয়ানোয় বসে তুই বাজাবিরে আয় খুকু আয়, আয় খুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায় গরম কফির মজা জুড়িয়ে যায় কবিতার বইগুলো ছূঁড়ে ফেলি মনে হয় বাবা যদি বলতো আমায় আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়। আয় খুকু আয়, আয় খুকু আয় আয়রে আমার সাথে আয় এক্ষুনি কোথাও ঘুরে আসি শহর ছেড়ে ছেলেবেলার মত বায়না করে কাজ থেকে নেনা তুই আমায় কেড়ে আয় খুকু আয়, আয় খুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে খোঁপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায় আরশিতে যখন এই চোখ পড়ে যায় মনে হয় বাবা যেন বলছে আমায় আয় খুকু আয়, আয় খুকু আয়। আয় খুকু আয়, আয় খুকু আয় আয়রে আমার কাছে আয় মামণি সবার আগে আমি দেখি তোকে দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই কেমন কাজল দিলি কালো চোখে আয় খুকু আয়, আয় খুকু আয়। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মত বড় হয়ে যায় জানিনা কজনে আমার মতন মিষ্টি সে পিছুডাক শুনতে যে পায় আয় খুকু আয়, আয় খুকু আয়। আয় খুকু আয়, আয় খুকু

আয় খুকু আয়

Image
কাটেনা সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসেনা জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মত কেউ বলেনা আয় খুকু আয়, আয় খুকু আয়। আয় খুকু আয়, আয় খুকু আয় আয়রে আমার সাথে গান গেয়ে যা নতুন নতুন সুর নে শিখে নে কিছুই যখন ভাল লাগবেনা তোর পিয়ানোয় বসে তুই বাজাবিরে আয় খুকু আয়, আয় খুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায় গরম কফির মজা জুড়িয়ে যায় কবিতার বইগুলো ছূঁড়ে ফেলি মনে হয় বাবা যদি বলতো আমায় আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়। আয় খুকু আয়, আয় খুকু আয় আয়রে আমার সাথে আয় এক্ষুনি কোথাও ঘুরে আসি শহর ছেড়ে ছেলেবেলার মত বায়না করে কাজ থেকে নেনা তুই আমায় কেড়ে আয় খুকু আয়, আয় খুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে খোঁপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায় আরশিতে যখন এই চোখ পড়ে যায় মনে হয় বাবা যেন বলছে আমায় আয় খুকু আয়, আয় খুকু আয়। আয় খুকু আয়, আয় খুকু আয় আয়রে আমার কাছে আয় মামণি সবার আগে আমি দেখি তোকে দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই কেমন কাজল দিলি কালো চোখে আয় খুকু আয়, আয় খুকু আয়। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মত বড় হয়ে যায় জানিনা কজনে

আমার হার কালা করলাম রে

Image
আমার হার কালা করলাম রে,,,, আমার দেহ কালার লাইগা রে, ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে মনো রে… হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ জনম বাকাঁ চাদঁ রে জনম বাকাঁ চাদঁ হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ জনম বাকাঁ চাদঁ রে জনম বাকাঁ চাদঁ তার চাইতে অধিক বাকাঁ হায় হায় তার চাইতে অধিক বাকা যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে মনো রে… কূল বাকাঁ গাঙ বাকাঁ বাকাঁ গাঙের পানি রে বাকাঁ গাঙের পানি কূল বাকাঁ গাঙ বাকাঁ বাকাঁ গাঙের পানি রে বাকাঁ গাঙের পানি সকল বাকাঁয় বায়লাম নৌকা হায় হায় সকল বাকাঁয় বায়লাম নৌকা তবু বাকাঁ রে না জানি দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগারে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে মনো রে হাড় হইলো জড়োজড়ো অন্তর হইল পোড়া রে আমার অন্তর হইল পোড়া হাড় হইলো জড়োজড়ো অন্তর হইল পোড়া রে আমার অন্তর হইল পোড়া পিড়িতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিড়িতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগারে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে!! Local

আমার হার কালা করলাম রে

Image
আমার হার কালা করলাম রে,,,, আমার দেহ কালার লাইগা রে, ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে মনো রে… হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ জনম বাকাঁ চাদঁ রে জনম বাকাঁ চাদঁ হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ জনম বাকাঁ চাদঁ রে জনম বাকাঁ চাদঁ তার চাইতে অধিক বাকাঁ হায় হায় তার চাইতে অধিক বাকা যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে মনো রে… কূল বাকাঁ গাঙ বাকাঁ বাকাঁ গাঙের পানি রে বাকাঁ গাঙের পানি কূল বাকাঁ গাঙ বাকাঁ বাকাঁ গাঙের পানি রে বাকাঁ গাঙের পানি সকল বাকাঁয় বায়লাম নৌকা হায় হায় সকল বাকাঁয় বায়লাম নৌকা তবু বাকাঁ রে না জানি দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগারে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে মনো রে হাড় হইলো জড়োজড়ো অন্তর হইল পোড়া রে আমার অন্তর হইল পোড়া হাড় হইলো জড়োজড়ো অন্তর হইল পোড়া রে আমার অন্তর হইল পোড়া পিড়িতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিড়িতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগারে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে!! Local

আমার হার কালা করলাম রে

Image
আমার হার কালা করলাম রে,,,, আমার দেহ কালার লাইগা রে, ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে মনো রে... হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ জনম বাকাঁ চাদঁ রে জনম বাকাঁ চাদঁ হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ জনম বাকাঁ চাদঁ রে জনম বাকাঁ চাদঁ তার চাইতে অধিক বাকাঁ হায় হায় তার চাইতে অধিক বাকা যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে মনো রে... কূল বাকাঁ গাঙ বাকাঁ বাকাঁ গাঙের পানি রে বাকাঁ গাঙের পানি কূল বাকাঁ গাঙ বাকাঁ বাকাঁ গাঙের পানি রে বাকাঁ গাঙের পানি সকল বাকাঁয় বায়লাম নৌকা হায় হায় সকল বাকাঁয় বায়লাম নৌকা তবু বাকাঁ রে না জানি দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগারে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে মনো রে হাড় হইলো জড়োজড়ো অন্তর হইল পোড়া রে আমার অন্তর হইল পোড়া হাড় হইলো জড়োজড়ো অন্তর হইল পোড়া রে আমার অন্তর হইল পোড়া পিড়িতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিড়িতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগারে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে!! Local

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

Image
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও আমি চিরদিন তোমারইতো থাকবো তুমি আমার আমি তোমার এ মনে কি আছে পারো যদি খুজে নাও আমি তোমাকেই বুকে ধরে রাখব তুমি আমার আমি তোমার আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও কেনো আর সরে আছো দূরে কাছে এসে হাত দুটো ধরো কেনো আর সরে আছো দূরে কাছে এসে হাত দুটো ধরো শপথের মন কাড়া সুরে আমায় তোমারি তুমি করো ও… ও… তোমারি স্বপ্ন দুচোখে আমি আঁকবো চিরদিন তোমারইতো থাকবো তুমি আমার আমি তোমার আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও ও পাড়ের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে ও পাড়ের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে মরণ তোমায় কোনদিনও পারবেনা কভু কেড়ে নিতে ও… ও… সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো চিরদিন তোমারইতো থাকবো তুমি আমার আমি তোমার আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

Image
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও আমি চিরদিন তোমারইতো থাকবো তুমি আমার আমি তোমার এ মনে কি আছে পারো যদি খুজে নাও আমি তোমাকেই বুকে ধরে রাখব তুমি আমার আমি তোমার আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও কেনো আর সরে আছো দূরে কাছে এসে হাত দুটো ধরো কেনো আর সরে আছো দূরে কাছে এসে হাত দুটো ধরো শপথের মন কাড়া সুরে আমায় তোমারি তুমি করো ও... ও... তোমারি স্বপ্ন দুচোখে আমি আঁকবো চিরদিন তোমারইতো থাকবো তুমি আমার আমি তোমার আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও ও পাড়ের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে ও পাড়ের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে মরণ তোমায় কোনদিনও পারবেনা কভু কেড়ে নিতে ও... ও... সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো চিরদিন তোমারইতো থাকবো তুমি আমার আমি তোমার আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

তোমাকে আলো ভেবে

Image
তোমাকে আলো ভেবে চোখ চেয়ে থেকেছি আঁধারে নীরব থেকে ডেকেছি আমার একা নির্জনে স্বপ্নগুলো হারিয়ে ফেলে চেয়েছি ফিরে তোমার আলোকে তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে যেখানে স্বর্গ ভাসে তোমার আমার আকাশ সেখানে অন্য রঙে আঁকা আয়নায় মৃত জলছবি সেই ছবিতে অন্ধ কবি আমি এক হাতড়ে ফিরি আলোর সিড়ি তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে তোমাকে তোমাকে

তোমাকে আলো ভেবে

Image
তোমাকে আলো ভেবে চোখ চেয়ে থেকেছি আঁধারে নীরব থেকে ডেকেছি আমার একা নির্জনে স্বপ্নগুলো হারিয়ে ফেলে চেয়েছি ফিরে তোমার আলোকে তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে যেখানে স্বর্গ ভাসে তোমার আমার আকাশ সেখানে অন্য রঙে আঁকা আয়নায় মৃত জলছবি সেই ছবিতে অন্ধ কবি আমি এক হাতড়ে ফিরি আলোর সিড়ি তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে তোমাকে তোমাকে

তোমাকে আলো ভেবে

Image
তোমাকে আলো ভেবে চোখ চেয়ে থেকেছি আঁধারে নীরব থেকে ডেকেছি আমার একা নির্জনে স্বপ্নগুলো হারিয়ে ফেলে চেয়েছি ফিরে তোমার আলোকে তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে যেখানে স্বর্গ ভাসে তোমার আমার আকাশ সেখানে অন্য রঙে আঁকা আয়নায় মৃত জলছবি সেই ছবিতে অন্ধ কবি আমি এক হাতড়ে ফিরি আলোর সিড়ি তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে তোমাকে তোমাকে

ঘুমন্ত শহরে

Image
ঘুমন্ত শহরে, রূপালী রাতে স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে! মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে অনন্ত প্রেম দিয়েছি উজার করে নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেঁটেছি বাঁধা দুটি হাতে দূর আধারের ভালবাসায় হারাতে ছুটে ছিলাম সেই রূপালী রাতে এই রাতে সব প্রেম হারিয়েছি অকারনে নিশিব্যস্ত মানুষ হয়েছি কেমনে? সমুদ্র কোলাহলের মত অবিরাম ক্ষণে নগরের যত বিশাদ আমাকে ভর করে দরজার চৌকাঠকে পিড়ি বানিয়ে বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে ঘুমন্ত শহরে, রূপালী রাতে স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে!

ঘুমন্ত শহরে

Image
ঘুমন্ত শহরে, রূপালী রাতে স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে! মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে অনন্ত প্রেম দিয়েছি উজার করে নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেঁটেছি বাঁধা দুটি হাতে দূর আধারের ভালবাসায় হারাতে ছুটে ছিলাম সেই রূপালী রাতে এই রাতে সব প্রেম হারিয়েছি অকারনে নিশিব্যস্ত মানুষ হয়েছি কেমনে? সমুদ্র কোলাহলের মত অবিরাম ক্ষণে নগরের যত বিশাদ আমাকে ভর করে দরজার চৌকাঠকে পিড়ি বানিয়ে বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে ঘুমন্ত শহরে, রূপালী রাতে স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে!

প্রেমাতাল

Image
এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই এ যেন ভীষন আক্ষেপ আমার আমি দিক্বিজয়ী নই শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে কড়া নেড়েছি তোমার হাতের ঘরে কিছু অর্থহীন শব্দ গুনে ডেকেছি তোমায় প্রেম তুমি কোথায় ?? আ-আআ-আআ-আআ-আআ-আ বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতাল আমি তোমার প্রেমে , তাই অর্থহীন সবি যে প্রেম লাগে (২) প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো বৃথাই জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো ভেবে ছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন প্রেম নিয়ে মাতামাতি সুধু আধিখ্যেতা কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি কেন দূর আলাপনের সেই মিষ্টি কবিতা কেন তুমি শোনালে সেই মিষ্টি হাসি কেন দূরালাপনের সেই মিষ্টি কবিতা আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি প্রেম আঁকছ কাঁদতে পারছিনা আমি ই-ইই-ইইই-ইইই-ইইই-ই বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবি যে প্রেম লাগে বৃহস্পতির বলয় ঘিরে শনিতে আজ আমি পৌছে গেছি তোমার প্রেমে পাগল হয়ে পাগলামির

প্রেমাতাল

Image
এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই এ যেন ভীষন আক্ষেপ আমার আমি দিক্বিজয়ী নই শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে কড়া নেড়েছি তোমার হাতের ঘরে কিছু অর্থহীন শব্দ গুনে ডেকেছি তোমায় প্রেম তুমি কোথায় ?? আ-আআ-আআ-আআ-আআ-আ বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতাল আমি তোমার প্রেমে , তাই অর্থহীন সবি যে প্রেম লাগে (২) প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো বৃথাই জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো ভেবে ছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন প্রেম নিয়ে মাতামাতি সুধু আধিখ্যেতা কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি কেন দূর আলাপনের সেই মিষ্টি কবিতা কেন তুমি শোনালে সেই মিষ্টি হাসি কেন দূরালাপনের সেই মিষ্টি কবিতা আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি প্রেম আঁকছ কাঁদতে পারছিনা আমি ই-ইই-ইইই-ইইই-ইইই-ই বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবি যে প্রেম লাগে বৃহস্পতির বলয় ঘিরে শনিতে আজ আমি পৌছে গেছি