আমি মুখ্যু-সুখ্যু মানুষ
আমি মুখ্যু-সুখ্যু মানুষ
কথা, সুর ও কণ্ঠ: নচিকেতা
অ্যালবাম: মুখোমুখি (২০০৩)
আমি মুখ্যু-সুখ্যু মানুষ বাবু
কিছুই জানি না।
এই এদেশের রঙ তামাশা কিছুই বুঝি না।
আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের
আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের।
কে যে কখন কার পেছনে
বুঝি না কে খাঁটি
আসলে সবাই সবার পেছনেতে
সবার হাতেই কাঠি!
কথায় কথায় ধর্মঘট আর সবাই ধর্মঘটি
অধার্মিকের ধর্মজ্ঞানে, স্লোগান আর স্লোগানে-গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি!
মন্ত্রীরা সব হারামজাদা
আস্ত বদের ধাড়ি, তুড়ুক নাচে, মন্ত্রিসভা এখন বাঈজী বাড়ি।
আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে তিনি শিক্ষা, তাই, কয়লাকালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা।
আর মানুষ শালাও মাথা মোটা, ভোট দিতে যায় নেচে
দেশের মানুষ তো কোন ছার
মন্ত্রী গুলো কুলাঙ্গার
ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেচে!
Comments
Post a Comment