Posts

Showing posts from May, 2023

আমি ধন্য হয়েছি ওগো ধন্য

Image
আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারি প্রেমেরই জন্য আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারি প্রেমেরই জন্য তোমারি চরণে ওগো দিও মোরে ঠাঁই যদি ও আমি যে নগন্য আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারি প্রেমেরই জন্য তোমারি পরশে জানি ওগো সোনা বৌ জীবন হলো যে অনন্য আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারি প্রেমেরই জন্য   এই জীবনে সকল আশা পূর্ণ করেছো তুমি ভালোবাসায় শ্যামল করে মনের মরুভুমি সুখের স্বপনে দুঃখেরএ জীবন আজকে হলো যে অনন্য আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারি প্রেমেরই জন্য   কপাল জুড়ে এঁকে দিলে সুখের জয়ো টিকা কপাল জুড়ে এঁকে দিলে সুখের জয়ো টিকা আঁধার ঘরে জেলে দিলে আলোর প্রদীপ শিখা হাতের রেখা মোর বদলে দিয়ে যে ভাগ্য করেছো প্রসন্ন… আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারি প্রেমেরই জন্য   অনুরাগের অন্ধ হৃদয়ে আলো জেলেছো তুমি দুঃস্ময়ের দারুন রোদে ছায়া ফেলেছো তুমি আঁচল দিয়ে বেঁধে রেখো এ সংসারের চাবি তোমার মনে রেখো আমার ভালোবাসার দাবি অশাঢ় শ্রাবন নয় প্রেমের প্লাবনে দুটি হৃদয় হলো পূর্ণ আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারি প্রেমেরই জন্য তোমারি চরণে ওগো দিও মোরে ঠাঁই যদি ও আমি যে নগন্য আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারি প্রেমেরই জন্য

Dishehara Tui (দিশেহারা তুই)

তুই আর একটু আনমনে থাক উড়ে যাক তোর কবিতা মাখা চুল এ শহরের হাজারো বোকা প্রেমিকেরা তোর ভাল চায় বলে তাই উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায় আমি অলস তাই পিছে পড়ে রই দিশেহারা তুই আর আমি মিলে দুই আমার নীলাকাশ ছিড়ে উড়ে গেলি তুই আমার বোকা অভিমান তাসে হেরে যাওয়া দান তোর পুরনো কাগজে আমি মাথা গুজে শুই দীর্ঘ তেপান্তরে বাঁধ ভেঙে যায় কোনো এক আকাশ শুধু তোকে পেতে চায় তোর প্রেমে বুঁদ হয়ে এতো আয়োজন মন খারাপের রাতে তোকে প্রয়োজন তাই এতো আয়োজন দিশেহারা তুই আর আমি মিলে দুই আমার নীলাকাশ ছিড়ে উড়ে গেলি তুই তুই আর একটু আনমনে থাক উড়ে যাক তোর কবিতা মাখা চুল এ শহরের হাজারো বোকা প্রেমিকেরা তোর ভাল চায় বলে তাই উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায় আমি অলস তাই পিছে পড়ে রই দিশেহারা তুই আর আমি মিলে দুই আমার নীলাকাশ ছিড়ে উড়ে গেলি তুই আমার বোকা অভিমান তাসে হেরে যাওয়া দান তোর পুরনো কাগজে আমি মাথা গুজে শুই Song Details: Song: Dishehara Tui Artist: Shuvro

আমাদের দেশটা স্বপ্নপুরী

Image
ল্পীঃ আবিদা সুলতানা সুরকারঃ সত্য সাহা গীতিকারঃ মোহাম্মদ রফিকুজ্জামান   আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুলপরী ফুলপরী লাল পরী লাল পরী নীল পরী সবার সাথে ভাব করি।। এইখানে মিথ্যে কথা কেউ বলেনা এইখানে অসৎ পথে কেউ চলেনা পড়ার সময় লেখা পড়া কাজের সময় কাজ করা। খেলার সময় হলে খেলা করি আমাদের দেশটা স্বপ্নপুরী। এখানে মন্দ হতে কেউ পারে না এখানে হিংসা কভু কেউ করে না। নেই কোন দুঃখ অপমান ছোট বড় সবাই সমান ভালবাসা দিয়ে জীবন গড়ি। আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুলপরী ফুলপরী লাল পরী লাল পরী নীল পরী সবার সাথে ভাব করি।।  

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি

শিরোনামঃ সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি গীতিকারঃ মনিরুজ্জামান মনির সুরকারঃ আলাউদ্দিন আলী শিল্পী: সৈয়দ আব্দুল হাদী সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।। জলসিঁড়ি নদীতীরে তোর খুশির কাঁপন যেন বাজে ও… কাশবনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে তোর একতারা হায় করে বাউল আমায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।। আঁকা-বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় জানি হাসে ও… পদ্মকাঁপা দিঘী-ঝিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে তোর এই আঙ্গিনায় ধরে রাখিস আমায় চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।।