Posts

Showing posts from October, 2022

এ হাওয়া

Image
রাত্রীর ট্রেন করুণ শঙ্খের মতো মায়ের মুখে প্রথম শোনা গান জন্মাবধি একটা অন্ধ নদী ডুকরে কাঁদা মুক্তি দিল গান এ হাওয়া, আমায় নেবে কত দূরে? এ হাওয়া, আমি এখানে এ হাওয়া, আমায় নেবে কত দূরে? এ হাওয়া, আমি এখানে কোথায় ছিলাম? কোন শব্দের ভেতর অক্ষরগুলো চূর্ণ আলো কোন আবেগে, কোন নৈঃশব্দ্যে ধরব তারে আমার প্রথম গান এ হাওয়া, আমায় নেবে কত দূরে? এ হাওয়া, আমি এখানে কোথায় থাকে হারানো সুর রহস্যনীল Myth-এর বাগান ফিরতি পথে, মস্ত আকাশ অস্ফুট স্বর, ধুলোর গান এ হাওয়া, আমায় নেবে কত দূরে? এ হাওয়া, আমি এখানে এ হাওয়া, আমায় নেবে কত দূরে? এ হাওয়া, আমি এখানে এ হাওয়া, আমায় নেবে কত দূরে? এ হাওয়া…

আটটা বাজে দেরি করিস না।

Image
Aat Ta Baje Deri Koris Na Lyrics ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে লো জল দিয়ে বেশি করিস না আটটা বাজে দেরি করিস না। আটটা বাজে দেরি করিস না।   রুপালি মাছের মত সরু পাহাড়ে কালো দিঘীর কালো জলে রুপের বাহারে রুপের বাহারে রুপের বাহারে রুপালি মাছের মত সরু পাহাড়ে কালো দিঘীর কালো জলে রুপের বাহারে রুপের বাহারে রুপের বাহারে ও তোর ভোরের সুরুয ও তোর ভোরের সুরুয কপালে তোর সিঁদূর হয়ে যাবে লো কারো দিকে নজর লাগাস না । ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে লো জল দিয়ে বেশি করিস না আটটা বাজে দেরি করিস না।   ইলিশ মাছের কাটা ভালো চিংড়ি মাছের টক সাত টাকাতে কিনবে লোকে গিলবে গবাগব গিলবে গবাগব গিলবে গবাগব ইলিশ মাছের কাটা ভালো চিংড়ি মাছের টক সাত টাকাতে কিনবে লোকে গিলবে গবাগব গিলবে গবাগব গিলবে গবাগব ও তোর কচি পোনা ও তোর কচি পোনা বেচেবেচে হাটে বেচা হবে গো চুনোপুটি আর বেচিস না চুনোপুটি আর বেচিস না ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে লো জল দিয়ে বেশি করিস না আটটা বাজে দেরি করিস না আটটা বাজে দেরি করিস না আটটা বাজে দেরি করিস না। Aat Ta Baje Deri Koris Na Lyrics In English O tirish taka kg mach Babu peye kha