Posts

Showing posts from March, 2020

যৌবন কালে দাদী বউ পাইলাম না

Image
আজি খেতা ভিজলে, যেমন তেমন দাদি বালিশ বিজলে শুকায় নাহ । যৌবন কালে দাদী বউ পাইলাম না। (২) (লিরিক্স) (lyrics) অ দাদি আমি চিন্তায় বুঝি আর বাঁচলাম নাহ। যৌবন কালে দাদী বউ পাইলাম না। আজ আশিন মাসে, যেমন দাদিগো গাংজে ধান ক্ষেতে গারতেছে । আমার যৌবন দাদি মারবেল খেলাইতেছে । (২) অ দাদি আমি চিন্তায় বুজি আর বাঁচলাম নাহ যৌবন কালে দাদী বউ পাইলাম না। সোনা বউ গো অ অ অ অ অ (লিরিক্স) (lyrics) সারা রাত্রি, থাকলা বুগলে, আউ করলে নাহ মনের গৌরবে। রঙ বিরঙ্গের বউ আমার গো । অরে, কোন মএন শতিনে, দিছে বুদ্ধি, ধইরে ধইরে আমায় মারে গো । রঙ বিরঙ্গের বউ আমার গো । আইয চুনু দিমু, পাউডার দিমু, দিমু লিবিস্টিক কিনা গো । রঙ বিরঙ্গের বউ আমার গো । আজি খেতা ভিজলে, যেমন তেমন দাদি বালিশ বিজলে শুকায় নাহ । যৌবন কালে দাদী বউ পাইলাম না। অ দাদি আমি চিন্তায় বুজি আর বাঁচলাম নাহ যৌবন কালে দাদী বউ পাইলাম না। জামালপুরে আইসা দেখি ধানের বাজার চরা, জামালপুরে চেংরিগুলা ডেকের উপর খারা, যেদিনকা ধানের বাজার যাই ভাইগো ডিল, জামালপুরে চেংরিগুলা হুকটি পারে নিল, হে আহরে বাহরে বন্ধি শিহর বন্ধি গাছ, হে মায়ার জালে পুরুষ বন্ধি ঝালে বন্ধি মাছ, হে আহর তিতে বাহ

যৌবন কালে দাদী বউ পাইলাম না

Image
আজি খেতা ভিজলে, যেমন তেমন দাদি বালিশ বিজলে শুকায় নাহ । যৌবন কালে দাদী বউ পাইলাম না। (২) (লিরিক্স) (lyrics) অ দাদি আমি চিন্তায় বুঝি আর বাঁচলাম নাহ। যৌবন কালে দাদী বউ পাইলাম না। আজ আশিন মাসে, যেমন দাদিগো গাংজে ধান ক্ষেতে গারতেছে । আমার যৌবন দাদি মারবেল খেলাইতেছে । (২) অ দাদি আমি চিন্তায় বুজি আর বাঁচলাম নাহ যৌবন কালে দাদী বউ পাইলাম না। সোনা বউ গো অ অ অ অ অ (লিরিক্স) (lyrics) সারা রাত্রি, থাকলা বুগলে, আউ করলে নাহ মনের গৌরবে। রঙ বিরঙ্গের বউ আমার গো । অরে, কোন মএন শতিনে, দিছে বুদ্ধি, ধইরে ধইরে আমায় মারে গো । রঙ বিরঙ্গের বউ আমার গো । আইয চুনু দিমু, পাউডার দিমু, দিমু লিবিস্টিক কিনা গো । রঙ বিরঙ্গের বউ আমার গো । আজি খেতা ভিজলে, যেমন তেমন দাদি বালিশ বিজলে শুকায় নাহ । যৌবন কালে দাদী বউ পাইলাম না। অ দাদি আমি চিন্তায় বুজি আর বাঁচলাম নাহ যৌবন কালে দাদী বউ পাইলাম না। জামালপুরে আইসা দেখি ধানের বাজার চরা, জামালপুরে চেংরিগুলা ডেকের উপর খারা, যেদিনকা ধানের বাজার যাই ভাইগো ডিল, জামালপুরে চেংরিগুলা হুকটি পারে নিল, হে আহরে বাহরে বন্ধি শিহর বন্ধি গাছ, হে মায়ার জালে পুরুষ বন্ধি ঝালে বন্ধি মাছ, হে আহর তিতে বাহ

যৌবন কালে দাদী বউ পাইলাম না

Image
আজি খেতা ভিজলে, যেমন তেমন দাদি বালিশ বিজলে শুকায় নাহ । যৌবন কালে দাদী বউ পাইলাম না। (২) (লিরিক্স) (lyrics) অ দাদি আমি চিন্তায় বুঝি আর বাঁচলাম নাহ। যৌবন কালে দাদী বউ পাইলাম না। আজ আশিন মাসে, যেমন দাদিগো গাংজে ধান ক্ষেতে গারতেছে । আমার যৌবন দাদি মারবেল খেলাইতেছে । (২) অ দাদি আমি চিন্তায় বুজি আর বাঁচলাম নাহ যৌবন কালে দাদী বউ পাইলাম না। সোনা বউ গো অ অ অ অ অ (লিরিক্স) (lyrics) সারা রাত্রি, থাকলা বুগলে, আউ করলে নাহ মনের গৌরবে। রঙ বিরঙ্গের বউ আমার গো । অরে, কোন মএন শতিনে, দিছে বুদ্ধি, ধইরে ধইরে আমায় মারে গো । রঙ বিরঙ্গের বউ আমার গো । আইয চুনু দিমু, পাউডার দিমু, দিমু লিবিস্টিক কিনা গো । রঙ বিরঙ্গের বউ আমার গো । আজি খেতা ভিজলে, যেমন তেমন দাদি বালিশ বিজলে শুকায় নাহ । যৌবন কালে দাদী বউ পাইলাম না। অ দাদি আমি চিন্তায় বুজি আর বাঁচলাম নাহ যৌবন কালে দাদী বউ পাইলাম না। জামালপুরে আইসা দেখি ধানের বাজার চরা, জামালপুরে চেংরিগুলা ডেকের উপর খারা, যেদিনকা ধানের বাজার যাই ভাইগো ডিল, জামালপুরে চেংরিগুলা হুকটি পারে নিল, হে আহরে বাহরে বন্ধি শিহর বন্ধি গাছ, হে মায়ার জালে পুরুষ বন্ধি

যে টুকু সময় তুমি থাকো কাছে

Image
যে টুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।। ব্যথার সমাধিতে বসে এ মন ফোটায় আশার ফুল রাশি রাশি যখন দেখি ওই মুখের হাসি স্বপ্ন থেকে আসো নয়নেতে নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও জাগরণে এসে কাছে দাঁড়াও যে টুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।। শিশুকালের রূপকথাগুলো পায়ে পায়ে সব আসে ফিরে তোমার কথা রূপকথা ঘিরে ভুলে ভরা যত স্বরলিপি গানের কোকিল হয়ে উঠে ডেকে কাছে এলে তুমি দূরে থেকে যে টুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।।

যে টুকু সময় তুমি থাকো কাছে

Image
যে টুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।। ব্যথার সমাধিতে বসে এ মন ফোটায় আশার ফুল রাশি রাশি যখন দেখি ওই মুখের হাসি স্বপ্ন থেকে আসো নয়নেতে নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও জাগরণে এসে কাছে দাঁড়াও যে টুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।। শিশুকালের রূপকথাগুলো পায়ে পায়ে সব আসে ফিরে তোমার কথা রূপকথা ঘিরে ভুলে ভরা যত স্বরলিপি গানের কোকিল হয়ে উঠে ডেকে কাছে এলে তুমি দূরে থেকে যে টুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।।

যে টুকু সময় তুমি থাকো কাছে

Image
যে টুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।। ব্যথার সমাধিতে বসে এ মন ফোটায় আশার ফুল রাশি রাশি যখন দেখি ওই মুখের হাসি স্বপ্ন থেকে আসো নয়নেতে নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও জাগরণে এসে কাছে দাঁড়াও যে টুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।। শিশুকালের রূপকথাগুলো পায়ে পায়ে সব আসে ফিরে তোমার কথা রূপকথা ঘিরে ভুলে ভরা যত স্বরলিপি গানের কোকিল হয়ে উঠে ডেকে কাছে এলে তুমি দূরে থেকে যে টুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।।

পাপড়ি কেন বোঝে না

Image
সারা রাত জেগে জেগে, কত কথাই আমি ভাবি। পাপড়ি কেন বোঝে না? তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না? তাই ঘুম আসে না। তুমি আমি কেন দূরে দূরে? খুঁজে বেড়াই ঘুরে ঘুরে। মন কি যে চায়, কাটে শুধু বেদনায়। পাপড়ি কেন বোঝে না? তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না? তাই ঘুম আসে না। মায়া ভরা পৃথিবী ছেড়ে, চলে যাবো চিরতরে। সবাই চলে যায়, কতটুকুই বা পায়। পাপড়ি কেন বোঝে না? তাই ঘুম আসে না…

পাপড়ি কেন বোঝে না

Image
সারা রাত জেগে জেগে, কত কথাই আমি ভাবি। পাপড়ি কেন বোঝে না? তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না? তাই ঘুম আসে না। তুমি আমি কেন দূরে দূরে? খুঁজে বেড়াই ঘুরে ঘুরে। মন কি যে চায়, কাটে শুধু বেদনায়। পাপড়ি কেন বোঝে না? তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না? তাই ঘুম আসে না। মায়া ভরা পৃথিবী ছেড়ে, চলে যাবো চিরতরে। সবাই চলে যায়, কতটুকুই বা পায়। পাপড়ি কেন বোঝে না? তাই ঘুম আসে না…

চুমকি চলেছে একা পথে

Image
চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরও ভালো চুমকি চলেছে একা পথে আরে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরও ভালো চুমকি চলেছে একা পথে মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি যত খুশি গালাগালি করো, লাগে ভালো মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি যত খুশি গালাগালি করো, লাগে ভালো আমাকে সাথে নিয়ে চলো না মিষ্টি করে তুমি বলো না তোমাকে যে আমি ভালোবাসি চুমকি চলেছে একা পথে আরে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরও ভালো চুমকি চলেছে একা পথে ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো একা একা এই পথে চলো না আর কারও নজরে পড়ো না তাহলে যে মরে যাবো আমি চুমকি চলেছে একা পথে আরে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরও ভালো চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরও ভালো চুমকি চলেছে একা পথে

চুমকি চলেছে একা পথে

Image
চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরও ভালো চুমকি চলেছে একা পথে আরে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরও ভালো চুমকি চলেছে একা পথে মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি যত খুশি গালাগালি করো, লাগে ভালো মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি যত খুশি গালাগালি করো, লাগে ভালো আমাকে সাথে নিয়ে চলো না মিষ্টি করে তুমি বলো না তোমাকে যে আমি ভালোবাসি চুমকি চলেছে একা পথে আরে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরও ভালো চুমকি চলেছে একা পথে ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো একা একা এই পথে চলো না আর কারও নজরে পড়ো না তাহলে যে মরে যাবো আমি চুমকি চলেছে একা পথে আরে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরও ভালো চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরও ভালো চুমকি চলেছে একা পথে

কে তুমি মন উদাসী

Image
কে তুমি মন উদাসী মনের খবর জানতে চাও, উথাল পাথাল প্রেম যমুনায় উল্টো দিকে বৈঠা বাও। এ কোন প্রেমের আগুনে আমাকে পোড়াতে চাও, এ কোন প্রেমের আগুনে আমাকে পোড়াতে চাও॥ (×2) তোমার চোখের তারায় তারায় যে প্রেমের ছড়াছড়ি,, সে তো এক অগ্নিগিরি॥ (×2) চাইনা সেই অগ্নিগিরি এ বুকে ছড়িয়ে দাও, এ কোন প্রেমের আগুনে আমাকে পোড়াতে চাও। কেন মিছে স্বপ্ন দেখাও স্বপ্নটা যাবে ভেসে,, দু’চোখের জলোচ্ছাসে॥ (×2) চাইনা সে জলোচ্ছাসে আমাকে ভাসিয়ে দাও, এ কোন প্রেমের আগুনে আমাকে পোড়াতে চাও। (ঐ)

কে তুমি মন উদাসী

Image
কে তুমি মন উদাসী মনের খবর জানতে চাও, উথাল পাথাল প্রেম যমুনায় উল্টো দিকে বৈঠা বাও। এ কোন প্রেমের আগুনে আমাকে পোড়াতে চাও, এ কোন প্রেমের আগুনে আমাকে পোড়াতে চাও॥ (×2) তোমার চোখের তারায় তারায় যে প্রেমের ছড়াছড়ি,, সে তো এক অগ্নিগিরি॥ (×2) চাইনা সেই অগ্নিগিরি এ বুকে ছড়িয়ে দাও, এ কোন প্রেমের আগুনে আমাকে পোড়াতে চাও। কেন মিছে স্বপ্ন দেখাও স্বপ্নটা যাবে ভেসে,, দু’চোখের জলোচ্ছাসে॥ (×2) চাইনা সে জলোচ্ছাসে আমাকে ভাসিয়ে দাও, এ কোন প্রেমের আগুনে আমাকে পোড়াতে চাও। (ঐ)

তোর মনের ভেতর কার ছবি আঁকা

Image
তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারণে জিবনটা যে আর তো চলে না, ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারণে জিবনটা যে আর তো চলে না, তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। ভালোবাসা ভুলে গেলি করলি ছলনা, ওরে আমার কথা তোর কি মনে পড়েনা। ওরে ভালোবাসা ভুলে গেলি করলি ছলনা ওরে আমার কথা তোর কি মনে পড়েনা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তুই বন্ধু সুখে থাকিস খবর নিব না ওরে আমার মতো থাকবো আমি আপন ঠিকানায়। ওরে তুই বন্ধু সুখে থাকিস খবর নিব না, ওরে আমার মতো থাকবো আমি আপন ঠিকানায়। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারনে জীবনটা যে আর তো চলে না। ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারণে জীবনটা

তোর মনের ভেতর কার ছবি আঁকা

Image
তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারণে জিবনটা যে আর তো চলে না, ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারণে জিবনটা যে আর তো চলে না, তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। ভালোবাসা ভুলে গেলি করলি ছলনা, ওরে আমার কথা তোর কি মনে পড়েনা। ওরে ভালোবাসা ভুলে গেলি করলি ছলনা ওরে আমার কথা তোর কি মনে পড়েনা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তুই বন্ধু সুখে থাকিস খবর নিব না ওরে আমার মতো থাকবো আমি আপন ঠিকানায়। ওরে তুই বন্ধু সুখে থাকিস খবর নিব না, ওরে আমার মতো থাকবো আমি আপন ঠিকানায়। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারনে জীবনটা যে আর তো চলে না। ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারণে জীবনটা

তোর মনের ভেতর কার ছবি আঁকা

Image
তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারণে জিবনটা যে আর তো চলে না, ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারণে জিবনটা যে আর তো চলে না, তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। ভালোবাসা ভুলে গেলি করলি ছলনা, ওরে আমার কথা তোর কি মনে পড়েনা। ওরে ভালোবাসা ভুলে গেলি করলি ছলনা ওরে আমার কথা তোর কি মনে পড়েনা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তুই বন্ধু সুখে থাকিস খবর নিব না ওরে আমার মতো থাকবো আমি আপন ঠিকানায়। ওরে তুই বন্ধু সুখে থাকিস খবর নিব না, ওরে আমার মতো থাকবো আমি আপন ঠিকানায়। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। তোর মনের ভেতর কার ছবি আঁকা, তোর মনের ভেতর কার জন্য এত ভালোবাসা। ওরে এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না, ওরে তোর কারনে জীবনটা যে আর তো চলে না। ওরে এত ভালোবাসি তোরে বুঝেও

সে যে বসে আছে একা একা

Image
সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে তার গুনগুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেল যদি পারো বুঝতে তার গুনগুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেল যদি পারো বুঝতে সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলছে আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলছে আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ সেই বৃষ্টি ভেজা মনে দাগ দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ সেই বৃষ্টি ভেজা মনে দাগ দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন সে যে বসে আছে… সে যে বসে আছে… সে যে বসে আছে… সে যে বসে আছে…

সে যে বসে আছে একা একা

Image
সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে তার গুনগুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেল যদি পারো বুঝতে তার গুনগুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেল যদি পারো বুঝতে সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলছে আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলছে আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ সেই বৃষ্টি ভেজা মনে দাগ দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ সেই বৃষ্টি ভেজা মনে দাগ দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন সে যে বসে আছে... সে যে বসে আছে... সে যে বসে আছে... সে যে বসে আছে...

কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে

Image
কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা। দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল পদ্ম পাতার জল কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা। বেদনা সিক্ত অশান্ত এই মন খুঁজে ফেরে মেটায় প্রয়োজন যতদূর জানে ব্যাকুল হৃদয় নীল বিষের পেয়ালা মনের বাঁধন। বেদনা সিক্ত অশান্ত এই মন খুঁজে ফেরে মেটায় প্রয়োজন যতদূর জানে ব্যাকুল হৃদয় নীল বিষের পেয়ালা মনের বাঁধন। দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল পদ্ম পাতার জল কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা। নয়ন গভীরে আঙিনায় নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা কোথায় হারালে বল পাবো তোমায় বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় । নয়ন গভীরে আঙিনায় নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা কোথায় হারালে বল পাবো তোমায় বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় । দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল পদ্ম পাতার জল কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা। দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার

কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে

Image
কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা। দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল পদ্ম পাতার জল কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা। বেদনা সিক্ত অশান্ত এই মন খুঁজে ফেরে মেটায় প্রয়োজন যতদূর জানে ব্যাকুল হৃদয় নীল বিষের পেয়ালা মনের বাঁধন। বেদনা সিক্ত অশান্ত এই মন খুঁজে ফেরে মেটায় প্রয়োজন যতদূর জানে ব্যাকুল হৃদয় নীল বিষের পেয়ালা মনের বাঁধন। দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল পদ্ম পাতার জল কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা। নয়ন গভীরে আঙিনায় নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা কোথায় হারালে বল পাবো তোমায় বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় । নয়ন গভীরে আঙিনায় নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা কোথায় হারালে বল পাবো তোমায় বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় । দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল পদ্ম পাতার জল কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা এই নিশাচর আমায় ভেবোনা

তোর প্রেমেতে অন্ধ হলাম

Image
তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে ,  বন্ধু তোরে খুঁজে বেড়াই ,  সকাল – দুপুর – রাতে ।  [ ২ বার ] আগুন জ্বেলেও পুড়লাম আমি দিলাম তাতে ঝাপ , তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই পাপ ।   [ ২ বার ] তোর প্রেমেতে অন্ধ হলাম  কি দোষ দিবি তাতে , বন্ধু তোরে খুঁজে বেড়াই , সকাল – দুপুর – রাতে । তোর কারনে ভুললাম আমি  গোত্র জাতি কুল ,  কাঁটার সাথে করলাম সন্ধি , পায়ে পিষে ফুল ।   [ ২ বার ]  কেমন করে সইবো আমি প্রেম আগুনের তাপ , তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু  ছিলো পুরোটাই পাপ ।   [ ২ বার ] পথ হারানো পথিক হলাম সব হারিয়ে নিঃস্ব ।  তোর আমার এই প্রেমের  কি দাম দেবে বিশ্ব  ।   [  ২ বার ] প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ , তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই পাপ ।   [ ২ বার ] তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে , বন্ধু তোরে খুঁজে বেড়াই ,  সকাল – দুপুর – রাতে ।

তোর প্রেমেতে অন্ধ হলাম

Image
তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে ,  বন্ধু তোরে খুঁজে বেড়াই ,  সকাল - দুপুর - রাতে ।  [ ২ বার ] আগুন জ্বেলেও পুড়লাম আমি দিলাম তাতে ঝাপ , তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই পাপ ।   [ ২ বার ] তোর প্রেমেতে অন্ধ হলাম  কি দোষ দিবি তাতে , বন্ধু তোরে খুঁজে বেড়াই , সকাল - দুপুর - রাতে । তোর কারনে ভুললাম আমি  গোত্র জাতি কুল ,  কাঁটার সাথে করলাম সন্ধি , পায়ে পিষে ফুল ।   [ ২ বার ]  কেমন করে সইবো আমি প্রেম আগুনের তাপ , তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু  ছিলো পুরোটাই পাপ ।   [ ২ বার ] পথ হারানো পথিক হলাম সব হারিয়ে নিঃস্ব ।  তোর আমার এই প্রেমের  কি দাম দেবে বিশ্ব  ।   [  ২ বার ] প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ , তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই পাপ ।   [ ২ বার ] তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে , বন্ধু তোরে খুঁজে বেড়াই ,  সকাল - দুপুর - রাতে ।

চিরদিনই তুমি যে আমার

Image
চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারই সঙ্গী, সঙ্গী আমরা অমর সঙ্গী এতো কাছে রয়েছো তুমি আরও কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই এতো কাছে রয়েছো তুমি আরও কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী, সঙ্গী আমরা অমর সঙ্গী এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দু’জনার এই দু’টি মন এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দু’জনার এই দু’টি মন হৃদয়ের সব কবিতা ঝরে পড়ে ছন্দকারে চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারই সঙ্গী, সঙ্গী আমরা অমর সঙ্গী

চিরদিনই তুমি যে আমার

Image
চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারই সঙ্গী, সঙ্গী আমরা অমর সঙ্গী এতো কাছে রয়েছো তুমি আরও কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই এতো কাছে রয়েছো তুমি আরও কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী, সঙ্গী আমরা অমর সঙ্গী এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দু'জনার এই দু'টি মন এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দু'জনার এই দু'টি মন হৃদয়ের সব কবিতা ঝরে পড়ে ছন্দকারে চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারই সঙ্গী, সঙ্গী আমরা অমর সঙ্গী

ও বন্ধু তুমি শুনতে কি পাও

গারে সানি সা রে রে গারে সানি পা নিসা নিসা রে পা গা রে গারে সানি পানি সারে পাগা রেসা নিসা রেগা সারে সারে রেগা রেগা গামা গামা পানি সারে ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার(২) এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার এ মনের কথা, যায় ভেসে সুরে ও ও (২) যদি পার সামনে এসো, কাছে এসে ভালবাসো(২) বুঝ নাকি ভালবাসা করে হাহাকার ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) কেন এই লুকোচুরি কি কারণে জানি না কাছে যেতে চাই তবু কেন, যেতে পারি না ও ও(২) বলনাকো কার ভুলেতে, দেখা তুমি চাও না দিতে(২) বলো কবে দু’টি মন হবে একাকার ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার(২) এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২)

ও বন্ধু তুমি শুনতে কি পাও

গারে সানি সা রে রে গারে সানি পা নিসা নিসা রে পা গা রে গারে সানি পানি সারে পাগা রেসা নিসা রেগা সারে সারে রেগা রেগা গামা গামা পানি সারে ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার(২) এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার এ মনের কথা, যায় ভেসে সুরে ও ও (২) যদি পার সামনে এসো, কাছে এসে ভালবাসো(২) বুঝ নাকি ভালবাসা করে হাহাকার ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) কেন এই লুকোচুরি কি কারণে জানি না কাছে যেতে চাই তবু কেন, যেতে পারি না ও ও(২) বলনাকো কার ভুলেতে, দেখা তুমি চাও না দিতে(২) বলো কবে দু’টি মন হবে একাকার ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার(২) এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২)

ও বন্ধু তুমি শুনতে কি পাও

গারে সানি সা রে রে গারে সানি পা নিসা নিসা রে পা গা রে গারে সানি পানি সারে পাগা রেসা নিসা রেগা সারে সারে রেগা রেগা গামা গামা পানি সারে ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার(২) এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার এ মনের কথা, যায় ভেসে সুরে ও ও (২) যদি পার সামনে এসো, কাছে এসে ভালবাসো(২) বুঝ নাকি ভালবাসা করে হাহাকার ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) কেন এই লুকোচুরি কি কারণে জানি না কাছে যেতে চাই তবু কেন, যেতে পারি না ও ও(২) বলনাকো কার ভুলেতে, দেখা তুমি চাও না দিতে(২) বলো কবে দু’টি মন হবে একাকার ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার(২) এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২)

ও বন্ধু তুমি শুনতে কি পাও

গারে সানি সা রে রে গারে সানি পা নিসা নিসা রে পা গা রে গারে সানি পানি সারে পাগা রেসা নিসা রেগা সারে সারে রেগা রেগা গামা গামা পানি সারে ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার(২) এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার এ মনের কথা, যায় ভেসে সুরে ও ও (২) যদি পার সামনে এসো, কাছে এসে ভালবাসো(২) বুঝ নাকি ভালবাসা করে হাহাকার ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) কেন এই লুকোচুরি কি কারণে জানি না কাছে যেতে চাই তবু কেন, যেতে পারি না ও ও(২) বলনাকো কার ভুলেতে, দেখা তুমি চাও না দিতে(২) বলো কবে দু’টি মন হবে একাকার ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২) ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার(২) এ গান আমার ও এ গান আমার(২) ও বন্ধু তুমি শুনতে কি পাও(২) এ গান আমার ও এ গান আমার(২)

সাড়ে আট হাজার মাইল দূরে

ও গান তুমি, ও গান তুমি ভেসে যাও আলোকের কণায়। গান ভেসে যাও তরঙ্গ মূর্ছনায়। গান ভেসে যাও অতলান্তিক ঘুরে ভেসে যাও গান তুমি প্রশান্ত ঘুরে সাড়ে আট হাজার মাইল দূরে… সাড়ে আট হাজার মাইল দূরে… বুহুদুরে কোনো খোলা জানালায়, উদাসী মেঘেরা খেলে অবেলায়। তখন অকারন, কোনো আনমনা মন, বিরহী দু চোখে জল ঝরাবি। ও গান তাড়াতাড়ি, তুমি যাও তার বাড়ি, বৃষ্টিটা নামার আগে। পৌছে যেও প্রথম জলকণা গড়াবার আগে। ও গান তুমি বলে দিও তাকে, আমিও বাঁচি অভিনয়ে। মুখোসের আড়ালে নূনা চোখ ডেকে, অন্য অনেক পরিচয়ে। ব্যাথা গুলো বুঝিয়ে বলো আর বলো আসছি আমি, ফুরোবে এইবার পালায় অপেক্ষার যাও বলে দাও ও গান তুমি। ও গান তুমি, ও গান তুমি ভেসে যাও আলোকের কণায়। ও গান তুমি, ও গান তুমি ভেসে যাও আলোকের কণায়। গান ভেসে যাও তরঙ্গ মূর্ছনায়। গান ভেসে যাও অতলান্তিক ঘুরে ভেসে যাও গান তুমি প্রশান্ত ঘুরে সাড়ে আট হাজার মাইল দূরে… সাড়ে আট হাজার মাইল দূরে… বুহুদুরে কোনো খোলা জানালায়, উদাসী মেঘেরা খেলে অবেলায়। তখন অকারন, কোনো আনমনা মন, বিরহী দু চোখে জল ঝরাবি। ও গান তাড়াতাড়ি, তুমি যাও তার বাড়ি, বৃষ্টিটা নামার আগে। পৌছে যেও প্রথম জলকণা গড়াবার আগে। ও গান তুমি বলে দ

সাড়ে আট হাজার মাইল দূরে

ও গান তুমি, ও গান তুমি ভেসে যাও আলোকের কণায়। গান ভেসে যাও তরঙ্গ মূর্ছনায়। গান ভেসে যাও অতলান্তিক ঘুরে ভেসে যাও গান তুমি প্রশান্ত ঘুরে সাড়ে আট হাজার মাইল দূরে… সাড়ে আট হাজার মাইল দূরে… বুহুদুরে কোনো খোলা জানালায়, উদাসী মেঘেরা খেলে অবেলায়। তখন অকারন, কোনো আনমনা মন, বিরহী দু চোখে জল ঝরাবি। ও গান তাড়াতাড়ি, তুমি যাও তার বাড়ি, বৃষ্টিটা নামার আগে। পৌছে যেও প্রথম জলকণা গড়াবার আগে। ও গান তুমি বলে দিও তাকে, আমিও বাঁচি অভিনয়ে। মুখোসের আড়ালে নূনা চোখ ডেকে, অন্য অনেক পরিচয়ে। ব্যাথা গুলো বুঝিয়ে বলো আর বলো আসছি আমি, ফুরোবে এইবার পালায় অপেক্ষার যাও বলে দাও ও গান তুমি। ও গান তুমি, ও গান তুমি ভেসে যাও আলোকের কণায়। ও গান তুমি, ও গান তুমি ভেসে যাও আলোকের কণায়। গান ভেসে যাও তরঙ্গ মূর্ছনায়। গান ভেসে যাও অতলান্তিক ঘুরে ভেসে যাও গান তুমি প্রশান্ত ঘুরে সাড়ে আট হাজার মাইল দূরে… সাড়ে আট হাজার মাইল দূরে… বুহুদুরে কোনো খোলা জানালায়, উদাসী মেঘেরা খেলে অবেলায়। তখন অকারন, কোনো আনমনা মন, বিরহী দু চোখে জল ঝরাবি। ও গান তাড়াতাড়ি, তুমি যাও তার বাড়ি, বৃষ্টিটা নামার আগে। পৌছে যেও প্রথ

প্রেম তুমি

Image
আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিলো আড়ালে সব লুকোনো সেই গল্পেরা সব রঙিন হল পলকে তোমাকে হঠাৎ পেয়ে যেন প্রেম তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজও আছে সেই পথ শুধু নেই তুমি বলো কোথায় আছো অভিমানী? আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিলো আড়ালে সব লুকোনো সেই গল্পেরা সব রঙিন হল পলকে তোমাকে হঠাৎ পেয়ে যেন প্রেম তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজও আছে সেই পথ শুধু নেই তুমি বলো কোথায় আছো অভিমানী? অভিমানী… সব থেকেও কি যেন নেই তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে আমার ভাল লাগা গুলো সব তোমায় ভেবে সাঁজে রোজ রোজ এই মনে প্রেম তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজও আছে সেই পথ শুধু নেই তুমি বলো কোথায় আছো অভিমানী? চেয়ে থাকা দূর বহুদূর যে পথে আজও রয়ে গেছো স্মৃতির পাতায় এসোনা আর একটি বার স্বপ্ন যত সাজাতে আবার শুনছ কি আমায়? প্রেম তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজও আছে সেই পথ শুধু নেই তুমি বলো কোথায় আছো অভিমানী? প্রেম তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজও আছে সেই পথ শুধু নেই তুমি বলো কোথায় আছো অভিমানী?