তুমি জানো নারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা
তুমি জানো নারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার বেদন বুঝো না ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদু মৃদু বায়ু বয় ফুলবনে পুলকের আল্পনা মাধুয়া মাধুবী রাতে বঁধুয়া তোমারি সাথে করেছিনু যামিনী যাপনা (তুমি) আমায় ফেলে চলে গেলে কি আগুন মোর বুকে জ্বেলে একদিনও দেখতে তুমি এলে না যদি পেতাম দুঃখিনীর কুটিরে দেখাইতাম অন্তর চিঁড়ে বুকের ব্যথা মুখে বলা চলে না কাষ্ঠ-নলে দাবানল পুড়ে যায় বন জঙ্গল মন পোড়া পিরিত বন্ধু তাহা নয় কত বিরহীনির তুমি অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে জলে গেলে জ্বলে দ্বিগুণ নিভে না– না নিভে না খুঁজিলাম জনম জনম ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম কোনখানে পাইনে তোমার ঠিকানা পাগল বিজয় বলে চিত্ত চোর ফিরবে কি জীবনে মোর মনে রইলে ব্যথা ভরা বাসনা ———————— কথাঃ বিজয় সরকার